“ওয়ার্ডপ্রেস-ব্লগ + ফ্রী-ডোমেইন + হোস্টিং + ডিজাইন + শীর্ষ-প্লাগিন + সাইট-কনফিগার = একটি-পরিপূর্ণ-সাইট” সম্পূর্ণ ফ্রী-তে, পর্ব-২

আস্-সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো। এই কামনা করে আমার আজকের পোষ্টটি শুরু করতেছি।

যারা পূর্বের টিউনটি দেখা মিস করেছেন তারা নিচের লিংক থেকে এটি দেখে নিন-

“ওয়ার্ডপ্রেস-ব্লগ + ফ্রী-ডোমেইন + হোস্টিং + ডিজাইন + শীর্ষ-প্লাগিন + সাইট-কনফিগার = একটি-পরিপূর্ণ-সাইট” সম্পূর্ণ ফ্রী-তে, পর্ব-১

অনেক দিন ধরেই এই সিরিজের উপর আমার কোন পোষ্ট লিখা হয়না। প্রকৃতপক্ষে, এই সিরিজের উপর প্রথম টিউনটি লিখার পর ব্যাপক সাড়া পেয়েছিলাম। কিন্তু ব্যস্ত থাকার কারণে বাকি পর্ব গুলো আর লিখা হয়নি। যাইহোক, এখন থেকে বাকি টিউনগুলো নিয়মিত লিখার চেষ্টা করব। আপনাদের কে বলব একটু ধৈর্য ধারণ করুন এবং মনোযোগ সহকারে টিউনগুলো বুঝার চেষ্টা করুন। অনেকেই প্রথম টিউনটি পড়ে আমাকে মেইল করেছেন পরবর্তী টিউনগুলো লিখার জন্য। তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

আজকের টিউনে আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে কিছু বেসিক ধারণা নিব। যাতে করে আমাদের মাঝে ওয়ার্ডপ্রেসের মত একটি গুরত্বপূর্ণ বিষয় পুরোপুরি সহজ হয়ে যায়।

ওয়ার্ডপ্রেস কি?

#ওয়ার্ডপ্রেসঃ- ওয়ার্ডপ্রেস হল একটি উন্মুক্ত ব্লগিং প্লার্টফর্ম যা কিনা CMS(Content Management System) সফটওয়্যার নামে পরিচিত।

CMS হল এমন একটি সিস্টেম যার দ্বারা আপনি আপনার কনটেন্টগুলো কে শক্তিশালী ভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। এটি আপনাকে ব্লগ পাবলিশ করা থেকে শুরু করে আপনার ব্লগের সামগ্রিক কাজগুলো বিশেষ করে পরিবর্তন, সংশোধন, সংযোজন বা অপসারণ করতে সাহয্যে করে। এর দ্বারা আপনি আপনার ব্লগ সাইট কে সুন্দর ভাবে সাজিয়ে তুলতে পারবেন এবং সহজেই আপনার সাইট কে ইচ্ছেমত পরিচালনা করতে পারবেন।

আমাদের দেশের সেরা ব্লগিং সাইটগুলো(টেকটিউনস্, পিসিহেল্পলাইন-বিডি) ওয়ার্ডপ্রেস সফটওয়্যার দ্বারা পরিচালিত।

নিচের লিংক থেকে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার টি ডাউনলোড করে নিতে পারেন-

http://www.wordpress.org/download

আসুন ওয়ার্ডপ্রেস কে আরো সহজ ভাবে বুঝার জন্য নিচের তথ্যগুলোর সাহয্যে কিছু ধারণা নিই।

ওয়ার্ডপ্রেস মূলত ব্লগিং প্লার্টফর্ম হলেও বর্তমানে এর সাহয্যে ই-কমার্স ওয়েবসাইট সহ নানান ওয়েব সাইট তৈরি করা হচ্ছে।

ডোমেইন কি?

#ডোমেইনঃ- সংক্ষেপে ডোমেইন কে আপনার ওয়েবসাইটের ডাকনাম বলা যেতে পারে, অথ্যাৎ যার দ্বারা আপনার ওয়েবসাইট টি ইন্টারনেটে প্রকাশিত হবে। উদহরণস্বরূপ বলা যেতে পারে, গুগুলের ডোমেইন হচ্ছে google.com এবং ফেসবুকের ডোমেইন হচ্ছে facebook.com . মোটকথা, একজন ভিজিটর যার দ্বারা আপনার ওয়েবসাইট টি ভিজিট করবে তা-ই ডোমেইন।

ডোমেইন যে শুধু .com এর হবে এমনটি নয়। এটা বিভিন্ন ধরনের হতে পারে, সেটি মূলত নির্ভর করে আপনার সাইটের উদ্দেশ্যের উপর। যেমন- আপনার সাইট-টি যদি commercial হয় তাহলে হবে .com , যদি networking হয় তাহলে হবে .net , information ভিত্তিক হলে .info , মোবাইল ভিত্তিক হলে .mobi ইত্যাদি। যদিও এখন আর সেদিকটা কে ততটা গুরত্ব দেয়া হয়না। প্রত্যেকেই .com ডোমেইটি নেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশী আগ্রহী থাকে।

