ফিচার ইমেজ হচ্ছে পোষ্টের শিরনামের ডান পাশে যে ইমেজটি থাকে । ফিচার ইমেজ ব্লগ পোষ্টকে আকর্ষণীয় করে তুলে । সাধারণত ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ তৈরি করতে ফিচার ইমেজ ব্যবহৃত হয় । আর আপনার ব্লগটি যদি কমিউনিটি ব্লগ হয় তাহলে আপনার জন্য এই পদ্ধতি বিশেষভাবে সহায়ক । কেননা, অনেক ব্যবহারকারী আছেন যারা পোষ্ট করার পর ফিচার ইমেজ যোগ না করেই পাবলিশ দিয়ে দিন কিংবা ফিচার ইমেজ যোগ করতে ভুলে যান । ফলে, ব্লগ পোষ্টটি তেমন আকর্ষণীয় দেখায় না ।
ওয়ার্ডপ্রেস ব্লগে ডিফল্টভাবে ফিচার ইমেজ যোগ করতে 'Default featured image' প্লাগিনটি ব্যবহার করতে হবে । এই প্লাগিনটি ব্যবহার করলে আপনি যদি কোন পোষ্ট ফিচার ইমেজ নাও ব্যবহার করেন তবুও আপনার বাছাইকৃত ফিচার ইমেজটি ডিফল্টভাবে যোগ হবে ।
প্রথমে এখান থেকে 'Default featured image' প্লাগিনটি ডাউনলোড করে নিন ।
১ম ধাপঃ
আশা করি কোন সমস্যা হবেনা ।
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।