ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) ব্লগিং সফটওয়্যার। এটি একটি ওপেন সোর্স (ফ্রি) ব্লগিং সফটওয়্যার। কোন রকম কোডিং জ্ঞান ছাড়াই ওয়ার্ডপ্রেস এ ব্লগ তৈরি করা যায়। একটি ডাইনামিক সাইট কিংবা ব্লগ তৈরি করতে ওয়ার্ডপ্রেস-ই সর্বোৎকৃষ্ট। আজ আমি আপনাদের সাথে এমন কিছু বিষয় শেয়ার করব যে কাজগুলো ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পর অবশ্যই করবেন।
আপনি যখন সাধারনভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করেন তখন এতে স্বয়ংক্রিয়ভাবে ‘admin’ নামে একটি প্রোফাইল তৈরি হয়ে যায়। আপনি যদি এই প্রোফাইল পরিবর্তন না করেন তাহলে এটি আপনার ব্লগের নিরাপত্তা কমিয়ে দিতে পারে। তাই, প্রত্যেকের উচিত একটি নতুন প্রোফাইল তৈরি করে পুরাতন ‘এডমিন’ প্রোফাইল মুছে ফেলা।
শক্তিশালী পাসওয়ার্ড বাছাই করা একটি ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারন, আপনার পাসওয়ার্ড যদি দুর্বল থাকে তাহলে সহজেই আপনি হ্যাকারের কবলে পড়তে পারেন।
আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে পছন্দমত পারমালিঙ্ক তৈরি করতে পারবেন। ওয়ার্ডপ্রেস এ সাধারণভাবে যে পারমালিঙ্ক দেওয়া থাকে তা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) ফ্রেন্ডলি নয় এবং এর গঠন একটু জটিল। এক্ষেত্রে, আপনি কাস্টম পারমালিঙ্ক হিসেবে %postname% ব্যবহার করুন।
আপনি যখন সাধারনভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করেন তখন এতে স্বয়ংক্রিয়ভাবে কিছু প্লাগিন দেওয়া থাকে। আপনি যদি প্লাগিনগুলো না ব্যবহার করেন তাহলে এগুলো মুছে ফেলুন। কারন, অতিরিক্ত প্লাগিন এর ব্যবহার আপনার সাইটের গতি কমিয়ে দিবে।
ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এ আপনি বর্তমানে ওয়ার্ডপ্রেস এর কোন ভার্সন ব্যবহার করছেন তা জানা যায়। এসব এই তথ্য হ্যাকারদের সুবিধা বৃদ্ধি করে দেয়। তাই, ওয়ার্ডপ্রেস ভার্সন মুছে ফেলুন।
আপনার ওয়ার্ডপ্রেস সাইটের গতি বাড়াতে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ডাটাবেজ অপটিমাইজ করুন। ওয়ার্ডপ্রেস সাইটের ডাটাবেজ অপটিমাইজ করুন জন্য এই প্লাগিনটি ব্যবহার করতে পারেন।
আপনার ওয়েবসাইটের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে Better WordPress Security প্লাগিনটি ব্যবহার করতে পারেন। এই প্লাগিন সম্পর্কে বিস্তারিত জানতে এই টিউনটি দেখুন।
আপনার ওয়ার্ডপ্রেস সাইটটি সার্চ ইঞ্জিন এ সাবমিট করতে ‘All In One SEO Packs’ প্লাগিনটি ব্যবহার করতে পারেন। এছাড়া, এই প্লাগিন এর মাধ্যমে আপনার সাইটের প্রতিটি টিউন সার্চ ইঞ্জিন এ সাবমিট করতে পারবেন।
এখান থেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে পারেন।
প্রোফাইল আপডেট করা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই, আপনার প্রোফাইলটি সম্পূর্ণভাবে আপডেট করুন।
ব্লগসাইটে স্প্যাম এড়াতে ‘Akismat’ প্লাগিনটি ব্যবহার করতে পারেন। এটি ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পর স্বয়ংক্রিয়ভাবে দেওয়া থাকে। তবে এই প্লাগিনটি একটিভেট করে ব্যবহার করতে হয়।
অনলাইন এ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে এখানে ক্লিক করুন।
আমি জিহাদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 194 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ।