আসসালামুআলাইকুম , সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়াল।
থিম কে আমরা ওয়েবসাইটের জামা বলতে পারি। যেমন আমরা প্রথম্ আলো ব্লগ বা সামহোয়্যার ইন ব্লগের আউটলুক কে খুব সহজেই আলাদা করতে পারি। মূলত প্রথম আলো ব্লগে যে থিম টি ইনস্টল করা হয়েছে তা সামহোয়্যার ইন ব্লগে ইনস্টল করলে সামহোয়্যার ইন ব্লগকেও প্রথম আলো ব্লগের মত লাগবে। আরো ভালোভাবে বুঝতে নিচের চিত্রটি দেখুন একই সাইটে ভিন্ন দুটি থিম ব্যবহার করায় সেটিকে দেখতে দু রকম লাগছে।
ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করতে হলে প্রথমত অবশ্যই আপনাকে ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরি করা জানতে হবে। সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস ব্লগ স্টেপ বাই স্টেপ শিখতে পারেন এই ভিডিও গুলো ব্যবহার করার মাধ্যমে।
দ্বিতীয়ত , ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করতে আমাদের এইছটি এম এল, পিএইছপি এবং সি এস এস জানতে হবে।
থিম ডেভেলপ করতে হলে যদি এতকিছু জানতে হয় তাহলে এটি আবার পৃথিবীর সহজতম কাজ হয় কিভাবে? আসলেই খুব যুক্তিসংগত প্রশ্ন। তবে কথাটা শতভাগ সত্য । কেননা, এজন্য আপনাকে গুরু হতে হবে না। আপনি যদি এতটুকুন জেনে থাকেন যে এইছটি এম এল এর শুরুটা হয় <html> এভাবে আর শেষটা হয় এভাবে:</html> তাহলে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করতে আপনি যথেস্ট পরিমাণ জানেন :> একিভাবে পি এইছ পির শুরুটা হয় <?php> এভাবে আর শেষটা এভাবে- ?> । সি এসএস এর কমান্ডদিতে শুরুতে { থাকতে হয় আর শেষে } । এতটুকুন জ্ঞান নিয়ে থিম ডেভেলপ এ হাত দিলে বাকিটা নিজে নিজেই শিখে যাবেন।
ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ শিখে আপনি এটিকে পেশা হিসেবে নিতে পারেন। ওয়ার্ডপ্রেস থিম বিক্রয় করার জন্য অসাধারণ কিছু মার্কেটপ্লেস রয়েছে আপনি থিম তৈরি করে ওই সব মার্কেটপ্লেসে থিমটি জমা দিয়ে রাখতে পারেন। এক একটি ওয়ার্ডপ্রেসের মূল্য ত্রিশ থেকে সত্তর ডলার হয়ে থাকে তাছাড়া যতবার থিমটি সেল হবে ততবার আপনি কমিশন পাবেন।
থিমটিতে টেকটিউন্স থিমের লেআউট ব্যবহার করা হয়েছে।
কিছুদিন আগেও ভাবতাম অনেক কঠিন কিছু; ঠিক আপনি এখন যেমনটি ভাবছেন। কিন্তু এখন মনে হচ্ছে খুবই সহজ।
সাথে থাকুন ইনশাআল্লাহ আপনাদের সম্পূর্ণ থিম ডেভেলপমেন্ট শিখিয়ে ছাড়ব। তবে আপনাদের টিউমেন্টস আমাকে পরবর্তী টিউন করতে আগ্রহী করে তুলবে সুতরাং যারা ওয়ার্ডপ্রেসের পোশাক তৈরি করা শিখবেন বলে ভাবছেন তারা অবশ্যই একটি ছোট টিউমেন্টস করবেন।
ধন্যবাদ সবাইকে।
:::এডসেন্স সস্পর্কিত যে কোন জিজ্ঞাসায় আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিতে পারেন::
::এডসেন্স সম্পর্কিত ভিডিও লেসন পেতে পারেন ইউটিউবে:::
সৌজন্যেঃ মার্কস আইটি ব্লগ
আমি আরিফ আহমাদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, এইটাই খুঁজছিলাম, শুরু করেন।