আসসালামু আলাইকুম ,
আসাকরি সবাই ভাল আছেন । আমি মোটামুটি ভাল আছি । আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি জটিল টিপস । এখন তো বেশির ভাল সাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু ভাল ওয়ার্ডপ্রেস সাইট ব্যবহার জানার কারনে অনেকে ভাল করে ওয়ার্ডপ্রেস সাইট ব্যবহার করতে পারছেন না । এই টিউন টা একমাএ যারা নতুন তাদের জন্য যারা ভাল করে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন না ।
আমরা অনেক সময় ব্লগ সাইট তৈরি করি ওয়ার্ডপ্রেস দিয়ে । আর ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করা মানে টেকটিউন এর মত সাইট তৈরি করা । আর বেশির ভাগ সাইটে টেকটিউনের মত গেস্ট ব্লগিং রাখে । কিন্তু দেখা যায় যখন একজন টিউনার রেজিস্টার করলো তখন আপনার সাইটের নাম না এসে লেখা আছে wordpress এবং
[email protected] আর এটাকে পরিবর্তন করে যদি এমন হয় amersite ও [email protected]/net কেমন হয় । তাই এই রকম তৈরি করতে নিচের কোড টুকু
Themes Function এ দিন দেখবেন কাজ শেষ ।
// change mail from name
function reset_fromname($email){
$wpfrom = get_option('blogname');
return $wpfrom;
}
add_filter('wp_mail_from_name', 'reset_fromname');
// change from email address
function reset_fromemail($email){
$wpfromemail = '[email protected]';
return $wpfromemail;
}
add_filter('wp_mail_from', 'reset_fromemail');
এবার আপনার কাজ শেষ এখন এমনি তে আপনি টেস্ট করতে পারেন ।
আরো কিছু জানায় থাকলে কমেন্ট করুন ।
সময় পেলে ছোট ভাইয়ের সাইট হতে ঘুরে আসবেন - আমার সাইট
আমি আমি ছোট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মূল্যবান টিউনের জন্য আপনাকে ধন্যবাদ