আসস্লামুওয়ালাইকুম , সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউন আরম্ভ করতেছি। আশা করি সবাই ভাল আছেন। অনেক দিন পর আবার শেষ বারের মত ওয়েব সাইট নিয়ে একটা টিউন করতে চাই যার জন্য আজ টেকটিউনে আসা। কাজে যাওযাক।
কিছু দিন আগে আমি কি ভাবে ওয়ার্ডপ্রেস সাইট বানাতে হয় এ বিষয়ে একটা টিউন করে ছিলাম অনেকেই আবার একটা টিউন করার রেকুএস্ট করেছে তাই আজ দেখাব কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট বানানো যায়।
গত পর্বে Dot Tk দিয়ে কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট বানাতে হয় সেটা দেখেছিলাম। বর্তমানে Dot Tk তে অনেকেই নানা রকম প্রবলেম এ পড়েছে যেমন SEO । তাছাড়া Hosting এ ও প্রবলেম ছিল। তাই আজকে নতুন ডোমেইন আর Hosting এর টিউটোরিয়াল দেখাব। তো শুরু করা যাক।
ওয়ার্ডপ্রেস দিয়ে ২ বাবে ব্লগ তয়রি করা যাই। আপনি যদি wordpress.com এ যান তাহলে আপনি ফ্রী ব্লগ বানাতে পারবেন কিন্তু ব্লগের ডোমেইন পাবেন''আপনার নাম''.wordpress.comআবার আপনি যদি WordPress.org তে যান তাহলে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে আপনার নিজস্ব সার্ভারে ইন্সটল করে এই পিসিহেল্পলাইন বা টেকটিউন বা টিউনার পেজ এর মত একটি ব্লগ তয়রি করতে পারবেন। আমরা wordpress.org দিয়ে ব্লগ তয়রি করা শিখবো। ব্লগ তয়রি করতে হলে আমাদের একটি ডোমেইন ও হস্টিং লাগবে। ডোমেইন ও হস্টিং কিনতে হয় যেহেতু আমরা ফ্রী ব্লগ বানানো শিখবো তাই আমরা ফ্রী ডোমেইন ও হস্টিং নেব।
আমাদের এই ফ্রী ব্লগে ডোমেইন প্রভাইডার হচ্ছে Cu.Cc ও হস্টিং প্রভাইডার হচ্ছে Byet Host.{আগের পর্বে ছিল Dot Tk এবং Box Host}
প্রথমে ডোমেইন সেট আপ করার জন্য এই লিঙ্ক এ যান। তারপর নিচের ছবি গুলো লক্ষ করুন। {এক আইপি এড্রেস থেকে একবার তাই না পেলে আইপি পরিবর্তন করুন পাশাপাশি MAC এড্রেস ও পরিবর্তন করুন }
এখন যদি ডোমেইন টি কেউ না নিয়ে থাকে তাহলে এ রকম পেজ আসবে।(ছবি উপরে)
এখানে আপনি Checkout ক্লিক করবেন।
এখন Checkout ক্লিক করার পর নতুন পেজ আসবে । এই পেজ এ লগিন এবং রেজিস্ট্রেশান দুটি অপশন থাকবে। আপনি যদি আগে এই সাইট এ রেজিস্ট্রেশান করে থাকেন তাহলে লগিন করলেই চলবে , তারপর বাকি স্টেপ গুলো ফলো করুন।
আর নতুন হলে উপরের পেজ এর মত করে রেজিস্ট্রেশান সম্পন্ন করুন।
তারপর পরের পেজ এ Finish Registration এ ক্লিক করুন।
উল্লেখ যে আপানর ইমেইল ভেরিফাই কেরবেন কিন্তু। এবং পাশের ট্যাব এ আপনার ইমেইল অ্যাকাউন্ট লগিন করে রাখবেন কারণ এটার আরো দরকার হবে। রেজিস্ট্রেশান সম্পন্ন হলে এই রকম এ পেজ দেখবে।
১। পেন্সিল আইকন এ ক্লিক করুন। তারপর নিচের মত পেজ আসবে।
এখানে আমি Nameserver গুলো এন্টার করেছি কিন্তু এখানে ফিল্ড গুলো ব্ল্যাংক থাকবে । স্ক্রীন শট এর কারনে এই ছবিটা দিলাম।
এখন আপনি নতুন আরেকটা ট্যাব খুলে Byet হস্ত এ সাইন আপ করেন। সরাসরি সাইন উপ লিঙ্ক http://byethost.com/index.php/free-hosting ।
এখন এ রকম একটা পেজ আসবে।
