আপনার সাইটের পেজে যুক্ত করুন আপনার সাইটের ম্যাপ – আমার তৈরী ওয়ার্ডপ্রেস প্লাগইনস

টেকটিউনস এ এটাই আমার প্রথম পোষ্ট । আমি ক্লাস নাইন  এর সাইন্স এর ষ্টুডেন্ট । ছোটবেলা থেকেই  প্রযুক্তির সাথে রয়েছি ।  প্রযুক্তির প্রতি আমার অন্য রকম আকর্ষন রয়েছে ।


তো এই টিউনে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি ওয়ার্ডপ্রেস প্লাগইস  যার নাম Sitemap Shortcode ।

এ প্লাগইনটির মাধ্যমে খুব সহজে আপনার সাইটের এইচটিএম এল সাইট ম্যাপ যুক্ত করতে পারবেন।  [sitemap] এই সর্টকোডটি  কোন পেজ  বা উইজেড এ পেষ্ট করে পাবলিশ করুন । দেখবেন আপনি সাইটে আউটপুট হিসেবে আপনার সাইটের সাইটম্যাপ দেখতে পাচ্ছেন ।

এটার সাহা্য্যে ভিজিটরেরা খুব সহজে একটি পেজ থেকেই আপনার সাইটের পোষ্ট কতগুলো আছে , কি রকম পোষ্ট ইত্যাদি সম্পর্কে ধারনা পাবে ।


ডাউনলোড লিংক

আশা করি প্লাগইনটি আপনাদের কাজে দিবে । আর প্লাগিনটি তে একটি রেটিং বা রিভিউ দিতেত ভুলবেননা 🙂

Level 2

আমি অ অ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

+


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বেস্ট অব লাক! 🙂

ভাইয়া, আমি একটি বল্গসাইড(ওয়েব সাইড) খুলতে চাই। কিন্তু কোন সাইড দিয়ে আমি প্রথমে খুললে বেশী সুবিধা পাব wordpress সাইড দিয়ে না blogspot সাইড দিয়ে। আমার সাইডে কপিউটার, মোবাইল,ইন্টারনেট এবং বিভিন্য সংবাদ থাকবে। তাই স্পিড,লিংক,পিকচার ইত্যাদি এবং বাংলাদেশর জন্য কোনটি বেশী ভালো হবে।

দয়াকরে আমাকে জানালে অনেক উপকারে আসত। আপনার প্রতি অনেক কৃত্জ্ঞ থাকব।