ওয়ার্ডপ্রেস Comment, by (author), Post Date বাংলাতে পরিবর্তন ।

“বিসমিল্লাহির রহমানির রহিম”

শুরু আপনাদের সকলকে আমার পক্ষথেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছ ।

আমার টিউনটার মতামত দেন আর নাইবা দেন তাবে আশা করি আমার এই প্রশ্নের উত্তরটা দিবেন । আপনারা সবাই কেমন আছেন ?

আমি টেকটিউনস এ নতুন এবং এটি আমার প্রথম পোষ্ট ।

আজকের পোষ্টে আমি দেখাবো যে কিভাবে WordPress CMS গুলার তথা প্রথম পেজের প্রতিটি পোষ্টের নিচের কমেন্ট কাউন্টার কে পোষ্ট করেছে । এগুলি কোন রুপ Plugin ব্যবহার না করে বাংলাতে করা যাই ।

তো এখানেই শুরু করি প্রথমে নিচের ছবিটি দেখি

এই ছবিটিতে by, on , Comment এবং Read More টাও ইংরেজিতে । িআমি আগেই বলেছিযে আমরা আজ এই গুলি ইংরেজি থেকে বাংলা করবো তাও আবার কোন প্লগিন ব্যবহার না করে । 🙄

তো আমার বাংলা করতে হলে প্রথমেই আমার এডমিন প্যানেলে যেতে হবে । তার পর এডমাইন সাইড মেনু থেকে Appearance এর অধিনে থাকা Editor এ ক্লিক করে থীম Edit অপশনে যাব । তারপর থীম অপশন এর বাম পাশ থেকে loop.php [ আমার থীমে ] [ আপনাদের থীমে থাকতে পারে content.php, loop-content.php, blog-loop.php, post-loop.php, post.php, content-loop.php, blog.php, post.php ইত্যদি নামে বা অন্য নামে । যদি এই নাম গুলির সাথে না মিলে তাহলে content.php, post.php এরকম কোন নাম পেলে সেটা ওপেন করূন তারপর আপনি ঠিক ফাইলটি ওপেন করেছেন কিনা তা চেক কারার জন্যে  আপনার মূল ব্লগ পেজে চলে জান এবং সেখানে দেখুন যে, আপনার পোষ্ট সমুহে টাইটেল এর নিচে ইংরেজিতে কি কি লিখা আছে যেমন আমর পোষ্ট টাইটেল টির নিচে িইংরেজিতে by, on এবং Comment লিখা আছে । যা প্র্রত্যেক পোষ্টের টাইটেল এর নিচে অবস্তান করে । এখন এগুলি মনে রেখে যেমন আমি মনে রাখলাম যে আমার ইংরেজিতে Comment লিখাছিল ।[ Comment ছাড়াও  Replies বা অন্য কিছুও থাকতে পারে । ] তারপর আপনার Editor অর্থাৎ থীম Editor এ  loop.php ফাইলটি সিলেক্ট করে

'1 Comment', '% Comments' এই লিখাটি খুজুন । এই লিখাটি খুজতে আপনি ফাইন্ড অপশন ব্যবহার করতে পারেন Ctrl + F একত্রে চাপুন সার্চ বা ফাইন্ড করার জন্যে যে বক্সটি আসবে সেখানে কোডটি কপি করে পেষ্ট করে দিন ।

তারপর নিচের ছবিটি দেখুন । নিচের ছবিটির সাথে মিলিয়ে নিন আপনার ওপেন করা ফাইলটি ।

&&

ছবিতে চিহ্নিত করা জাইগাই bresponZive লিখা আছে এটি আমার থিমের নাম আপনার ওপেন করা ফাইলটিতে আপনার থিমের নাম থাকবে ।

ছবিতে চিহ্নিত করা যাইগা গুলি যদি আপনার ফাইলে থাকে তবেই মনে করবেন আপনি সঠিক ফাইলটি ওপেন করেছেন ।

 এবার নিচের ছবিটির মত বা আপনার ইচ্ছা মতো আপনি আপনার ফাইলটি Edit করুন ।

দেখুন আমর Edit করার পর আমার ব্লগ এর পোষ্ট এর টাইটেল এর নিচে সব বাংলাই দেখাচ্ছে ।

ছবিটি দেখুন ।

আপনাদের সুবিদার্থে আমি একটি ভিডিও যোগ করে দিয়েছে এই ভিডিও টিউটোরিয়ালটিও আমার করা

ভিডিও টিওটোরিয়ালটিতে কাজটি সম্পুর্ন সরাসরি কডিং করে দেখানো হয়ছে ।

http://www.youtube.com/watch?v=Cava2uvB5g0

এই পোষ্ট প্রথমে আমার ব্লগে প্রকাশ করা হয়েছে

কোন সমস্যা হলে কোমেন্ট করবেন ।

Level 0

আমি bditblog.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.bditblog.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস