অনেক কারনেই আমাদের কোন সাইট হুবুহু কপি করে অন্য সাইটে নেয়ার প্রয়োজনীয়তা হয়। মার্কেটপ্লেসেও এই ধরনের কাজ প্রচুর আসে। তাই আজ দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস এক ডোমেইন থেকে অন্য ডোমেইনে নিবেন। কয়েকটি ধাপেই এটি সহজে করা যায়।
এজন্য আপনার যা যা করতে হবে:-
প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের সকল ফাইল ব্যাকাপ নিন, ব্যাকাপ নিতে সিপ্যানেল(হোষ্টিং) এ File manager গিয়ে ওয়ার্ডপ্রেসের সকল ফাইল সিলেক্ট করে Compress বাটনে ক্লিক করুন
Compress Files এ ক্লিক করুন। দেখুন সব ফাইল জিপ হয়ে গেছে , এখন এই জিপ ফাইলটি ডাউনলোড করে রাখুন।
এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যে ডাটাবেজটি ব্যবহার করা হয়েছিল সেটি ব্যাকাপ নিন, ব্যাকাপ নিতে phpMyadmin এ গিয়ে আপনার কাঙ্খিত ডাটাবেজটি সিলেক্ট করুন
এরপর Export সিলেক্ট করুন তারপর Go বাটনে ক্লিক করুন। একটি .SQL ফাইল নামবে , এটি রেখে দিন।
এখন নতুন ডোমেইনে সিপ্যানেল(হোষ্টিং) এ File manager গিয়ে ওয়ার্ডপ্রেসের যে জিপ ফাইলটি নামিয়েছিলেন তা আপলোড করে Extract করুন।
এখান থেকে wp-config.php ফাইলটি ডিলেট করুন।
এখন নতুন ডোমেইনের জন্য একটি ডাটাবেজ তৈরী করুন, phpMyadmin এ গিয়ে আপনার নতুন তৈরীকৃত ডাটাবেজটি সিলেক্ট করুন, তারপর Import এ ক্লিক করুন।
আগে যে ডাটাবেজ(.SQL) ফাইলটি নামিয়ে রেখেছিলেন তা সিলেক্ট করে Go বাটনে ক্লিক করুন।
এখন Import হয়ে গেলে আবার phpMyadmin থেকে নতুন ডাটাবেজটি সিলেক্ট করুন , তারপর SQL এ ক্লিক করুন।
এখন খালি টেক্সটবক্স এ নিম্নের কোডটি দিন
UPDATE wp_options SET option_value = replace(option_value, 'http://www.oldurl', 'http://www.newurl') WHERE option_name = 'home' OR option_name = 'siteurl'; UPDATE wp_posts SET guid = replace(guid, 'http://www.oldurl','http://www.newurl'); UPDATE wp_posts SET post_content = replace(post_content, 'http://www.oldurl', 'http://www.newurl'); UPDATE wp_postmeta SET meta_value = replace(meta_value,'http://www.oldurl','http://www.newurl');
এখন http://www.oldurl এর জায়গায় ওয়ার্ডপ্রেস যে পুরাতন ডোমেইনে ইনস্টল ছিল সেই ডোমেইন এড্রেস দিন , আর http://www.newurl এর জায়গায় ওয়ার্ডপ্রেসটি নতুন যে ডোমেইনে ইনস্টল করেছেন তা দিন , দেয়া হয়ে গেলে Go বাটনে ক্লিক করুন।
এখন নতুন ডোমেইন ব্রাউজার দিয়ে ব্রাউজ করলে ইরর দেখাবে, Create a Configuration File বাটনে ক্লিক করে নতুন যে ডাটাবেজটি তৈরী করেছিলেন তার তথ্য দিয়ে আপডেট করুন , দেখুন একদম হুবুহু কপি হয়ে গেছে 🙂
ইউজারনেম , পাসও্য়ার্ড আগের সাইটের টাই থাকবে।
বুঝতে সমস্যা হলে জানাবেন।
আমি আগের কাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 177 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপাতত লেখার অপেক্ষায়...
অনলানে বেকআপ ড়্রাপব্রকস রাখার সিস্টেম টা কি আপনার জানা আছে।