সারা পৃথিবীতে অনেক ধরনের ডোমেইন পাওয়া যায়। সেগুলো কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি- একটি হল টাকার বিনিময়ে ডোমেইন এবং অন্যটি হল বিনামূল্যে ডোমেইন। উপরে যে ডোমেইনগুলোর কথা উল্লেখ করেছি সেগুলো নিতে হলে আমাদেরকে অবশ্যই এর জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ মূল্যে পরিশোধ করতে হবে। বিভিন্ন ধরনের ডোমেইনের মূল্যে বিভিন্ন রকমের হয়ে থাকে। আপনি .com ডোমেইন টি নিতে চাইলে বাংলাদেশী টাকায় ৮০০-১৬০০ টাকা ১ বছরের জন্য পরিশোধ করতে হবে। তবে এক্ষেত্রে উল্লিখিত টাকার কম-বেশী হতে পারে, কেননা বিভিন্ন ডোমেইন কোম্পানিগুলো আপনাকে বিভিন্ন সময় অফার দিতে পারে স্বল্পমূল্যে ডোমেইন রেজিঃ এর জন্য।

যাইহোক, এবার আমরা ফ্রী ডোমেইন এর ব্যাপারে কিছুটা আলোচনা করতে পারি।

আসলে ফ্রী তো ফ্রী-ই! এর কিছু বিরক্তিকর গুণাগুণ থাকে যেগুলোর যন্ত্রনার কারণে আমরা মূল্য পরিশোধ করে মূল ডোমেইন ক্রয় করে থাকি।

তবে যাদের ক্রয় করা ডোমেইন এর প্রয়োজন হয়না তারা ফ্রী ডোমেইন দিয়েই তাদের কাজকর্ম চালিয়ে যান। ফ্রী ডোমেইন প্রকৃত পক্ষে কিছুটা বড় আকারের হয়ে থাকে, এছাড়া এর দুটি অংশ থাকে একটি ডোমেইনের মূল অংশ এবং অন্যটি ডোমেইনের বর্ধিত অংশ যেটি কিনা ডোমেইন প্রোবাইডারের ডোমেইন। বর্তমানে ফ্রী ডোমেইনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ডোমেইন টি হল .tk . এটি মূলত জনপ্রিয় হওয়ার মূল কারণটি হল- এটি আকারে অনেক ছোট, তাছাড়া এর সাথে বর্ধিত ডোমেইন অংশ নেই।

আপনি যেকোন ডোমেইন নিন না কেন, আপনার ডোমেইনটি অবশ্যই খালি থাকতে হবে, আপনি চাইলেই এখন google.com ডোমেইন টি নিতে পারবেন না। আপনার ডোমেইনটি পূর্বে কেউ রেজিঃ করেছে কিনা সেটা দেখার জন্য আপনি যেকোন ডোমেইন রেজিঃ সাইটে গিয়ে দেখে নিতে পারেন।

এই পুরো সিরিজ নিয়ে আপনারা চাইলে আমাকে যেকোন প্রশ্ন করতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজে যোগ দিয়ে এই বিষয় সংক্রান্ত অনেক তথ্য পেতে পারেন, পাশাপাশি আপনাদের বন্ধুদের সাথেও এই পেজটি শেয়ার করতে পারেন-
ITsolution page

পরবর্তী টিউনের প্রত্যাশা রেখে আজকের টিউন এখানেই শেষ করলাম। আল্লাহ্ হাফেজ।

Level 0

আমি Shariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেকদিন পর আপনার টিউন পেলাম তাও ভালো লাগছে ধন্যবাদ আপনাকে দয়া করে এর শেষ পর্যন্ত চালিয়ে যাবেন ।

    @অবুজ বালক: ইন-শা-আল্লাহ! চেষ্টা করব।

ভাই যা করবেন একটু তারাতারি করেন, অনেক দিন পর আপনাকে পেলাম। এইবার নিয়মিত পোস্ট করেন।

অবুজ বালক বলেছেন,

অনেকদিন পর আপনার টিউন পেলাম তাও ভালো লাগছে ধন্যবাদ আপনাকে দয়া করে এর শেষ পর্যন্ত চালিয়ে যাবেন ।

    @সাদ ইকবাল: ইন-শা-আল্লাহ! সঙ্গেই থাকুন।

ভাই wordpress এ কি বাংলা support করে ? বাংলায় কি post দেয়া যায়

    @I M Learner: অবশ্যি বাংলা সাপোর্ট করে। উদাহরনঃ টেকটিউনস। টেকটিউনস এর সিএমএস ও ওয়ার্ডপ্রেস, টেকটিউনস ও ওয়ার্ডপ্রেস দিয়ে করা ওয়েবসাইট।

    @I M Learner: ভাইয়া, পুরো টিউটরিয়াল টি পড়লে হয়তো ভালো করে বুঝতে পারতেন।
    “আমাদের দেশের সেরা ব্লগিং সাইটগুলো(টেকটিউনস্, পিসিহেল্পলাইন-বিডি) ওয়ার্ডপ্রেস সফটওয়্যার দ্বারা পরিচালিত।”
    টেকটিউনস নিশ্চই বাংলা সাইট, তাইনা?

ভাইয়া আপনার টিউন onek sundor hoche..onek guchiye likcen..sathe achi apnar..but maj pothe hariye jaben na please

কিন্তু আমি বাংলা লেখলে তো ???? এরকম প্রশ্নবোধক চিহ্ন দেখায়

মাত্র ৳0.99 ডলারে গোড্যাডি থেকে-নিজের নামে ডোমেইন কিনুন। কিনতে এখানে ক্লিক করুন http://goo.gl/wFzlB8