সুপ্রিয় টেকটিউন্স ভাইয়েরা,
পত্রের শুরুতেই আমার প্রাণঢালা শুভেচ্ছা গ্রহণ করবেন।আশাকরি সবাই ভাল আছেন।অনেকদিন ধরেই এইসাইটে ঘোরাঘুরি করি। শেখার জন্য এইসাইটের বিকল্প নেই।আমার ছোটকাল থেকেই ইচ্ছাছিল একজন প্রফেশনাল ওয়েবডিজাইনার হওয়া।এরজন্য নিয়মিত চেষ্টা করে যাচ্ছি।
এইসাইটের চেনামুখ সাব্বির ভাইয়ের টিউন থেকে ব্লগিং শিখার চেষ্টা করেছি। SEO এর ভিতটাও মোটামুটি মজবুত করেছি।এখন ইচ্ছা ওয়ার্ডপ্রেস শেখার।কয়েকদিন ধরে বেশশক্ত করেওয়ার্ডপ্রেস সম্পর্কে জানার চেষ্টা করছি।আরিফুল ইসলাম শাওন ভাইয়ের লেখা একটা বই পড়ে আমি মোটামুটি অনেক কনফিডেন্ট।এখন আমার ওয়ার্ডপ্রেস কয়েকটি প্রশ্ন আছে আশাকরি যথাযথ উত্তর পাব।
১. ওয়ার্ডপ্রেস কীলোডিং হতে অনেক সময় নেয়?
২. একটা বইয়ে পড়লাম আমার পিসিকেই নাকি সার্ভার বানানো যাবে। (শাকিল ভাইয়ের বই)।এখন আমার একটি বিশেষ প্রশ্ন আমি আমার পিসি এবং একটি হোস্টিং এক সাথে ব্যবহার করতে পারব কিনা?
৩. উদাহরণ- ধরুন আমি একটা ১০জিবি ফ্রী হোস্টিং নিলাম এবং আমার পিসিরএ কটা ৯০জিবি ড্রাইভ নিয়ে সার্ভার বানালাম।এখন আমার প্রশ্ন এটা করা আদৌ সম্ভব?
৪. পিসিকে যদি সার্ভার বানাই তাহলে আমার পিসি বন্ধ থাকলে কী পাঠক আমার ব্লগ থেকে বিছিন্ন হবে।উদাহরণ- ধরুন আমার পিসি ২ ঘন্টা ধরে বন্ধ আছে।এসময় আমার সাইটে কেউ ঢুকতে পারবে কিনা?
৫. ড্রপবক্সকে সাভার্র বানানো যাবে কিনা?
৬. ওয়ার্ডপ্রেস এগুগল এডসেন্স সাপোর্ট করে কিনা?
৭. পরবর্তীতে যদি আমি কোন হোস্টিং কিনি তাহলে আমি কীভাবে আমার সাইট হোস্টিং এর সাথে যোগ দেব? এ ব্যাপারে যদি কোন টিউন করা থাকে তাহলে তা কমেন্টএ দিন।
৮. ওয়ার্ডপ্রেস সম্পর্কে যদি কোন ভাল পিডিএফ থাকে তাহলে অবশ্যই তা শেয়ার করবেন।
আমার মত হাজারো ভাইয়েরা এরকম কিছু প্রশ্নের কারনে আগ্রহ থাকলেও ওয়ার্ডপ্রেস তৈরী করতে চায়না।
যত তাড়াতাড়ি সম্ভব উত্তরদেন।
ইমেইল আর SMS এ জিবন টা বরবাদ।তাই অনেক দিন পর আপনাদের কাছে চিঠি পাঠালাম।দ্রুত চিঠির উত্তর দিবেন আশাকরি।সবাই ভাল থাকবেন।
ইতি
আপনাদের ছোটভাই
আল শাহারিয়াত করিম
আমি Al Shahriat Karim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 345 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রশ্ন গুলোর উত্তর সবার দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি।