আস-সালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই ভাল আছেন। সবসময় ভাল থাকুন এই প্রত্যাশা’ই করি।
শিরোনাম দেখে অনেকেই হয়তো আকাশ থেকে পড়তে পারেন, হয়তোবা কেউ-কেউ আমাকে পাগল ও ভাবতে পারেন। যাইহোক, এগুলোর কোনটিই ভাববার প্রয়োজন নেই..(আসলে, সব কিছুই সহজ, যদি মনোবল থাকে)..।
যাইহোক, আমার মিশন হল- আপনাদের জন্য এগুলো রেডি করে দেয়া প্লাস এগুলো সম্বন্ধে আপনাদেরকে পূর্ণ ধারণা দেয়া। তবে, শুধু কথা থাকবে একটাই..!! শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সবাই কে আমার সাথে ধৈর্য সহকারে থাকতে হবে..!!
বর্তমানে যারা ইন্টারনেট ব্যবহার করছেন তারা প্রত্যেকেই জানেন, একটা ওয়েব-সাইট একজন ব্যাক্তির জন্য কতটা গুরত্বপূর্ণ।
প্রকৃতপক্ষে অনলাইনে এমন অনেক ওয়েব-সাইট দেখা যায়, যেগুলোর ডিজাইন তত ভালো নয় এবং পাশাপাশি সাইটের মান অনেকটা নিম্নমানেরও হয়ে থাকে। এগুলোর পেছনে যুক্তি খুজতে গেলে মনে হবে- শুধু শুধু এসব সাইট তৈরি করার কোন মানেই হয়না, যা কিনা পুরোপুরি অনর্থক সাইট হিসেবে বিবেচিত হয়। উক্ত দৃষ্টিকোণ থেকে এটা ভাবা হয়তো অন্যায় কিছু নয়।
কিন্তু সাইট টি যিনি তৈরি করেছেন তার দৃষ্টিকোণ থেকে ভাবলে বুঝা যাবে যে সাইট টি কতটা গুরত্বপূর্ণ। মনে হবে ঠিক যেন সেই সোনার হরিণের মত। কেননা একটা সাইট একজনের জন্য খুবই প্রত্যাশিত একটি বিষয়। প্রত্যেকেই তার নিজের জন্য একটি নিজস্ব ওয়েব সাইট প্রত্যাশা করে থাকে। সঠিক ডিজাইন না জানা যদিও একটি বড় সমস্যা, তারপরও যতটুকু সম্ভব তা থেকে অনেকেই তৈরি করে ফেলেন তার নিজস্ব সাইট টি।
যাইহোক, উপরের সামান্য আলোচনা থেকে আমরা একটি সাইটের প্রয়োজনীয়তা সম্বন্ধে কিছুটা আন্দাজ করতে পেরেছি।
আমরা অনেকেই আছি যারা ওয়ার্ডপ্রেস সম্বন্ধে অনেকটা জানি, সুতরাং এ বিষয়ে বিস্তারিত বলার প্রয়োজন নেই।
এবার আসুন পোষ্টের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাক-
যেহেতু আমরা আমাদের জন্য একটি পরিপূর্ণ ওয়েব সাইট তৈরি করতে যাচ্ছি সেহেতু প্রথমেই উক্ত সাইট টির প্রাথমিক পর্যায়ের একটি ডেমো এববার দেখে নেয়া যাক-
যাইহোক, আমরা যে সাইট টি এইমাত্র দেখলাম সে সাইট টি আমাদের জন্য উৎকৃষ্ট হবে বলে আমি মনে করি। সবচেয়ে বড় কথা হল আমরা যেহেতু এখন নতুন, সাথে আবার ডিজাইনার ও নই সেহেতু এটা দিয়েই শুরু করাই ভাল হবে। অবশ্যই পরবর্তীতে আমরা ইচ্ছে করলে অন্য যেকোন থীম ব্যবহার করে সাইটকে আরো আকর্ষণীয় করে তুলতে পারব।
এবারে দেখে নেয়া যাক এই প্রজেক্টের মাধ্যমে আমরা কি কি শিখতে সক্ষম হবো, পাশাপাশি কি কি থাকছে এবং আমাদেরকে কি কি করতে হবে তার কিছু নমুনা......
