ওয়ার্ডপ্রেস এর বেসিক (নতুনদের জন্য) Part 1

ব্লগিং এর জন্য ওয়ার্ডপ্রেস অনেক জনপ্রিয়। তাই আপনি যদি ব্লগিং করবেন ভাবেন তবে ওয়ার্ডপ্রেস কে বেচে নেয়া ই ভাল বলে আমি মনে করি। প্রথমেই বলবো আপনি একটা ডোমেইন ও হস্টিং কিনে নিন। আর যদি আপনি এখনি না কিনতে চান তবে আপনার পিসি কেই ওয়েব সার্ভার করে আপাতত ওয়ার্ডপ্রেস টা শিখুন, পরে না হয় কিনে নিলেন। পিসি কে ওয়েব সার্ভার করার জন্য xampp  অনেক ভাল ডাউনলোড করে নিন ও ইন্সটল করে নিন। ওয়ার্ডপ্রেস এর সার্ভার থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে আনজিপ করুন। আবার ওয়ার্ডপ্রেস এর ফোল্ডার টি আপনার পিসি র যে ড্রাইভ এ xampp ইন্সটল করেছেন সেখানে C:\xampp\htdocs আমি C ড্রাইভ এ ইন্সটল করলাম তাই লিঙ্ক টা এমন। htdocs ফোল্ডার এ কপি করুন।  আবার ব্রাউজার এর লিখুন http://localhost/wordpress and press enter. Now Press Create a Configuration File.

আপনার যদি ডোমেইন ও হস্টিং থাকে তবে cpanel  এ লগ ইন করেন। নিচের ফটো টার মত অপশন খুজুনPligg cpanel

এখানে আপনি ওয়ার্ডপ্রেস পাবেন। এখন ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পালা। আটা আপনি নিজে নিজে করতে পারবেন। ফেসবুক এ অ্যাকাউন্ট ওপেন করার মত।

যদি আপনি cpanel  এ software/ service option  না পান তবে ফাইল জিলা দিয়া root folder এ uplode  করতে হবে। একটা Database  ও create  করতে হবে।

আপনার Dashboard এ বাম দিকে all option  দেখবেন। যেমন পোস্ট, পেজ ইত্যাদি। এখন আপনি পোস্ট করতে পারবেন। থিম বদলাতে চাইলে Appearance এ গিয়ে  থিম option এ গিয়ে ব্যাবহার করুন আপনার পছন্দের ডিজাইন। একটা কথা মনে রাখবেন ওয়ার্ডপ্রেস এর সাইট থেকেই থিম নিবেন এটা safe.

এক ভাবে আপনি plugin ও সেট আপ করতে পারবেন Appearance এ গিয়ে।

ভিডিও সহ পোস্ট দেখুন WordPress Tutorials. পোস্ট এ ছোট কিন্তু মনে হয় আপনাদের কাজ এ আসবে।

Level 0

আমি Ali Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks ….jene khusi holam

http://coolfreeapk.blogspot.com/