প্রশ্ন ও সমাধান মুলক পোষ্ট।ওয়ার্ডপ্রেস করার আগে মনোযোগ দিয়ে পড়ুন এই পোষ্ট। দেখুন আমার মত একই প্রশ্ন আপনার কিনা

সুপ্রিয় টেকটিউন্স ভাইয়েরা,
পত্রের শুরুতেই আমার প্রাণঢালা শুভেচ্ছা গ্রহণ করবেন
আশাকরি সবাই ভাল আছেনঅনেকদিন ধরেই এইসাইটে ঘোরাঘুরি করিশেখার জন্য এইসাইটের বিকল্প নেইআমার ছোটকাল থেকেই ইচ্ছাছিল একজন প্রফেশনাল ওয়েবডিজাইনার হওয়াএরজন্য নিয়মিত চেষ্টা করে যাচ্ছি
এইসাইটের চেনামুখ সাব্বির ভাইয়ের টিউন থেকে ব্লগিং শিখার চেষ্টা করেছি
SEO এর ভিতটাও মোটামুটি মজবুত করেছিএখন ইচ্ছা ওয়ার্ডপ্রেস শেখারকয়েকদিন ধরে বেশশক্ত করেওয়ার্ডপ্রেস সম্পর্কে জানার চেষ্টা করছিআরিফুল ইসলাম শাওন ভাইয়ের লেখা একটা বই পড়ে আমি মোটামুটি অনেক কনফিডেন্টএখন আমার ওয়ার্ডপ্রেস  কয়েকটি প্রশ্ন আছে আশাকরি যথাযথ উত্তর পাব
.    ওয়ার্ডপ্রেস কীলোডিং হতে অনেক সময় নেয়?
.    একটা বইয়ে পড়লাম আমার পিসিকেই নাকি সার্ভার বানানো যাবে  (শাকিল ভাইয়ের বই)এখন আমার একটি বিশেষ প্রশ্ন আমি আমার পিসি এবং একটি হোস্টিং এক সাথে ব্যবহার করতে পারব কিনা?
.    উদাহরণ- ধরুন আমি একটা ১০জিবি ফ্রী হোস্টিং নিলাম এবং আমার পিসিরএ কটা ৯০জিবি ড্রাইভ নিয়ে সার্ভার বানালামএখন আমার প্রশ্ন এটা করা আদৌ সম্ভব?
.    পিসিকে যদি সার্ভার বানাই তাহলে আমার পিসি বন্ধ থাকলে কী পাঠক আমার ব্লগ থেকে বিছিন্ন হবেউদাহরণ- ধরুন আমার পিসি ঘন্টা ধরে বন্ধ আছেএসময় আমার সাইটে কেউ ঢুকতে পারবে কিনা?
.    ড্রপবক্সকে সাভার্র বানানো যাবে কিনা?
.    ওয়ার্ডপ্রেসগুগল এডসেন্স সাপোর্ট করে কিনা?
.     পরবর্তীতে যদি আমি কোন হোস্টিং কিনি তাহলে আমি কীভাবে আমার সাইট হোস্টিং এর সাথে যোগ দেব ব্যাপারে যদি কোন টিউন করা থাকে তাহলে তা কমেন্ট দিন
.    ওয়ার্ডপ্রেস সম্পর্কে যদি কোন ভাল পিডিএফ থাকে তাহলে অবশ্যই  তা শেয়ার করবেন
আমার মত হাজারো ভাইয়েরা এরকম কিছু প্রশ্নের কারনে আগ্রহ থাকলেও ওয়ার্ডপ্রেস তৈরী করতে চায়না

যত তাড়াতাড়ি সম্ভব উত্তরদেন

ইমেইল আর SMS এ জিবন টা বরবাদ
তাই অনেক দিন পর আপনাদের কাছে চিঠি পাঠালামদ্রুত চিঠির উত্তর দিবেন আশাকরিসবাই ভাল থাকবেন
ইতি

আপনাদের ছোটভাই

আল শাহারিয়াত করিম

Level 0

আমি Al Shahriat Karim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 345 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রশ্ন গুলোর উত্তর সবার দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি।

Level 0

প্রশ্নগুলোর উত্তরঃ

১) আপনি যদি হাবি – জাবি ওইজেট বা অনেকগুলো প্লাগিন ইউজ করেন তাহলে আপনার সাইট অবশ্যই স্লো হবে। সাইট ফাস্ট করার জন্য ক্যাশ প্লাগিন ইউজ করতে পারবেন। অপ্টিমাইজ করতে হবে ।

২) পিসিকে যদি সার্ভার বানান তাহলে তা শুধু আপনার কম্পিউটারেই দেখা যাবে। অপারেটিং সিস্টেম দিয়ে সার্ভার বানালে সবাই দেখতে পারবে ।

৩) আপনি এক সার্ভার বা হোস্টিং এর সাথে নিজের বা অন্য কোন হোস্টিং যোগ করতে পারবেন না।

৪) পিসিকে অপারেটিং সিস্টেম দিয়ে সার্ভার বানালে পিসি বন্ধ করলে আপনার সবকিছু অফ! পিসির সাথে কানেকশন না থাকলে হোস্টিং পাবে কোথা থেকে?

৫) ড্রপবক্সকে হোস্টিং হিসেবে ব্যাবহার করা যায় তবে তাতে পিএইচপি , মাই এসকিউএল , অ্যাপাচি সাপোর্ট করে না। যার কারনে আপনি সেখানে ওয়ার্ডপ্রেস বা অন্য কোন সিএমএস ইউজ করতে পারবেন না।

৬) সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেসকে আপনি নিজের মত কাস্টমাইজ করে নিতে পারবেন। সুতরাং আপনি গুগল অ্যাডসেন্স ইউজ করতে পারবেন।

৭) ( পয়েন্ট ৩ দেখুন )

৮) বাংলাদেশে ওয়ার্ডপ্রেসের একটি ফেসবুক গ্রুপ আছে। আপনি পিডিএফ বই গুগলে সার্চ করলে পাবেন আর ওয়ার্ডপ্রেসের কোন কিছু জানতে হলে কিংবা কোন সমস্যা হলে নিচের লিঙ্কে ক্লিক করে ফেসবুক গ্রুপটিতে জয়েন করতে পারেন।

WordPress2Smashing

আশাকরি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন 🙂

    @earnz.net: “অপারেটিং সিস্টেম দিয়ে সার্ভার বানালে সবাই দেখতে পারবে” -আপনার এই ভয়াবহ কথাটার উৎস কী?

      Level 0

      @নাজমুল আহসান: অপারেটিং সিস্টেম দিয়ে সার্ভার বানালে সবাই তখন দেখতে পারবে যখন সব সেটিংস ঠিক মতো দেয়া হবে। বিস্তারিত লিখতে হলে তো পোস্ট দেয়া লাগবে। আমি অনাকে বোঝানোর জন্য কথাটা বলেছি।

Level 0

@earnz.net আমার WordPress এ dashboard blank দেখাচ্ছে। plugin software install করার পর থেকে হঠাৎ করে problem টা শুরু হয়েছে। username ও password দিয়ে login করা যাচ্ছে কিন্তু administration panel এর সব পেজ blank দেখাচ্ছে। please help করুন।

    Level New

    @mksfever: ঐ প্লাগিনটা মুছে ফেললে ঠিক হয়ে যাবে। ড্যাশবোর্ডে না ঢুকতে পারলে সি-প্যানেল এ ঢুকে প্লাগিন ফোল্ডার থেকে উক্ত প্লাগিন ডিলিট করে ফেলুন তাহলে ঠিক হয়ে যাবে। আরো কোন প্রশ্ন থাকলে http://helpfulhub.com এ করতে পারেন। ধন্যবাদ।

Earnz.net apni kothata evabe bollen keno? Ekta help cheye post korece. Uni janen bolei to bolecen. So obosshoi জ্ঞান দিতে এসেছেন।কিন্তু আপনি কথাটা সহজ ভাবে বলেননি।আপনার এমন অশোভন কথার জন্য নাজমুল ভাইয়ের কাছে ক্ষমা চাওয়া উচিৎ বলে আমি মনে করি।

উত্তর দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সাহায্যের কারনে আমার আগ্রহ আরো বেড়ে গেল। যোগ দিলাম।

টিউন টি করার জন্যে অসংখ্য ধন্যবাদ। এই ধরন প্রশ্ন এবং সমস্যার মুখোমুখি আমিও হই কিন্তু কাওকে জিজ্ঞেস করতে ভীষণ অস্বস্তি লাগে। আজকে আমি সব গুলো উত্তর-ই পেয়েছি।
আবারো ধন্যবাদ।

Level 0

It is not a good idea to amke Ur own pc as a server. But if U wish to do some practice for self development then making local pC a server is a good idea. Cause It works faster and remain no cost to U.

Taking a good domain and hosting is the best idea for pro blogging concept.

ফ্রি ডোমেন dot.tk ও ফ্রি হোস্টিং সাইট 000webhost.com ব্যবহার করে seotutne.tk তৈরি করি কিন্তু wordpress.org এ সাবমিট করতে পারছিনা। হোস্টিং সাইটি পরিবর্তন করে dhmart.info ব্যবহার করতে চাইছি কিন্তু কিভাবে আগের হোস্টিং এর সেটিং পরিবর্তন করে নূতন হোস্টিং ব্যবহার করবো ?? এক্সপার্টদের সাহায্য চাইছি ………।
এই নিয়ে ৪বার পোস্ট করলাম কেউ কি নেই উত্তর দেয়ার …………………!!!!!!!!!!
আমদের দেশীয় কোন HTML শিক্ষার ওয়েবসাইট আছে কি না ??

ভাই আপনি আমার সাথে যোগাযোগ করেন। আনেক সহজ নিয়ম বলে দেব।

আমার একটি প্রশ্ন করি সার্ভার হিসেবে টিউনার ড্রপবক্স ব্যবহার করার কথা বলেছেন ভালো কথা ড্রপবক্স এর একাউন্ট যদি কোন কারনে ডিলিট হয়ে যায় তাহলে কী কোন প্রবলেম হবে কীনা।

Level 0

না জেনে কিছু বলা বুদ্ধিমানের কাজ নয়।