ওয়ার্ডপ্রেস এ ডিফল্টভাবে ফিচার ইমেজ যোগ করুন

ফিচার ইমেজ হচ্ছে পোষ্টের শিরনামের ডান পাশে যে ইমেজটি থাকে । ফিচার ইমেজ ব্লগ পোষ্টকে আকর্ষণীয় করে তুলে ।   সাধারণত ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ তৈরি করতে ফিচার ইমেজ ব্যবহৃত হয় ।  আর আপনার ব্লগটি যদি কমিউনিটি ব্লগ হয় তাহলে আপনার জন্য এই পদ্ধতি বিশেষভাবে সহায়ক । কেননা, অনেক ব্যবহারকারী আছেন যারা পোষ্ট করার পর ফিচার ইমেজ যোগ না করেই পাবলিশ দিয়ে দিন কিংবা ফিচার ইমেজ যোগ করতে ভুলে যান । ফলে, ব্লগ পোষ্টটি তেমন আকর্ষণীয় দেখায় না ।

ওয়ার্ডপ্রেস ব্লগে ডিফল্টভাবে ফিচার ইমেজ যোগ করতে 'Default featured image' প্লাগিনটি ব্যবহার করতে হবে । এই প্লাগিনটি ব্যবহার করলে আপনি যদি কোন পোষ্ট ফিচার ইমেজ নাও ব্যবহার করেন তবুও আপনার বাছাইকৃত ফিচার ইমেজটি ডিফল্টভাবে যোগ হবে ।

প্রথমে এখান থেকে 'Default featured image' প্লাগিনটি ডাউনলোড করে নিন ।

১ম ধাপঃ

  1. আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করুন ।
  2. Dashboard>Plugins>Add New এ যান ।
  3. এবার প্লাগিন টি ইন্সটল করুন ।
২য় ধাপঃ
প্লাগিনটি ইন্সটল কারার পর, Dashboard>Settings>Default featured image এ যানsshot-1
উপরের প্রদর্শিত চিত্রের মত 'Select Default featured image' ইমেজ এ ক্লিক করুন এবার আপনি যেই ফিচার ইমেজটি দিফলতভাবে সেট করতে চান সেটি আপলোড করুন । আপলোড করার পর ফিচার ইমেজটির সাইজ বাছাই করুন যে এটি কত পিক্সেল হবে । সাধারণত একটি ব্লগের ফিচার ইমেজ ১৫০x১৫০ পিক্সেল হয়ে থাকে । সবশেষে 'Save Change' বাটনে ক্লিক করুন ।

আশা করি কোন সমস্যা হবেনা ।

-ধন্যবাদ সবাইকে ।
পোস্ট লিখেছেন টিউটোহোস্টের জিহাদুর রহমান।
পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস