আমার মত নতুনদের জন্য কয়েকটি ওয়ার্ডপ্রেস টিপস ।

আসসালামু আলাইকুম । আশা করি ভাল আছেন । ওয়ার্ডপ্রেস / css/php/html জগতে আমি একেবারে শিশু । কিছুই জানিনা , জানার চেষ্টা করছি । যাহোক , খুব সংক্ষিপ্ত ভাবে আমি কয়েকটি বিষয় নিয়ে কথা বলব । যদি একজন ও উপকৃত হন , তাহলে আমার ভাল লাগবে ।

১। ওয়েব সার্ভারে আমি যেভাবে wordpress install দিলাম ।

প্রথমে Domain এবং Hosting নেওয়ার কাজ সম্পন্ন করার পর , আমি cpanel এ লগ ইন করলাম । এবার MySQL এ database name, user name , password দিয়ে ১ টি database তৈরি করলাম । এবার FTP accouncts এ গিয়ে ftp user name , password তৈরি করলাম এবং দেখে নিলাম FTP accouncts directory হল public_html । এটি root folder .

এবার এখান থেকে wordpress latest version(zip file) download করলাম ।

এখান থেকে SmartFTP Client exe download করলাম ।

wordpress zip ফাইলটি unzip করলাম । SmartFTP client exe install দিয়ে এটি ওপেন করলাম । File-New connection এ গিয়ে FTP Host ,FTP username , FTP password দিয়ে লগ ইন করলাম ( Hosting কোম্পানি আপনাকে FTP Host , server , cpanel address ইত্যাদি মেইল এ জানিয়েছে ) ।  wordpress এর unzip করা ফোল্ডার থেকে সব ফোল্ডার / ফাইল  public_html বরাবর আপলোড করে দিলাম । যথেষ্ট সময় লাগল । ব্যাস , এবার একটি browser এর address bar এ আমার সাইটের ঠিকানা লিখে go তে ক্লিক করলাম । database ইনফর্মেশন চাইলো । আমি পূর্বে তৈরি এ MySQL database name, user name , password এবং database Host ( host অবশ্যই localhost নয় , এটি আপনার hosting কোম্পানির Host ) দিয়ে submit করলাম ।

এবার আমার পছন্দমত user name , password , email দিয়ে install wordpress এ ক্লিক করলাম । (wordpress admin panel এ প্রবেশ করতে এই user name , password লাগবে )

এবার আমাকে লগ ইন পেজ দিল । আমি user name , password দিয়ে wordpress admin panel এ প্রবেশ করলাম । ওয়েব সার্ভারে wordpress install এর কাজ এখানেই শেষ হল ।

২।  Powered by WordPress / এই ধরনের লিখা সাইট থেকে মুছে ফেলুন ।

এখানে আমি  Twentyeleven থিম এর example দিলাম । তবে যেকোন থিমে footer এ অনাকাঙ্ক্ষিত লিখা আপনি মুছে দিতে পারেন বা সেই লেখার স্থলে অন্য লেখা দিতে পারেন । এর জন্য footer.php এডিট করতে হবে ।  এডিট করার পূর্বে ব্যাকআপ রাখুন । footer.php ওপেন করুন । এবার নিচের কোড রিমুভ করুন অথবা অন্য কোন নিজস্ব লেখা দেখাতে চাইলে ঐ লেখার স্থলে আপনার লিখা দিন ।


<div id="site-generator">
                               <?php do_action( 'twentyeleven_credits' ); ?>
                               <a href="<?php echo esc_url( __( 'http://wordpress.org/', 'twentyeleven' ) ); ?>" title="<?php esc_attr_e( 'Semantic Personal Publishing Platform', 'twentyeleven' ); ?>" rel="generator"><?php printf( __( 'Proudly powered by %s', 'twentyeleven' ), 'WordPress' ); ?></a>
                       </div>

৩।  Comment <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> থেকে মুছে ফেলুন ।

অনেক সময় আপনার সাইটের কমেন্ট বক্সের নিচে  You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>      এই ধরনের লিখা দেখা যায় । আপনি খুব সহজেই মুছে ফেলতে পারেন । এর জন্য আপনাকে comment.php  edit করতে হবে ।  edit করার পূর্বে ব্যাকআপ রাখুন । comment.php  তে      <?php comment_form(); ?>    এর পরিবর্তে  <?php comment_form(array('comment_notes_after' => '')); ?>     ব্যবহার করুন  । সমাধান হয়ে যাবে ।

৪। প্রতিটি Comment এর পাশে reply button যোগ করুন।

wordpress admin panel  user name , password দিয়ে লগ ইন করুন । এবার নিচের মত সেটিং করুন ।

Setting- Discussion- Other comment settings- Enable threaded (nested) comments (৩ করে দিন )  । কাজ শেষ ।

৫। Mobile Device এ আপনার সাইট "fullsite" দেখান , Desktop এ যেরকম দেখায় ।

আমাদের অনেকের ইচ্ছা হয় -Mobile Device এ আপনার সাইট "fullsite" দেখাতে । যেমন- আমাদের প্রিয় - টেকটিউনস Mobile Device এ  "fullsite" দেখা যায় । এতে যেমন সাইটটি দেখতে সুন্দর লাগে , তেমনি কোন কোন মেনু বাদ যায় না । হুবহু Desktop এ যেরকম দেখায় , সেরকম দেখাবে । এর জন্য আপনাকে header.php  edit করতে হবে ।  edit করার পূর্বে ব্যাকআপ রাখুন ।  header.php open করুন । আপনার থিম যদি  responsive Design হয় তাহলে header.php তে আপনি নিচের মত কোডগুলো পাবেন ।

<meta name="viewport" content="width=device-width, initial-scale=1.0">

অথবা 

<meta name="viewport" content="initial-scale=1, maximum-scale=1, user-scalable=no"> 

অথবা 

<meta name="viewport" content="initial-scale=1, maximum-scale=1">
বা এই ধরনের কোন কোড । "viewport" এর কোড এর উপর নির্ভর করছে আপনি আপনার সাইট Mobile Device এ কিভাবে দেখাবেন বা আপনার সাইট responsive Design কিনা । 
যাহোক যদি উপরের কোড থাকে তাহলে তার পরিবর্তে  <meta name="viewport" content="width=1024"> কোড ব্যবহার করুন । আর ঐ ধরনের কোন কোড না থাকলে সরাসরি header.php তে শুরুতে কোডটি যোগ করুন । আপনি " content="width=1024"> /" content="width=980">/" content="width=720"> দিতে পারেন । তবে " content="width=1024"> ভাল । 
 


Level 2

আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এরকম পোস্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।সেই সাথে আগামীতে এরকম আরো বহু পোস্ট আমাদের মাঝে উপহার দিবেন আমি আশা রাখি। আমার প্রশ্ন হলঃ-
প্রথমে Domain এবং Hosting নেওয়ার কাজ সম্পন্ন করার পর । মানে Domain ও Hosting নেওয়ার পর এই দুটা কি ভাবে Add করতে হয় ? একটু বিস্তারিত জানাবেন Please

প্রশ্ন ২/ footer.php এর কিভাবে ব্যাকআপ রাখতে হয় ?

    @tahmid hasan: আপনাকেও ধন্যবাদ । Domain এবং Hosting নেওয়ার বিষয় টি একটি অন্য টির সাথে সম্পর্কিত ।
    ১। প্রথমে আপনার কাঙ্ক্ষিত Domain সাইটে গিয়ে Domain নাম available কিনা তা চেক করুন ।
    ২। এবার আপনার কাঙ্ক্ষিত Hosting সাইটে registration করুন , এখানে Domain চাইবে । আপনি পূর্বের available Domain দিন । registration সম্পন্ন হলে আপনাকে DNS /server address দেওয়া হবে ।
    ৩। পুনরায় Domain সাইটে গিয়ে আপনার Domain ( Hosting এ registration এর সময় যেটা দিয়েছেন ) registration করুন । সেখানে যে তথ্য দরকার তা দিন , custom DNS এ আপনার Hosting এর ঐ DNS গুলো add করুন । registration সম্পন্ন করুন । কাজ শেষ । এবার আপনার Hosting cpanel এ লগ ইন করতে পারেন ।
    footer.php ব্যাকআপ নেওয়ার জন্য smartftp তে লগ ইন করুন । public_html/wp-content/themes
    ফোল্ডার থেকে কপি করে যেকোন drive এ paste করুন ।

      Level 0

      @জাহিদ ইসলাম: ধন্যবাদ। ভাই হেল্প দরকার। আমি নতুন WP Blogg খুলেছি।
      1. আমার ডোমেনে www দেখায় না। তাই আমি “WP>General Setting” এ www যোগ করে দিসি। এখন দেখি আমার “public_html” এর পাশাপাশি “www” নামে ১টি ফোল্ডার হয়েছে, তাতে “public_html” এর সব ফাইল আছে। ডিলেট করতে গেলে লোকেশান “public_html/**” শো করে, তাহলে তা কি shortcut?

      2. আমি তেমন কিছু না করার ফলেও আমার ডিস্ক স্পেস কমে যাচ্ছে। কিভাবে ডিস্ক স্পেস সেইভ করতে পারি?

      Waiting for ur ans. Thanks Bro

        @Anupom: আপনাকেও ধন্যবাদ । “WP>General Setting” থেকে WordPress Address (URL) -http://www.example.com এবং
        Site Address (URL)- http://www.example.com করে দিন । “public_html” এবং “www” ফোল্ডার এ যদি একই রকম ফাইল থেকে থাকে তাহলে “www” ফোল্ডার delete করে দিন । যদি একই রকম ফাইল না হয় তাহলে www থেকে file cut করে “public_html” এ দিন ।অপ্রয়োজনীয় theme , plugins ( যেগুলো inactive থাকে , যদি সেটি wordpress এর basic theme , plugins হয় তবুও ) delete করে দিন , ডিস্ক স্পেস বাড়বে ।