আমার ধারাবাহিক ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আশা করি আমার পূর্বের টিউটোরিয়ালটি পড়ে আপনারা ধারনা করতে পেরেছেন ওয়ার্ডপ্রেস কি। তাই আজকে আমি আপনাদেরকে জানাবো ওয়ার্ডপ্রেসের ইতিহাস সম্পর্কে।
২০০৩ সালের ২৭শে মে সর্বপ্রথম ওয়ার্ডপ্রেস প্রকাশিত হয়। এটি প্রকাশ করেছিলেন ওয়ার্ডপ্রেসের স্রষ্ঠা ম্যাট মুলেনওয়েগ। এটি প্রকাশিত হবার পর ২০১১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ওয়ার্ডপ্রেসের ৩.০ সংস্করনটি ৬৫ বিলিয়ন বারের বেশি ডাউনলোড হয়েছিল। প্রথমে সবাই ওয়ার্ডপ্রেসকে ব্লগিং সফটওয়্যার হিসেবে ব্যবহার করে থাকলেও বর্তমানে এই ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক বড় বড় সাইট তৈরি করা হচ্ছে।
যদি আমরা একে বারেই শুরু থেকে ওয়ার্ডপ্রেসের ইতিহাস সম্পর্কে বলতে যাই তাহলে, B2 এবং CAFELOG নামের সংগঠন দুটি ছিল আজকের ওয়ার্ডপ্রেসর অগ্রদূত। যখন ওয়ার্ডপ্রেস তৈরি করা হয় তখন এই দুটি সংগঠনের পরিকল্পনা ছিল যে তারা ২০০৩ সালের মে মাস পর্যন্ত ২০০০ ব্লগ হোস্ট করাবার। ওয়ার্ডপ্রেস মূলত পিএইচপি ও মাইএসকিউল এর সমন্বিত রূপ। পরবর্তীতে এটি মাইকেল ভাল্ড্রিঘি কর্তৃক আধুনিকায়ন করা হয়। তিন বর্তমানে ওয়ার্ডপ্রেসের একজন ডেখেলপার ও অফিসিয়াল অগ্রদূত।
অপরদিকে ২০০৪ সালে Six Apart কর্তৃক তৈরীকৃত অপর একটি ব্লগিং সফটওয়্যার Movable Type তাদের বিধিমালার পরিবর্তন করারয় তাদের বেশিরভাগ ব্যবহারকারী Movable Type ছেড়ে WordPress এ পাড়ি জমায়। আর এই বিষয়টিই ওয়ার্ডপ্রেসের ভাগ্যকে খুলে দেয়। তখন থেকই ওয়ার্ডপ্রেস সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠে।আর এই ভাবেই ওয়ার্ডপ্রেস বিশ্বের দারবারে মাথা উচু করে দাঁড়িয়ে আছে।
পূর্বে প্রকাশিত হয়েছে
আমি ব্লগ বিডি ২৪ ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।