কি করবেন নাকি আপনার ওয়ার্ডপ্রেস সাইট কে সুপার ফাস্ট ?

একটি সাইট এ ভিসিটর বাড়ানোর প্রথম ধাপই হচ্ছে সাইট ফাস্ট থাকা । আপনার সাইট যদি স্লও থাকে ফলে ভিসিটর যদি ঠিক মত ঢুকতেই না পারেন তাইলে বিরক্ত হয়ে আপনার সাইট এ দ্বিতীয় বার আর ঢুকার চেষ্টা করবে না । তা ছাড়া SEO তে ও সাইট স্পীড অনেক ভূমিকা রাখে । তো বুঝতেই পারছেন কতটা জরুরী সাইট ফাস্ট থাকা ।

আজকে আপনাদের প্রায় সব মূল কাজগুলোই দেখাব কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট কে ফাস্ট করবেন । চলুন শুরু করি ।

শুরু করার আগে এখান থেকে আপনার সাইট এর বর্তমান স্পীড মেপে নিন । নিচের কাজগুলো করার পর আমরা দেখবো কত টুকু সফল হয়েছি ।

speed test

বেসিক কাজ দিয়ে শুরু করিঃ

প্লাগিন সংখ্যা কম রাখুন । বেশি প্লাগিন ব্যাবহারের ফলে সাইট স্লও হয়ে যায় । ঠিক মত প্লাগিন সিলেক্ট করবেন । যেই প্লাগিন এ যত বেশি অপশন মনে রাখবেন ঐ প্লাগিন এ তত বেশি কোড সুতরাং তত বেশি স্লও করবে । একটি কাজের জন্য অনেকগুলো প্লাগিন থাকতে পারে । এর মধ্যে যেটাতে আউট জিনিস কম থাকবে ওটা ব্যাবহার করবেন ।

wordpress plugins

Spam Comments ডিলিট করে দিন । হাজার হাজার স্পাম কমেন্ট ডাটাবেজ এ থাকলে সাইট স্লও হয়া স্বাভাবিক । প্রত্যেক দিন স্পাম কমেন্ট মনে করে ডিলিট করে দিবেন ।

spam comments

post revisions ডিলিট করুন । স্পাম কমেন্ট ডিলিট এর মতই post revisions  ডিলিট করুন । post revisions  হচ্ছে আপনি যখন একটা পোস্ট এডিট করে সেভ করেন তখন ওটার একটা কপি ডাটাবেজ এ সেভ হয়ে যায় । এভাবে যতবার এডিট করে সেভ করবেন ততো বার একটা করে নতুন কপি ডাটাবেজ এ যুক্ত হবে । ফলে দেখা যায় একটা পোস্ট এর অনেক গুলো কপি তৈরি হয়ে গেছে । যা ডাটাবেজ কে স্লও করে দেয় । Better Delete Revision Plugin এর সাহায্যে আপনি এই post revisions গুলো ডিলিট করতে পারবেন । তা ছাড়া আপনি ওয়ার্ডপ্রেস এর Auto Save আর post revisions এই ২ তা সিস্টেম সম্পূর্ণ ভাবেই বন্ধ করে দিতে পারেন । গুগল করুন কিভাবে করে তা পেয়ে যাবেন ।

delete post revisions

একটি ভালো Hosting সাইট থেকে hosting নিনঃ

ওয়ার্ডপ্রেস একটি গাড়ির মত । এটা ততোক্ষণ ঠিক মত চলবে যতক্ষণ এটাকে ঠিক মত জ্বালানি দিবেন ।

pumping gas

Hosting নেয়ার আগে ঠিক মত জেনে নিবেন তাদের সার্ভার ২৪ ঘণ্টা আপ থাকে নাকি , তাদের ব্যান্ডউইথ স্পীড কত , তাদের CPU এর কনফিগারেশান । এগুলো জেনে ঠিক মত ভেবে তারপর Hosting নিবেন ।

আপনার সাইট এর Theme ঠিক ভাবে বাছাই করুনঃ

সাইট এর স্পীড অনেকাংশে থিম এর উপর নির্ভর করে । আলতু ফালতু থিম ব্যাবহার থেকে বিরত থাকুন । থিম নেয়ার আগে সেটার Rating কত , তারপর Support Forum এ গিয়ে দেখবেন সেটার সম্পর্কে কোন অভিযোগ আছে কিনা । থিম বাছাই এর সময় নিচের জিনিসগুলো মাথায় রাখবেনঃ

  • স্পীড যাতে ভালো থাকে ব্যাবহারের পর
  • থিম এ যাতে Built-in security enhancements থাকে
  • SEO Friendly যাতে হয়
  • ডিজাইন যাতে সুন্দর হয়

থিম আপডেট হয় কিনা অথর দ্বারা তা ও মাথায় রাখবেন ।

Database Optimize করুনঃ

আগে আসুন জানি Database জিনিসটা কি ? আপনার দেহ টাকেই ধরুন । এই দেহের সব কিছু সম্পর্কে তথ্য , ক্রিয়া কলাপ , সাড়া ডান সবই করে থাকে আপনার মস্তিষ্ক । আর মস্তিষ্কের নির্দেশ অনুযায়ী আপনার সম্পূর্ণ দেহ সে অনুসারে কাজ করে । তেমনি Database  তা হচ্ছে সেই মিস্তিস্ক আর অন্যান্য জিনিস গুলো হচ্ছে দেহের অংশ ।

এখন কেউ আপনার সাইট এ ঢুকার চেষ্টা করলে একটা নির্দেশ যায় Database  এ এবং সম্পূর্ণ Database  পড়ার পর আপনার ব্রাউজার নির্দেশ পায় কোন কোন জিনিস আপনাকে প্রদর্শন করতে হবে এবং সে অনুসারে আপনার সামনে সাইট এ প্রদর্শিত হয় ।

সুতরাং Database  যদি বড় হয় , অনেক জিনিস থাকে অপ্রয়োজনীয় তাহলে Database  পড়তে সার্ভার সময় বেশি নিবে ফলে সাইট স্লও হয়ে যাবে । তাই Database  কে যতটা সম্ভব ছোট রাখবেন ।

Database  Optimize করার জন্য WP-DB Manager  এই প্লাগিনটা ব্যাবহার করতে পারেন  ।

wordpress database

প্লাগিনটা ইন্সটল এর পর আপনি বাম দিকে Database নামে অপশন দেখতে পাবেন ।

Backup DB submenu তে গিয়ে Database backup নিন

backup wordpress database

Repair DB submenu থেকে Database repair  করুন

repair wordpress database

Optimize DB submenu থেকে Database optimize করুন ।

optimize wordpress database

ধরুন আপনি আগে কোন প্লাগিন ইন্সটল করে ওটার অপশন পরিবর্তন করে ছিলেন । কিন্তু সেই প্লাগিনটা আপনি আর ব্যাবহার করেন না । মানে ডিলিট করে দিয়েছেন । কিন্তু সেই প্লাগিনটার সেটিং গুলো ঠিকই Database এ রয়ে গেছে । এই সেটিং টার আমাদের দরকার নেই । সুতরাং আমরা এটা ডিলিট করে দিয়ে Database Size কমাতে পারি । এর জন্য আপনাকে Emplty/Drop Tables এ গিয়ে সেই সেটিংস্‌ টা খুঁজে বের করতে হবে এবং টা ডিলিট করে দিন ।

ইমেজ অপ্টিমাইজ করুনঃ

ছবির ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে । একটি সাইট স্লও করার পিছনে বড় সাইজ এর ছবির মূল ভূমিকা থাকে । ছবির ব্যাপারে নিচের জিনিসগুলো মেনে চলবেনঃ

সবসময় 8-bit PNG ছবি ব্যাবহার করবেন । যদি দেখেন ছবিটা অনেক কমপ্লেক্স তাহলে JPEG বা 24-bit PNG ব্যাবহার করবেন ।সবচেয়ে ছোট সাইজ হয় ছবির GIF format ব্যাবহার করলে ।

cruise side ad
কোন বড় ছবিকে ছোট আকারে ব্যাবহার করতে হলে HTML কোড দিয়ে ছোট করবেন না । এতে সাইজ টা ছোট দেখা যায় কিন্তু ফাইল সাইজ সেই বড়ই থাকে । তাই কোন ইমেজ এডিটর এ ইমেজটি নিয়ে সাইজ ছোট করে সেভ করুন । এতে ফাইল সাইজ ও ছোট হয়ে যাবে ।
WP Smush.it  এই প্লাগিনটি ব্যাবহার করতে পারেন । এটা Yahoo এর ইমেজ Optimizer ব্যাবহার করে আপনার সাইট এর ইমেজ এর ফাইল সাইজ কমিয়ে ফেলে ।

smush.it exampleআপনার সাইট এ কোন ইমেজ আপলোড করার আগে TinyPNG এই সাইট এ গিয়ে ইমেজ গুলো Compress করে নিন ।

