আমার পছন্দ কেমন জানি না।আমি একটা প্রিমিয়াম থিম আমার এক বন্ধুকে দিতে গেলাম সে হাজার সমস্যা দেখায় বলে এটা ভালো না ওটা ভালো না।মানুষ ফ্রী পেলে ভালো জিনিস ও খারাপ ভাবে।যাই হোক আমি আপনাদের একটা দারুন ওয়ার্ডপ্রেস থিম দেব এটা আসলেই সুন্দর।এটা যারা ব্লগ সাইট বা ম্যাগাজিন করবেন তারা এটা অনেক ভালো ভাবে কাজে লাগাতে পারবেন।
কি কি আছে থিমটাতেঃ
অ্যাডভারটিজ রেডি করা আছে।
মোবাইল,কম্পিউটার,ট্যাব সব ভার্সন একসাথে ।
ফটো গ্যালারী।
তাপমাত্রা দেখা যাবে।
সাইটম্যাপ তৈরি করা আছে।
কন্ট্রোল প্যানেল।
সর্টকাট ব্যবহার করা যাবে।
এরর পেজ তৈরি করা আছে।এছাড়া আরো অনেক কিছু আছে।
তাহলে ডাউনলোড করে নিন।
Download Link@ Download Here
কেমন লাগলো থিমটি জানাতে ভুলবেন না।আশা করি ভালো লাগবে।
আর আমার সাইটটা থেকে ঘুরে আসলে অনেক খুশি হবো।
আমি তারিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম পোস্টটি বেশ ভাল মানের। ওয়ার্ডপ্রেস প্রেমীদের জন্য কাজে আসবে। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
ব্রাদার আপনার ব্লগ সাইটটি খুব সুন্দর হয়েছে। আপনার কাছে একটি তথ্য জানতে চাচ্ছি আশা করি নিরাশ করবেন না। আপনি ভাইয়া আপনার ডোমেইনটি কোন প্রতিষ্ঠান হতে কিনেছেন? আপনার ডোমেইনের Whois দেখে জানতে পারলাম সঠিন মানের প্রতিষ্ঠান হতে ক্রয় করেছেন। কেননা, আমিও একটি ডোমেইন ক্রয় করতে চাচ্ছি। আপনার ঐ প্রতিষ্ঠান হতে ডোমেইন ক্রয় করতে হলে আমি কিভাবে পেমেন্ট করব??
পরিশেষে ভাল থাকবেন।