ছবির মত আন্ডারলাইন করা লিঙ্ক এ ক্লিক করার পর, নিচের মত পেজ আসবে।
এখানে আপনার যা যা দরকার তা ফিল্ল আপ করুন। এবং
তারপর আপনার ইমেইল এ এরকম একটা মেইল আসবে।
এখানে আপনার হস্তিং এর লগিন ওয়েবসাইট সহ যাবতীয় সব তথ্য দেওয়া থাকবে।
আপনার ইউজার নেইম দিয়ে লগিন করুন।
তারপর নতুন পেজ এ উপরে ছবির মত আইকন খোঁজে বের করুন।
{{{ Note: ডোমেইন প্যানেল এ নেইম সারভার গুলো অ্যাড করার পর এরকম Massage আসবে তারপর ৫ মিনিট এর মত ওয়েট করার পর হস্তিং এর Add Domian এ ক্লিক করবেন। তবে এই কাজ টি যদি আগে করে রাখেন তাহলে সাথে সাথে Add Domain এ ক্লিক ক্রলে ও চলবে}}}
Add Domain ক্লিক করার পর এ রকম Massage আসবে—
তারপর আপনি আপনার হস্তিং এর Home এ ক্লিক করবেন , মানে হস্তিং মেনুতে ফিরে যাবেন।
১। এখন Script Installer আইকন খোঁজে বেরকরুন এবং ক্লিক করুন।
তারপর উপরের মত একটা পেজ আসবে, যেখানে আপনার ব্লগ এর সব তথ্য দেওয়া থাকবে। উল্লেখ্য যে আপনার ব্লগ এর ইউজার নেইম থাকবে admin আর পাসওয়ার্ড থাকবে হস্তিং প্যানেল এর পাসওয়ার্ড। {{নোট : এই পেজ টা মাঝে মাঝে আসে না মানে অনেকক্ষন পরযন্ত Looding দেখাবে , সমস্যা নাই আপনি কিছুক্ষণ ওয়েট করেন তারপর ও যদি না আসে তাহলে ও সমস্যা নাই আপনার সাইট এ ওয়ার্ডপ্রেস ইন্সটল হয়ে গেছে}}
{{আপনি যদি Dot Tk দিয়ে কাজ করতে চান তাহলে আগের Tune টা দেখতে পারেন। তবে আপনার প্রশ্ন জাগতে পারে যে ডোমেইন নিব Dot tk আর হস্তিং নিব Byet Host।
উত্তরঃ Byet Host এ কোন Dot Tk ডোমেইন নেই না বা Add করা যায় না।}}
ব্যাস আপনার ব্লগ বানানো শেষ। এবার আপনার ডোমেইন নাম দিয়ে আপনার ব্লগে প্রবেশ করতে পাড়বেন এবং লগিন করে আপনার ব্লগকে আপনার নিজের মত করে সুন্দর করুন।
বিশাল বড় একটা পোস্ট লিখে ফেললাম যদি পোস্টটি সবটা পড়ে তাখেন তাহলে অবশ্যই বিরক্ত হয়ে গেছেন। বড় একটা লিখলাম ভুল হওয়াটা স্বাভাবিক, ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোন দরনের সমস্যা হলে মন্তব্যর মাধ্যমে আমাকে জানান আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব।
আর আপনাদের ওয়ার্ডপ্রেস নিয়ে কোন সমস্যা হলে আমাকে বলতে পারেন যথাসম্ভব চেষ্টা করব সাহায্য করতে। সবশেষে এটাই বলতে চাই আমার জন্য দোয়া করবেন ।
মূল পোস্টঃ http://amarwordpress.com/wordpress/36/
ইংলিশ পোস্টঃ http://inftechworld.com/co-cc-alternatives-similar-free-domain-registrars/
আমি ভাঙা তীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পেশায় আমি এক জন ছাত্র। পড়ালেখার পাশাপাশি ইন্টারনেট ব্যাবহার করি।বেশি ভাগ সময় পড়াশুনায় ব্যস্ত থাকি।সময় পেলে তথ্য ও প্রযুক্তি নিয়ে ঝাপিইয়ে পড়ি।এর বেশি কিছু আর বলার নেই।
কি লিখলেন???? পোস্ট এর সাথে লেখার কোন মিল পেলাম না। শুধুমাত্র সাইট বানিয়ে টিউন শেষ করে দিলেন। আপনার পোস্ট পড়ে টেকটিউনস এর মত সাইট আদও কেউ বানাতে পারবে? পারলে টিউন টা Extend করে লিখুন, “কিভাবে থিম এডিট করে টেকটিউনস মত সাইট করা যাবে।”