আগে(File size: 57 KB)        পরে( File size: 16 KB )  

jQuery Image Lazy Load WP এই প্লাগিনটি ব্যাবহারের ফলে আপনার সাইট এ যখন কেউ ঢুকবে তখন শুধু প্রথম ইমেজ গুলো লোড হবে । যখন Scroll করে নিচে যাবে যখন বাকি ইমেজ গুলো লোড হবে । ফলে সাইট ফাস্ট হবে ।

Cache Plugin ব্যাবহার করুনঃ

Cache প্লাগিন ব্যাবহার করলে আপনার সাইট এর কমন জিনিস গুলো যেমনঃ হেডার, ফুটার , সাইডবার এগুলো বার বার লোড হয় না । অস্থায়ী ভাবে ব্রাউজার এগুলো সেভ করে রাখে । অনেক Cache প্লাগিন আছে । এদের মধ্যে ভালো হচ্ছে W3 Total Cache, WP Super Cache । এদের মধ্যে যেকোনো একটা ব্যাবহার করুন ।

w3 total cache page cachingContent Delivery Network (CDN) ব্যাবহার করুনঃ

CDN ব্যাবহারের ফলে আপনার সাইট এর স্পীড যেমন বাড়বে তেমনি সিকিউরিটি ও বৃদ্ধি পায় । পেইড CDN ব্যাবহারের চেষ্টা করবেন । ফ্রী CDN এর মধ্যে সব চেয়ে ভালো হচ্ছে Cloude Flare । এটা ২ জিবি ব্যান্ডউইথ আপনাকে ফ্রী দিবে প্রত্যেক মাসে ।

CloudFlare Logo

পৃথিবীর সব বড় বড় সাইট CDN ব্যাবহার করে । যেমন ফেসবুক ব্যাবহার করে তাদের নিজস্ব fbcdn.net ।

3rd Party Script:

বিভিন্ন সাইট থেকে আমরা অনেক সময় অনেক কিছু আমাদের সাইতে এ যুক্ত করার সময় আমাদেরকে একটি JavaScript দিয়ে বলে এগুলো Header এ ব্যাবহার করতে । কিন্তু এগুলো Header এ ব্যাবহার না করে আপনি Footer এ করবেন । তাহলে আপনার পুরো সাইট লোড হয়ার পর একদম শেষে গিয়ে এইসব স্ক্রিপ্ট লোড হবে । এতে সাইট স্লও হবে কম ।

pingbacks and trackbacks বন্ধ করুনঃ

এটা বন্ধ করতে settings>>Discussion এ যান এবং প্রথম ২ টি বক্স Uncheck করে দিন ।

এই ছিল আমার জানা মতে উপায়গুলো । আপনি যদি আরও উপায় জেনে থাকেন তাহলে মন্তব্বে বলুন ।

এখন আবার এখান থেকে আপনার সাইট এর স্পীড মাপুন । দেখুন কত টুকু বেড়েছে ।

একটি অনুরোধঃ আমার এই লেখাটি কেউ যদি কপি করে নিজের সাইট এ প্রকাশ করতে চান তাহলে লেখার একদম শেষে মূল লেখক হিসেবে আমার নামটি উল্লেখ করলে কৃতার্থ হব।

Level 0

আমি ফিদা আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভালো লাগলো। ধন্যবাদ।

thanks.

এটা তো পুরাই মাখন এর দোকান। জোশ হইসা বস

Vai amake kew help korben,,ami akta wordpress Domain(Free) Die akta site Create korbo..But Ami pura puri buji na amake kew jodi paren Kivahbe akta free site create kora jay ta nai akto help korn Vai

Level 0

bai ja dilen pora fata fati. Can i contact you personally with facebook/skype/gmail.

Level 0

boss ai bisoa sodi akto help korten https://www.techtunes.io/help-ask/tune-id/199723
please boss please please please please

    @md-mahbub: এটাকে Excerpt বলে । Excerpt সিস্টেম আছে এরকম কোন থিম ব্যাবহার করুন । তাহলেই হবে

Level 0

thank’s boss

Level 0

Vai,Bangladesh e top ranking hosting company konta?