ওয়ার্ডপ্রেস নিয়ে আমার যতো প্রশ্ন। আপনারা উত্তর দেন :-D

ওয়ার্ডপ্রেস নিয়ে আমার কিছূ প্রশ্ন আছে। যারা অভিজ্ঞ তারা যদি উত্তর দিয়ে হেল্প করেন, তাহলে খুব উপকৃত হতাম

০১. ওয়ার্ডপ্রেস থেকে হোস্টিং এবং ডোমেইন কেনার সুবিধা ও অসুবিধাগুলো কি?

০২. থার্ডপার্টি থেকে ডোমেইন ও হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস  ইন্সটল করলে এর সুবিধা ও অসুবিধাগুলো কি

০৩. ওয়ার্ডপ্রেস স্টোরে গেলে ৯৯ ডলারের ডোমেইন-হোস্টিং প্যাকেজ অফার করে, সেটা কিনলে কি সি প্যানেল সুবিধা পাবো? মানে থার্ড পার্টি থেকে কিনলে যে সুবিধাগুলো পাওয়া যায়, সবই পাবো?

০৪. ওয়ার্ডপ্রেস  থেকে ডোমেইন-হোস্টিং কিনলে কি ফন্ট সাইজ ইচ্ছে মতো পরিবর্তন করা  যাবে? নাকি ফ্রি ওয়ার্ডপ্রেসের মতোই Format ছাড়া আর কোনো অপশন নাই [টেকটিউনসেও কিন্তু এক্ষেত্রে ফ্রি ওয়ার্ডপ্রেসের মতোই]

০৫. ওয়ার্ডপ্রেস  থেকে ডোমেইন-হোস্টিং কিনলে কি পোস্টের শিরোনাম দুই লাইনে দুই রকম ফন্ট সাইজে দেওয়া যাবে?

০৬. প্রায় সবাই থার্ডপার্টি থেকে হোস্টিং-ডোমেইন কেনার পরামর্শ দেয় কেন? দাম ছাড়া আর কোনো ব্যাপার কি এর পেছনে আছে?

Level 0

আমি মাসউদুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ওয়ার্ডপ্রেস থেকে ফ্রী সাব ডোমেইন নিয়ে আপনি ওয়ার্ডপ্রেস সেটাপ করতে পারবেন। এখানে সুবিধা হচ্ছে এটি ফ্রী। আর অসুবিধা হচ্ছে এখানে বাইরের কোন থিম ইন্সটল করতে পারবেন না। সেখানে নির্দিষ্ট কিছু থিম থাকবে যা মডিফাইও করতে পারবেন না। আলাদা প্লাগিন ইন্সটল করতে পারবেন না।
এছাড়া ওয়ার্ডপ্রেস থেকে পেইড হোস্টিং ও ডোমেইন নেওয়া যায় কিনা এটা ঠিক আমার জানা নেই। তবুও বলি যদি পেইড হোস্টিং হয় তাহলে আপনার সব গুলো প্রশ্নের উত্তর “হ্যাঁ” হবে। আপনি পেইড হোস্টিং যেখান থেকেই নেন না কেন যদি ওয়ার্ডপ্রেস সাপোর্ট করে তাহলে অবশ্যই আপনি সব ধরনের সুবিধাই পাবেন। এছাড়া আপনাকে পরামর্শ দিতে গেলে বলতে হয় ডোমেইন নিজেই কিনবেন godaddy বা অন্য কোন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আর বাংলাদেশী কোন প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং নিতে পারেন। আমার জানামতে ডোমেইন ১০ ডলারের মধ্যে ডোমেইন আর আর বাকি ৮৯ ডলার দিয়ে ১০ জিবি হোস্টিং পেতে পারেন যা দিয়ে আপনার খুব ভালোভাবেই চলে যাবে। ওয়ার্ডপ্রেস যদি ৯৯ ডলারে ডোমেইন-হোস্টিং দিয়ে থাকে তাহলে সেখান থেকে নেওয়ার কোন যুক্তি দেখছি না।

এছাড়া কোন প্রশ্ন থাকলে আসতে পারেন প্রশ্ন-উত্তর ভিত্তিক সাইটেঃ helpfulhub.com

Level 0

If U think for for free and limited resources fr your wen or blog site then wordpress.com is the best destination for U. And if your wish to be pro bogger or independent website owner then third party provider is the best option for you.

If You have international credit or debit card then you can purchase domain from godaddy.com and best hosting from hostgator.com which are the best option for wordpress.

And if you have no international credit or debit card then you can consult any trusted domain and hosting provider in BD. But be careful, do not place order to any cheap provider and always take domain and hosting from old trusted providers in BD. Cause they are reliable.

As much I know some trusted providers in BD are socheaphost.com, tutohost.com, etc.

And for more info you can contact me by providing your contact no. or email address as comment reply.

    Level 0

    @newboy: Bro, Ami Khub shigri hosting + domain kinte jacchi. kintu Bandwidth er bepar ta bujtesi na. Koto GB Bandwidth + Space nile amar jonne jotesto??????

Level 0

তা নির্ভর করে আপনার সাইটের
1. ভিজিটর সংখ্যা
2. পেজের সাইজ
3. কন্টেন্ট (ফটো, সি এস এস ইত্যাদি)
4. স্ক্রিপ্ট, ফ্লাসের ব্যাবহার ইত্যাদির উপর।
আর আপনার সাইট কিসের উপর তা কিন্তু বলেন নাই তাই ধারনা দিতে পারছিনা।

২ গিগা নিতে পারেন নরমালি পরে লাগলে বাড়িয়ে নিবেন 🙂