ওয়ার্ডপ্রেসে দিয়ে তৈরি করুন আপনার এলাকা ভিত্তিক বা স্কুল , সংগঠন বা গ্রুপ ভিত্তিক সাইট । আমরা ফেইসবুকে দেখি মতের অমিল হলেই বল্ক ব্যবহার চলে । আপনার কষ্টের লেখা রিপোর্ট করে রিমুভ করা নাই । এবার আপনি নিজেই তৈরি করুন সোস্যল সাইট যেখানে আপনি হবেন কর্তৃপক্ষ বা মডারেটর । যেখানে প্রবেশ অধিকার থাকবে শুধু আপনার ভক্তের বা আপনার এলাকার ছেলে বা আপনার সংগঠনের ই কেউ । তাহলে চলুন শুরু করি । এর জন্য প্রথমেই আপনার যা যা লাগবে তার মধ্যে হল একটা ইন্সটলেড ওয়ার্ডপ্রেসে সাইট । ধরে নিচ্ছি আপনার করে ফেলেছেন বা আপনার আছে । এবার BuddyPress নামের এই প্লাগিনটি ডাউন লোড করে ফেলুন । বা আপনার প্লাগিন অপশনে ইয়ে এড নিউ এই খানে সার্চ অপশনে BuddyPress লিখে সার্চ দিন।
এবার প্লাগিন একটিভ করে , setting >Buddypress যান । নিচের ছবির মত সব অপশন পাবেন ।
এবার আপনি যে যে ফিচার চান সেটা একটিভ করে দিন। আমার কথা হলে সোস্যল নেটওয়ার্কের জন্য যা যা লাগে সব আনতে সব অপশনই একটিভ করা ঠিক হবে ।
এবার এইখান হতে এই থিমটি ডাউনলোড করে নিন
এইবার থিমটি একটিভ করুন । তারপর Appearance > Theme Option যান । তারপর Advanced setting গিয়ে দুইটি অপশনেই ঠিক চিন্হ দিয়ে সেভ করুন । যাতে রেজিস্টার কৃত ইউজার ছাড়া আর কেউ মুল সাইটে প্রবেশ করতে না পারে । যেন সাইটে প্রবেশ করতে অবশ্যই লগইন করতে হয়ে ।
এবার Pages > Add New তে যান। Name লিখুন হোম । এবার Template হতে Home সিলেক্ট করে দিন। এবার পাবলিস করুন ।
এবার setting >Reading যান । Front page displays অপশনে হতে A static page (select below) সিলেক্ট করুন । নিচে Front page: হতে হোম পেজটি সিলেক্ট করে দিন ।
ব্যস হয়ে গেল সোস্যল নেটওয়াকিং সাইট । চাইলে আপনি সাইটকে আরো ডেভেলপ করতে পারেন । ধরুন আপনার সংগঠনের ফরম নাম্বার সব সদস্যের প্রফোইলে থাকবে এর জন্য আপনার একটা ফিল্ড দরকার । এইটাও আপনি কাস্টমাইজ করতে পারেন ইউজার ফ্রোফাইল ফিল্ড হতে ।
আমি hamidul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভালো লিখেছেন