ওয়ার্ডপ্রেস কাষ্টমাইজেশন [পর্ব-৩] :: ওয়ার্ডপ্রেস সাইটে ইউজার প্রোফাইল থেকে ডিফল্ট Contact field রিমুভ করবেন যেভাবে।

ওয়ার্ডপ্রেস কাষ্টমাইজেশন

সবাই ভাল আছেন আশাকরি।

যাহোক ওয়ার্ডপ্রেস সাইটে লগিন করার পর যদি আমরা ইউজার প্রোফাইলের Contact Info সেকশনের দিকে লক্ষ্য করি তাহলে নিচের মত ফিল্ড গুলো দেখতে পায়।যেখানে,AIM,Yahoo IM,Jabber/Google talk সহ বেশ কিছু ফিল্ড থাকে।

আজকে আমরা দেখব কিভাবে ইউজার প্রোফাইলের Contact Info সেকশন থেকে ডিফল্ট ফিল্ড রিমুভ করা যায়।কেন রিমুভ করবেন?পুরোটায় আপনার ইচ্ছে/যদি ক্লায়েন্ট বলে/শিখে রাখতে দোষ কি?

তাহলে চলুন শুরু করা যাক।


আমরা AIM,Yahoo IM এবং Jabber/Google talk ফিল্ড তিনটা রিমুভ করব।

প্রথমে আপনার সাইটে লগিন করুন।এরপর Dashboard থেকে Appearance>Editor যান।

এরপর আপনার থিমের functions.php ফাইল টি এডিটরে ওপেন করুন এবং নিচের কোড টুকু কপি করে ?> এর আগে পেষ্ট করুন।আপনি চাইলে নতুন একটা পি.এইচ.পি ব্লকের মধ্যেও কোড টুকু পেষ্ট করতে পারেন।

///function to remove default contact fields
function remove_default_contact_fields($profile_fields) {
   ///It's for remove Aim field
   unset($profile_fields['aim']);
   ///It's for remove Jabber field
   unset($profile_fields['jabber']);
   ///It's for remove Yahoo field
   unset($profile_fields['yim']);
   return $profile_fields;
}
add_filter('user_contactmethods', 'remove_default_contact_fields');

এবার update বাটনে ক্লিক করে সেভ করুন।

এরপর Dashboard থেকে User>Your profile এ যান,তাহলে দেখবেন আমাদের কাঙ্খিত ফিল্ড তিনটি Contact Info সেকশন থেকে রিমুভ হয়ে গেছে।

ভাল থাকবেন সবাই।

Level 2

আমি এস কে জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সেরকম দামী কেউ না। খুব সাধারণ একজন মানুষ।প্রোগ্রামিং আর ইলেকট্রনিক্স সব থেকে বেশী ভাল লাগে। তাই এই দুইটাকেই জীবনের কাজ আর শখ হিসাবে যুক্ত করে নিয়েছি।ভাল লাগে শিখতে আর শেখাতে।ব্যাস এতটুকুই!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thnx

@Chowdhury Jahid: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

@এস.কে.জয় : আপনার সাথে যোগাযোগ করার জন্য কোন মাধ্যম পাওয়া যাবে কি ? আমি facebook.com/alaminrumans

    Level 2

    আপনাকে ফেসবুকে ইনবক্স করেছি।