কোনরকম ইনস্টলের ঝামেলা ছাড়াই মাত্র ২মিনিটেই বানিয়ে ফেলুন আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট টি

আস্-সালমু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন।

আমরা সবাই নিজের জন্য একটি ব্লগ সাইট প্রত্যাশা করি আর তা যদি হয় ওয়ার্ডপ্রেসে কোন রকম ঝামেলা ছাড়াই, তাহলে তো কথাই নেই।

ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য হোস্টিং এর প্রয়োজন হয়। আর সেই হোস্টিং এর জন্য wordpress.org এবং পরবর্তীতে wordpress.com ফ্রী তে সার্ভিস দিয়ে আসছে। যদিও এতে ব্যাপক পরিমাণে সীমাবদ্ধতা রয়েছে।

পাশাপাশি, অনেক হোস্টিং কোম্পানি ফ্রী তে হোস্টিং সুবিধা প্রদান করে থাকে। তাতেও ইনস্টলের ঝামেলা থেকেই যায়। কেননা আমাদের অনেকেই ওয়ার্ডপ্রেস সম্পর্কে ততটা ধারণা রাখিনা।

যাইহোক, আমি আপনাদের সাথে একটি সহজ পদ্ধতি শেয়ার করব যার মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেসে সহজেই একটি ব্লগ সাইট তৈরি করতে পারবেন।

অবশ্য এর জন্য কোন বিশেষ নলেজের প্রয়োজন নেই। আসুন দেখে নিই এতে কোন ফিচারগুলো রয়েছে।

এতে যেসব ফিচারগুলো থাকছে তা নিম্নে দেয়া হল-

1. 100% free for lifetime
2. Choose from over 10+ domains and 30+ templates
3. Easy management & auto setup
4. Mobile optimized pages
5. Smart SEO network
6. High speed and uptime cloud hosting etc.

যাইহোক, কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে আসা যাক। আমরা এই পুরো প্রকৃয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন করব।

নিম্নে পুরো প্রক্রিয়াটি বর্ণনা করা হল-

প্রথমেই এই লিংকে ক্লিক করে উক্ত সাইটে প্রবেশ করুন এবং GET STARTED এ ক্লিক করুন।

এরপর, একটি রেজিঃ পেজ দেখতে পাবেন। এবার রেজিঃ পেজের প্রথমে থাকা Blog Address নামক খালিঘরে আপনার ব্লগ সাইটের নামটি দিন। তারপর Blog Host Name থেকে আপনার পছন্দের ডোমেইন টি সিলেক্ট করুন। উল্লেখ্য যে, আপনি এখানে ১১টি ডোমেইন নেম দেখতে পাবেন।

পর্যায়ক্রমে E-mail Address, Your name এবং Captcha এর ঘরগুলো পূরণ করুন। তারপর Register এ ক্লিক করুন।

স্কীণে Please Wait… লিখাটি দেখতে পাবেন। কিছুক্ষণ অপেক্ষা করুন।

অবশেষে কনফার্মেশন মেসেজ হিসেবে পরবর্তী পেজে We have sent you an email..... start blogging immediatly. লিখাটি দেখতে পাবেন।

এবার আপনার ইমেইল এড্রেস টি তে যান এবং সেখান থেকে কনফার্মেশন মেইল টি ওপেন করুন।

উক্ত মেইলের শেষের লিংকে http://www.hoxx.com/login ক্লিক করুন।

এবার আপনার ইমেইল এবং পাসওয়ার্ড টি দিয়ে Sign in করুন। উল্লেখ্য যে, পাসওয়ার্ড টি আপনার মেইলে দেয়া আছে। সেখান থেকে কপি করে নিন।

Sign in করার পর Please Wait লিখাটি দেখতে পাবেন। কিছুক্ষনের মধ্যেই আপনার ব্লগের ড্যাসবোর্ড দেখতে পাবেন।

ব্যাস এবার আপনার ব্লগকে বিভিন্ন প্লাগইনের সাহায্যে সুন্দর ভাবে সাজিয়ে তুলুন এবং আপনার ব্লগ সাইট টি উপভোগ করতে থাকুন।

ওয়ার্ডপ্রেস ব্লগ অথবা ড্যাসবোর্ডের যেকোন অপশনস সম্পর্কে যদি আপনার কোন বিষয় জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আপনাদেরকে সে বিষয়ে অবশ্যই সাহায্যে করব।

অনেক গুরত্বপূর্ণ তথ্যসহ ইনফরমেশন এন্ড টেকনোলজির সকল সমস্যার সমাধানে, ITsolution page এগিয়ে এসেছে আপনার-ই সহযোগিতার লক্ষ্যে। আপনার প্রশ্নটি পেজে প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে যেকোন জটিল সমস্যার সহজ সমাধান নিন।
ITsolution page

আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।

Level 0

আমি Shariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ata ki vhi somporno wordpress site er moto kaj korbe naki

vhi ami theme upload korte partesina.akto help korben plz.amr nijer banano theme upoad hoy na.r apni ki asobidar kotha bolechen akto bolen plz

Level 0

For online tv just visit
http://shadhinbd.com/

Level 0

vai ami banglalion 512 safari 4 use kori ami prai 1 hour chasta koresi ar last step a giye sodu please wait dekhai kinto wordpress ar dash board asena .karon ki ami buste partesina.

Level 0

সব কিছু করার পরে এটা হল “We have sent you an email with……you can start blogging immediately” কিন্তু এরপর আর কোন মেইল আসছে না? এখন কি করব?

Level 0

আমার মনে হয় আলাদা থিম থিম ব্যাবহার করা জাবেনা অদের যে ৩০ টা থিম আছে সেগ্লাই হবে !!

বস জটিল পোস্ট লিখেছেন আমার দেখা মতে এই পোস্টটি হল নতুন দের জন্য ওয়ার্ডপ্রেস ব্লগ শেখার একটা ভাল মাধ্যম , আমি নিজে ওয়ার্ডপ্রেস ব্লগ ব্যাপারে জত পোস্ট পরেছি তার ভিতরে এই পোস্ট সেরা!! সহজভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই রকম গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আরো লিখা আশাকরি।

ভাল হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।