আমরা যা যা শিখছিঃ-
১। ডোমেইনের কন্টোল প্যানেলের সাথে হোস্টিং প্যানেল স্থাপন করা,
২। হোস্টিং প্যানেল পরিচালনা করা,
৩। ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালী ইনস্টল দেয়া,
৪। ওয়ার্ডপ্রেস পুরোপুরি কনফিগার করা,
৫। ওয়েব ডিজাইন করা,
৬। থীম ও প্লাগিনের সম্পূর্ণ ব্যবহার,
৭। একটি ভাল মানের সাইট পরিচালনা করা,
৮। সর্বোপরি এগুলোর বিস্তারিত ধারণা এবং আরো অনেক কিছুই, যা আমরা প্রজেক্ট শেষে বুঝতে পারবো।
এখানে যা যা থাকছেঃ-
১। ফ্রী ডোমেইন,
২। ভাল মানের সম্পূর্ণ ফ্রী হোস্টিং,
৩। সম্পূর্ণ ভালো মানের একটি ব্লগ সাইট,
৪। অটোমেটিক রেজিঃ প্রণালী,
৫। বিনামূল্যে হাজার হাজার টাকার কয়েকটি এ সংক্রান্ত ফ্রী ট্রেনিং কোর্স শেখার সুবিধা,
৬। সর্বোপরি এগুলোর বিস্তারিত ধারণা এবং আরো অনেক কিছুই, যা আমরা প্রজেক্ট শেষে বুঝতে পারবো।
আমাদেরকে যা যা করতে হবেঃ-
১। ডোমেইনের জন্য রেজিঃ করতে হবে,
২। হোস্টিং এর জন্য রেজিঃ করতে হবে,
৩। ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালী ইনস্টল দিতে হবে,
৪। কন্টোল-প্যানেল কাস্টমাইজ করতে হবে,
৫। থীম এবং গুরত্বপূর্ণ প্লাগিনসমূহ ইনস্টল দিতে হবে,
৬। প্লাগিনসমূহের যথাযথ কনফিগার করতে হবে,
৭। থীমের ডিজাইন করতে হবে,
৮। প্রত্যেকটি টিউটরিয়াল ভালো করে পড়ে, এর থেকে পরিপূর্ণ ধারণা নিতে হবে।
৯। সর্বোপরি এগুলোর বিস্তারিত ধারণা এবং আরো অনেক কিছুই, যা আমরা প্রজেক্ট শেষে বুঝতে পারবো।
আশা করি আমাদের প্রজেক্ট সম্পর্কে প্রত্যেকেই বেশ কিছুটা ধারণা পেয়েছন।
যাইহোক, প্রত্যেকেই এ বিষয়ে আপনাদের মতামত আমাকে জানাতে পারেন।
আমরা উক্ত প্রজেক্টের কাজ আগামী পর্ব থেকে শুরু করে দিব, তাই ঝটপট নিজেকে রেডি করে ফেলুন।
প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে এই প্রজেক্টের প্রতিটি পর্ব সবার সাথে শেয়ার করার। কেননা আপনার যেমন জানার অধিকার রয়েছে, তেমনি অন্য মানুষটিরও সে বিষয়ে আপনার মত সমান জানার অধিকার রয়েছে। অতএব, আপনার পাশের মানুষটি কে জানিয়ে দেবার দায়িত্ব কিন্তু আপনার !!
এই পুরো সিরিজ নিয়ে আপনারা চাইলে আমাকে যেকোন প্রশ্ন করতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজে যোগ দিয়ে এই বিষয় সংক্রান্ত অনেক তথ্য পেতে পারেন, পাশাপাশি আপনাদের বন্ধুদের সাথেও এই পেজটি শেয়ার করতে পারেন-
ITsolution page
বন্ধুরা আজ এ পর্যন্তই, প্রত্যেকে ভাল থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ্-হাফেজ।
আমি Shariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সাথে আমি আছি ভাই।