সুপ্রিয় ব্লগার ভাই ও বোনেরা আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং পরম করুণাময়ের অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। ফ্রিতে ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম ডাউনলোডের উপর আমি এর পূর্বে একটি পোষ্ট করেছি। আজ তার দ্বিতীয় পর্ব আজ আমি আপনাদের সাথে আরও দুইটি থিম শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে থিম দুটি ভালো লাগবে আর কারো অন্য কোন থিম লাগলে আমাকে জানালে আমি আপ্রাণ চেষ্টা করব তা শেয়ার করার জন্য। তাহলে এখন দেখি আপনাদের জন্য আজ কিকি থিম আছে:
নাম: freshlife
সাইজ: ১.১৭ মেগা বাইট।
Download
নাম: diabolik
সাইজ: 9.86 মেগা বাইট।
Download
আমার শেয়ার করা থিম গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে মন্তব্য করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
এই পোষ্ট টি প্রথম প্রকাশিত এখানে- আমারটিউন্স
আমি সিহাব সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি সিহাব সুমন, পেশায় একজন ছাত্র শখ হিসেবে বাংলা ও ইংরেজীতে ব্লগিং করি। ব্লগ গুলো থেকে কিছু জানার ও জানানোর প্রচেষ্টায় আছি। আমার একটি বাংলা ব্লগ আছে সেটি হল- http://itbatayan.com সুযোগ হলে একবার এখানে দেখে আসতে পারেন।
ভাই টিউন টা অনেক সুন্দর লাগলো । আমাকে কী একটু সহযোগিতা করতে পারবেন …. আমি কিভাবে আমার ব্লগ এ ” টপ টিউনার এবং হট টিউন এই বিষয় গুলো যোগ করতে পারব ?