টেকটিউন এর এক্সপার্ট ভাইদের প্রতি আমার একটা প্রশ্ন।কয়েকদিন ধরে আমি ওয়ার্ডপ্রেস শিখতেছি, ভালোই লাগতেছে।প্রাথমিক অবস্থায় ব্লগিং করার জন্য আসলেই ওয়ার্ডপ্রেসই সেরা। এখন জানতে পারলাম, এর (WordPress MU) মাধ্যমে মাল্টি ব্লগিং সিস্টেম ও বানানো যায়।এটা আসলে Blogger.com এবং WordPress.com এর মতো, যা কিনা subdomain & আলাদা আলাদা template সাপোর্ট করে।
এখন আপনাদের(এক্সপার্ট)প্রতি আমার প্রশ্ন হলো techtunes.io অথবা amarblog.com এর ব্লগিং সিস্টেম টি কিভাবে বানানো হয়েছে?? এই গুলোর জন্য কি WordPress MU ব্যবহার করা হয়েছে নাকি WordPress এর কোনো Plugins আছে, যার মাধ্যম মাল্টি ব্লগিং সিস্টেম বানানো সম্ভব।যেখানে একই সাথে ব্লগারের Url এবং সাইটের হোম পেইজেও ব্লগ পোষ্ট হবে।
আপনাদের হাতে সময় থাকলে, কমেন্টের মাধ্যমে জানালে আমি এবং আমার মতো যারা আছে তারা উপকৃত হত।
সময় করে পোষ্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ
আমি জাকারিয়া উজ্জ্বল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মিডিয়াফায়ারবিডি.কম সবকিছুই এখন মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করা যাবে ! টাকা দিয়ে হটফাইল কিংবা রেপিডশেয়ার একাউন্ট কেনার প্রয়োজন নাই!
টেকটিউনস WordPress MU এ বানানো নয় । এবং প্রথম আলো ব্লগ ও WordPress এ করা । তবে ওরা WordPress কে ইচ্ছা মত এডিট করেছে [যা আইননত কিনা জানি না] । এবং আমার বল্গ MU ব্যবহার করতে পারে । আমি সিউর না । তবে htaccess দিয়ে সাব ডোমেইন সিস্টেম করা যায় ।