আমাদের যাদের সাইট আছে তারা সবাই জানি যে কোন কারনে সাইট এর database এর সমস্যা হতে পারে। আর যখন কোন সমস্যা হয়ই তখন এটা কে মেরামত করতে হয়ই । আমারা যারা ওয়ার্ডপ্রেস আর সাইট চালাই তার কম বেশি সবাই এই database optimize করার জন্য প্লাগিন ব্যবহার করে থাকি। কিন্তু আমি আজ দেখাব কিভাবে প্লাগিন ছাড়া manually database optimize করা যাই। এতে এক ঢিলে দুই পাখির কাজ হল। প্লাগিন ও ব্যবহার করা লাগলো না আবার প্লাগিন ব্যবহার করার ফলে যে সাইট স্লও হত সেটাও হল না। যাহোক কাজের কথায় আসি। নিছের কোড টুকু আপনার সাইট এর wp-config.php এর একেবারে শেষে যোগ করে দিন।
define('WP_ALLOW_REPAIR', true);
তার পর
http://anytech.arzonebd.com/wp-admin/maint/repair.php
এই লিঙ্ক টি লিখে এন্টার চাপুন ও হ্যাঁ এখানে anytech.arzonebd.com এর জাইগায় আপনার সাইট এর এড্রেস দিন দেখবেন নিছের মতো অপশন আসবে। তারপর কি করতে হবে আমার মনে হয় আর বলতে হবে না।
এই পোস্টটি প্রথম প্রকাশিত হয়েছিল Anytech ব্লগ এ। আপনি চাইলে একবার Anytech ব্লগ এ ঘুরে আসতে পারেন। ভালো লাগলেও লাগতে পারে।
Anytech এর Facebook Page এর লিঙ্ক।
আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com
আচ্ছ ভাই এটা দিয়ে কি Backup নেয়া এবং Restore দেওয়া যাবে?