ওয়ার্ডপ্রেস নিয়ে আমার কিছূ প্রশ্ন আছে। যারা অভিজ্ঞ তারা যদি উত্তর দিয়ে হেল্প করেন, তাহলে খুব উপকৃত হতাম
০১. ওয়ার্ডপ্রেস থেকে হোস্টিং এবং ডোমেইন কেনার সুবিধা ও অসুবিধাগুলো কি?
০২. থার্ডপার্টি থেকে ডোমেইন ও হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস ইন্সটল করলে এর সুবিধা ও অসুবিধাগুলো কি
০৩. ওয়ার্ডপ্রেস স্টোরে গেলে ৯৯ ডলারের ডোমেইন-হোস্টিং প্যাকেজ অফার করে, সেটা কিনলে কি সি প্যানেল সুবিধা পাবো? মানে থার্ড পার্টি থেকে কিনলে যে সুবিধাগুলো পাওয়া যায়, সবই পাবো?
০৪. ওয়ার্ডপ্রেস থেকে ডোমেইন-হোস্টিং কিনলে কি ফন্ট সাইজ ইচ্ছে মতো পরিবর্তন করা যাবে? নাকি ফ্রি ওয়ার্ডপ্রেসের মতোই Format ছাড়া আর কোনো অপশন নাই [টেকটিউনসেও কিন্তু এক্ষেত্রে ফ্রি ওয়ার্ডপ্রেসের মতোই]
০৫. ওয়ার্ডপ্রেস থেকে ডোমেইন-হোস্টিং কিনলে কি পোস্টের শিরোনাম দুই লাইনে দুই রকম ফন্ট সাইজে দেওয়া যাবে?
০৬. প্রায় সবাই থার্ডপার্টি থেকে হোস্টিং-ডোমেইন কেনার পরামর্শ দেয় কেন? দাম ছাড়া আর কোনো ব্যাপার কি এর পেছনে আছে?
আমি মাসউদুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওয়ার্ডপ্রেস থেকে ফ্রী সাব ডোমেইন নিয়ে আপনি ওয়ার্ডপ্রেস সেটাপ করতে পারবেন। এখানে সুবিধা হচ্ছে এটি ফ্রী। আর অসুবিধা হচ্ছে এখানে বাইরের কোন থিম ইন্সটল করতে পারবেন না। সেখানে নির্দিষ্ট কিছু থিম থাকবে যা মডিফাইও করতে পারবেন না। আলাদা প্লাগিন ইন্সটল করতে পারবেন না।
এছাড়া ওয়ার্ডপ্রেস থেকে পেইড হোস্টিং ও ডোমেইন নেওয়া যায় কিনা এটা ঠিক আমার জানা নেই। তবুও বলি যদি পেইড হোস্টিং হয় তাহলে আপনার সব গুলো প্রশ্নের উত্তর “হ্যাঁ” হবে। আপনি পেইড হোস্টিং যেখান থেকেই নেন না কেন যদি ওয়ার্ডপ্রেস সাপোর্ট করে তাহলে অবশ্যই আপনি সব ধরনের সুবিধাই পাবেন। এছাড়া আপনাকে পরামর্শ দিতে গেলে বলতে হয় ডোমেইন নিজেই কিনবেন godaddy বা অন্য কোন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আর বাংলাদেশী কোন প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং নিতে পারেন। আমার জানামতে ডোমেইন ১০ ডলারের মধ্যে ডোমেইন আর আর বাকি ৮৯ ডলার দিয়ে ১০ জিবি হোস্টিং পেতে পারেন যা দিয়ে আপনার খুব ভালোভাবেই চলে যাবে। ওয়ার্ডপ্রেস যদি ৯৯ ডলারে ডোমেইন-হোস্টিং দিয়ে থাকে তাহলে সেখান থেকে নেওয়ার কোন যুক্তি দেখছি না।
এছাড়া কোন প্রশ্ন থাকলে আসতে পারেন প্রশ্ন-উত্তর ভিত্তিক সাইটেঃ helpfulhub.com