ওয়ার্ডপ্রেস সাইট থেকে “You may use these HTML tags and attributes” লেখাটি দুর করুন।

যারা নতুন ওয়ার্ডপ্রেস সাইট চালু করেন তাদের জন্যই আমার এই টিউন। আমি অবশ্য বেশি পুরাতন না ইন্টারনেটে। তারপরও টিউন লিখতে বসলাম যেন আমার মত কেউ বিপাকে না পড়ে।

ওয়ার্ডপ্রেস সাইট চালু করার পর অনেকেই কেমন্ট পেজে You may use these HTML tags and attributes: <a href=”" title=”"> <abbr title=”"> <acronym title=”"> <b> <blockquote cite=”"> <cite> <code> <del datetime=”"> <em> <i> <q cite=”"> <strike> <strong> ” এই লেখাটি দেখতে পান।

আমি অনেক দিন চেষ্টা করেছি কিন্তু এই লেখাটি মুছতে পারিনি। অনেক ঘাটাঘাটির পর আমি এর সমাধান খুজে পেয়েছি। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

এখানে স্টেপ অনুসারে দেখালামঃ

১। প্রথমে আপনার সাইটে লগ ইন করে Appearance/Editor যান। তারপর ডান দিক থেকে stylesheet file টি খুজে বের করেন। যার style.css. নামে দেখতে।

২। html editor থেকে নিচের লেখাটি খুজে বের করুন।

#respond .form-allowed-tags {
color: #888;
font-size: 12px;
line-height: 18px;
}

৩। line-height: 18px; এর নিচে display:none; কোডটি লিখুন।

৪। কোডটি লেখা শেষ হলে “Update File” বাটনে ক্লিক করুন। বাস আপনার কাজ শেষ।  এখন আপনার সাইটে গিয়ে চেক করুন।

গুরুজনরা ভুল হলে ক্ষমা করবেন।

পূর্বে প্রকাশিত এখানে

Level 0

আমি আমি ?। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

apni kon verson a use korsen?