আমার ওয়ার্ডপ্রেস সাইটের প্রোফাইল/ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারছিনা। ইরর বার্তা দেখাচ্ছে!! অভিজ্ঞ ভাইয়েরা একটু হেল্প করুন!!!

প্রিয় প্রযুক্তি সাইট টেক টিউন্সে সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভাল অআছেন। আমি টেক টিউনের পূরাতন সদস্য। আমি একটি সমস্যাতে পড়েছি বিশেষত ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে। এখানে অনেক অভিজ্ঞ টেকি ভাইয়েরা আছেন, যারা ওয়ার্ডপ্রেস সাইটে কিং মাস্টার। আশা করি আমার সমস্যাটির রিভিউ করবেন। এবং নিম্নোক্ত সমস্যার সমাধান পাইলে উপকৃত হই। তাহলো:

১। আমার একটি ব্যক্তিগত নতুন ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করেছি। সাইট  পেইড হোস্টিংয়ে হোস্ট করা।  সেখানে বিভিন্ন রকম প্লা্গইন ইনস্টল করেছিলাম। ভালই কাজ হইতে ছিল। কিন্তু ৩ দিন পূর্বে একটি প্লাগইন আপডেট করতে গিয়ে সমস্যাতে পড়ি (All SEO)। এটি আপডেট করার পর ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশ বোর্ড/প্রোফাইলে প্রবেশ করতে পারছিনা নিম্নরুপ বার্তা দেখাচ্ছে:

Fatal error: Allowed memory size of 41943040 bytes exhausted (tried to allocate 122880 bytes) in /home/pchelpla/public_html/wp-admin/includes/post.php on line 101

এবং প্লাগিন হিসাবে অনুরুপ বার্তা দেখাচ্ছে:

Fatal error: Allowed memory size of 41943040 bytes exhausted (tried to allocate 30720 bytes) in /home/pchelpla/public_html/wp-admin/includes/plugin.php on line 1550

এখানে কি করতে হবে। কেন এমন হয়েছে, কিছুই বুঝতে পারছিনা? কারন ড্যাশবোর্ডে প্রবেশ করাটা অত্যন্ত জরুরী, পোস্ট করাটা দরকার। কিন্তু উক্ত বার্তার কারনে সমস্যা হচ্ছে, প্রবেশ করা যাচ্ছে না।

২। অবশ্য যেখানে হোস্টিং নিয়েছি, সেখানে লগইন করা যাচ্ছে। হোস্টিং প্যানেল হতে উপরোক্ত সমস্যার সমাধান করা যাবে কি?

৩। আমি আমার হোস্টিংয়ে কিভাবে ব্যান্ডউইথ কমাবো, মানে ব্যান্ডউইথ খরচ কম রাখার এই রকম কোন প্লাগইন কিংবা টিপস্ আছে কি? অবশ্য আমার হোস্টিং স্পেস ১ জিবি, ব্যান্ডউইথ ২০ জিবি।

উপরোক্ত সমস্যার সমাধানে কোন ভাইয়া আমাকে হেল্প করলে কতৃজ্ঞতা স্বীকার করি।

Level 0

আমি আসলাম মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আশা করি আপনার সমস্যার সমাধান আগেই হয়ে গিয়েছে। তার পরও অন্যান্য টিউনার যারা পরবর্তীতে আপনার এ টিউনটি পড়বেন- তাদের জন্য কিছুটা সমাধান দেয়ার চেষ্টা করলাম।

এ সমস্যাটি মূলত আপনার এলটেড র‍্যাম ইউজেসের কারণের হয়ে থাকে। দেখলাম আপনার হোস্ট থেকে মাত্র ৪১৯৪৩০৪০ বাইট মানে- ৪০৯৬০ কিলোবাইট অর্থাৎ ৪০ মেগাবাইট মেমোরী দেয়া হয়েছে।
৬৪, ৯৬ কিংবা ১২৮ (সর্বোচ্চ) ব্যবহার করা যেতে পারে।

আপনার ওয়ার্ডপ্রেস কনফিগারেশন (wp-config.php) ফাইলে নিচের কোডটি লিখুন-

define('WP_MEMORY_LIMIT', '64M');

যেহেতু আপনার সমস্যা ৪০ মেগাবাইটে তাই ৬৪ দেবেন। ৬৪ এ হলে ৯৬ এ। এভাবে…।

আর সারবুদ্ধি গরুচুরি যদি বলি, WP SEO প্লাগিনটি ইউজ করেন। আমি করি। প্রবলেম থাকবে না আশা করি। এটি WordPress SEO by Yoast নামেও পরিচিত।