আসসালামু আলাইকুম । আশা করি ভাল আছেন । Permalink Settings একটি গুরুত্বপূর্ণ বিষয় । কারন এটি permanent URLs যার মাধ্যমে সবাই আপনার সাইটের বিভিন্ন পোস্ট , বিভাগ ইত্যাদি দেখতে পাবে । Permalink যেন ফ্রেন্ডলি হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে । ওয়ার্ডপ্রেস এ ডিফল্ট কিছু Permalink Settings দেওয়া থাকে ।
আপনার ওয়ার্ডপ্রেস সাইটে Permalink Settings এ Custom Structure ব্যবহার করবেন , যেমন আমাদের প্রিয় টেকটিউনস এ ব্যবহার করা হয়েছে ।
ইচ্ছা করলে Custom Structure এ নিচের ট্যাগগুলো ব্যবহার করতে পারেন ।
%year%
বছর যেমন-2013
%monthnum%
মাস যেমন- 09
%day%
দিন যেমন-15
%hour%
ঘণ্টা যেমন-15
%minute%
মিনিট যেমন-30
%second%
সেকেন্ড যেমন-15
%post_id%
পোস্ট আইডি যেমন-240202
%postname%
পোস্ট নাম যেমন- আপনার ওয়ার্ডপ্রেস সাইটে টেকটিউনস এর মত Permalink Settings করুন ।
%category%
বিভাগ যেমন- wordpress
%author%
লেখক যেমন- জাহিদ ইসলাম
যাহোক , আপনি এখন টেকটিউনস এ যে পোস্টটি পড়ছেন তার Permalink টি দেখুন -
আপনার ওয়ার্ডপ্রেস সাইটে টেকটিউনস এর মত Permalink Settings করুন ।
এখানে ৪ টি অংশ আছে -
১। https://www.techtunes.io - এটি ডোমেইন ।
২। wordpress - এটি বিভাগ / Category
৩। tune-id- এটি একটি কাস্টম শব্দ যা টেকটিউনস তার প্রয়োজনে ব্যবহার করেছে ।
৪। 240202 - এটি পোস্ট আইডি যা অটোম্যাটিক জেনারেট হয়েছে ।
অর্থাৎ আপনি যে পোস্ট পড়ছেন তা টেকটিউনস এ ওয়ার্ডপ্রেস বিভাগে করা হয়েছে যার পোস্ট আইডি 240202
তাহলে প্রস্ন থাকে টেকটিউনস এর Permalink Structure কি রকম ? ঠিক নিচের মত -
https://www.techtunes.io/%category%/tune_id/%post_id%
এখানে ২ টি ট্যাগ ব্যবহার করা হয়েছে - %category% এবং %post_id%
Categories যদি বাংলায় থাকে তাহলে সর্বপ্রথম আপনাকে Dashboard থেকে Posts- Categories থেকে সব সব Categories এ Slug যুক্ত করতে হবে ।
নইলে Permalink টি এরকম দেখাবে - https://www.techtunes.io/ওয়ার্ডপ্রেস/tune-id/240202 যা ফ্রেন্ডলি নয় ।
Categories থেকে Quick Edit - এ Slug যুক্ত করুন Categories আপডেট করুন । Slug এ ইংরেজিতে ছোট হাতের অক্ষরে লিখুন এবং একটি category তে একাধিক শব্দ থাকলে , শব্দগুলোর মাঝে - (হাইফেন ) দিন ।
যেমন- category ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে Slug দিন wordpress , কিন্তু ওয়ার্ডপ্রেস প্লাগইনস এর এর ক্ষেত্রে Slug দিন wordpress-plugings
Slug যুক্ত সম্পন্ন হলে Dashboard থেকে Permalink Settings এ যান এবং Custom Structure সিলেক্ট করে নিচের সেটিং টি পেস্ট করুন । সেভ করুন ।
/%category%/tune_id/%post_id%
এখানে ট্যাগ আলাদা করতে / ব্যবহার করা হয়েছে । পূর্বে বলেছি tune_id এর পরিবর্তে অন্য শব্দ এই ফরম্যাটে ব্যবহার করুন ।
আপনার জন্য আরও ২ টি টিউন -
সবাই ভাল থাকবেন ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজের টিউন @ ধন্যবাদ