ঘরে বসে আয়। ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগিং। বেছে নিবার কারন ও সুবিধা?(পর্ব-৫)

আমরা ইতিমধ্যে জেনেছি যে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি ওপেনসোর্স সফটওয়্যার। যা বিনামূল্যে ব্যবহার করা যায়। আমরা সাথে এও জানি যে একটি ওয়ের সাইট তৈরি করতে অনেক সময়ের দরকার হয় এবং সাথে অনেক কিছু শেখার দরকার হয়। যেমন- এইচটিএমএল, পিএইচপি, মাইএসকিউল ডাটাবেজ ইত্যাদি। কিন্তু আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকেন বা ব্যবহার করা যানেন তাহলে আপনি মাত্র কয়েক মিনিটে একটি প্রফেশনাল মানের সাইট তৈরি করতে পারবেন তাও আবার কোন প্রকার বিশেষ জ্ঞান ছাড়া। ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করার জন্য আপনাকে কোন এইচ টি এম এল বা পিএইচপি বা মাইএসকিউল এই সব শেখার দরকার হবে না। শুধু জানতে হবে ওয়ার্ডপ্রেসের সঠিক ব্যবহার। বর্তমানে বিশ্বের বেশিরভাগ মানুষ ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকে। কারন ওয়ার্ডপ্রেস খুব সহজে ব্যবহার করা যায়। তবে হে আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে এডভান্স লেভেলের কোন সাইট তৈরি করতে চান তাহলে আপনাকে উক্ত বিষয় গুলো ভালো করে আয়ত্ত করতে হবে। নয়তবা আপনি আপনার মন মত করে সাইট তৈরি করতে নাও পারতে পারেন।

আশা করি আপনারা আমার আজকের টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোন প্রশ্ন, কিজ্ঞাসা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী টিউটোরিয়াল পাবলিশ না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন।

ধন্যবাদ সবাইকে।

পূর্বেপ্রকাশিত হয়েছে

ব্লগবিডি২৪ ডট কম

Level 0

আমি ব্লগ বিডি ২৪ ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Cahlie Jan Vai achi

Level 0

apnar 4 number tutorial ta kothay?? :O

amar akta site banaite mon chai…blog na…wordpress\drual dia ki free site banano somvob aktu darona dile kitoggo thaktam….. suru korbo kivabe
[email protected]