নিরাপত্তা, নতুন ফিচার ইত্যাদি কারণে আমরা অ্যাপ্লিকেশন আপগ্রেড (Upgrade) করি; কিন্তু কখনো কখনো আপনাকে ডাউনগ্রেড (Downgrade) করতে হতে পারে।
কিছুদিন আগের ঘটনা, আমি একটা ওয়ার্ডপ্রেস সাইটে প্রিমিয়াম থিম ব্যবহার করছিলাম। ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সন আসার সাথে সাথে ওয়ার্ডপ্রেস আপগ্রেড করে ফেললাম। সমস্যা দেখা দিল থিম নিয়ে, ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সনে আপগ্রেড করার পর থেকে পেজিনেশন কাজ করছিল না। পরে বাধ্য হয়ে ডাউনগ্রেড করলাম।
এরকম সমস্যায় আপনাকেও পড়তে হতে পারে। কী করবেন তখন? কারণ, ওয়ার্ডপ্রেসে আপগ্রেড করার জন্যে অপশন থাকলেও, ডাউনগ্রেড করার কোনো অপশন নেই। আমি কীভাবে সমাধান করেছি দেখুন।
১) আপনি আগে কোন ভার্সন ব্যবহার করছিলেন, সেটা নিশ্চয়ই জানেন। এই লিংকে গিয়ে আপনার পুরাতন ভার্সনটি ডাউনলোড করে নিন। লিংকঃ http://wordpress.org/download/release-archive/
২) ZIP ফাইলটি আপনার কম্পিউতারে Unzip (Extract) করুন। এখানে wp-admin, wp-content এবং wp-includes নামের ৩টি ফোল্ডার সহ বেশ কিছু ফাইল আছে। আপনি wp-admin এবং wp-includes ফোল্ডার দুটি কপি করুন। ছবি দেখুন-
৩) আপনার সার্ভার থেকে wp-admin এবং wp-includes ফোল্ডার দুটি ডিলিট করে দিন।
৪) আপনার কম্পিউটার থেকে wp-admin এবং wp-includes ফোল্ডার দুটি সার্ভারে আপলোড করুন।
আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এভাবে কাজ করেছি, এবং সফলভাবে শেষ করেছি। পুরো বিষয়টা কিছুটা ঝুঁকিপূর্ণ। সাবধানতার সাথে কাজ করুন। কোনো রকম ক্ষতির জন্যে আমি দায়ী থাকবো না।
পূর্ব প্রকাশঃ মুক্তকণ্ঠ
আমি নাজমুল আহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সিকিউরিটি ইস্যুর কারনে আপনার বিশেষ করে ওয়ার্ডপ্রেসে পুরানো ভার্শনে না যাওয়াটাই ভাল। আপনি যে সমস্যা বলছেন সেটা সমাধান হয়ে যাবে একটু সাইটের সিএসস এ কাজ করলেই।