অনেক সময় আমাদের পোষ্ট এবং পেজের মধ্যে ইউটিউব ভিডিও দেখাবার প্রয়োজন পড়ে।কেন পড়ে,সেটা বোধ করি আমার থেকে আপনারাই ভাল জানেন।
যাহোক,চাইলে আমরা এই জটিল কাজটা খুব সহজেই শর্টকোড দিয়ে করে ফেলতে পারি।ওয়ার্ডপ্রেসে শর্টকোড কি জানতে এখান থেকে একটা চক্কর দিয়ে আসুন।
যেভাবে করবেন।
প্রথমে আপনার সাইটে লগিন করুন।এরপর Dashboard থেকে Appearance>Editor যান।
এবার আপনার বর্তমান থিমের functions.php তে নিচের কোড টুকু যুক্ত করুন।কোড টুকু অবশ্যই ?> এর আগে বসাবেন।
function youtube($atts) { extract(shortcode_atts(array( "value" => 'http://', "width" => '475', "height" => '350', "name"=> 'movie', "allowFullScreen" => 'true', "allowScriptAccess"=>' always', ), $atts)); return '<object style="height: '.$height.'px; width: '.$width.'px"><param name="'.$name.'" value="'. $value.'"><param name="allowFullScreen" value="'.$allowFullScreen.'"></param><param name="allowScriptAccess" value="'.$allowScriptAccess.'"></param><embed src="'.$value.'" type="application/x-shockwave-flash" allowfullscreen="'.$allowFullScreen.'" allowScriptAccess="'.$allowScriptAccess.'" width="'.$width.'" height="'.$height.'"></embed></object>'; } add_shortcode("youtube", "youtube");
আপনি চাইলে এই কোড টুকু দিয়ে একটা প্লাগিনও বানিয়ে রাখতে পারেন।তাহলে সাইটের থিম পরিবর্তন করলেও আপনি শর্টকোড টা ব্যাবহার করতে পারবেন।ব্যাসিক প্লাগিন কিভাবে বানাতে হয় সেটা অন্যকোন টিউটোরিয়ালে দেখাবো।
কিছুক্ষণ আগে আমরা যে শর্টকোড রেজিষ্টার করলাম,সেটা হল এইটা।
[youtube value="http://www.youtube.com/watch?v=1aBSPn2P9bg"]
http://www.youtube.com/watch?v=1aBSPn2P9bg এর জায়গায় আপনার কাঙ্খিত ভিডিও টির লিংক দিবেন।এরপর শর্টকোড টুকু পোষ্ট বা পেজ এডিটরে পেষ্ট করে পাবলিশ করেন।তাহলে দেখবেন ভিডিও টি পোষ্ট বা পেজে চলে এসেছে।
ভাল থাকবেন সবাই।
আমি এস কে জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সেরকম দামী কেউ না। খুব সাধারণ একজন মানুষ।প্রোগ্রামিং আর ইলেকট্রনিক্স সব থেকে বেশী ভাল লাগে। তাই এই দুইটাকেই জীবনের কাজ আর শখ হিসাবে যুক্ত করে নিয়েছি।ভাল লাগে শিখতে আর শেখাতে।ব্যাস এতটুকুই!
ভাইয়া দারুন লিখেছেন। ভাইয়া এই পোস্টটা সহ আমার ব্লগেও নিয়মিত পোস্ট করতে পারেন। আমার ব্লগেও অনেক ভিজিটর বিশ্বাস না হলে দেখে আসুন। আর এখন আমি প্রতি ব্লগের জন্য ৫ টাকা করে দেই। সুতরাং দেখে আসুন আর ব্লগ করা শুরু করুন এক্ষুনি। Techalarmbd.com