ওয়ার্ডপ্রেসের Blank থিম তৈরি [পর্ব-১০] :: শেষ পর্ব – সাথে ভিডিও টিউটোরিয়াল

ওয়ার্ডপ্রেসের Blank থিম তৈরি

আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেসের Blank থিম তৈরির দশম ও শেষ পর্বে আপনাকে স্বাগতম। প্রথমেই মহান আল্লাহ এর কাছে শুকরিয়া, আমরা সফল ভাবে পুরো চেইন টিউনটি শেষ করতে পেরেছি। আর টেকটিউনসের কাছে কৃতজ্ঞ আমার টিউনটি চেইন টিউনে অন্তর্ভুক্ত করার জন্য। আজকে আমরা কোনো ফাইল নিয়েই কাজ করবো না। কিছু বকবক করবো, তবে আমার মনে হয় লেখাটি পড়লে আপনাদের উপকারই হবে।
আমার ওয়ার্ডপ্রেসের হাতেখড়ি Mr. Chris Coyier এর কাছে। উনার কাজ করা দেখলে মনে হয়, উনি কোডিং করছেন না; বরং পিসিতে গেইম খেলছেন। অনেকেই আমাকে গুরু বলে মানতে শুরু করেছেন। কিন্তু আমার মনে হয় আমি গরু থেকে কিছুটা উন্নত প্রাণী! এটি বলার কারণ হচ্ছে, আমি যে ব্ল্যাক থিমটি নিয়ে আলোচনা করেছি, এটি Mr. Chris Coyier ই কনসেপ্ট। তিনি এই কনসেপ্টটি খাটিয়ে আরোও আটটি থিম তৈরি করেছেন, যা সত্যিই অসাধারণ।

মোট নয়টি থিম হলো:

  • All AJAX
  • Blank Theme
  • H5 Theme Template
  • Lines and Boxes
  • Lines and Boxes (Dark)
  • Plastique
  • Plastique - Black/White
  • Quantify
  • WPTypo

আপনারা চাইলে উনার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি উনার ব্ল্যাক থিমটি আপনাদেরকে বুঝানোর জন্যই চেইন টিউন হিসাবে টিউন করেছি। আমি চাইলে প্রথম টিউনেই ডাউনলোড লিঙ্ক দিয়ে দিতে পারতাম। তখন নতুনরা কিছুই বুঝতো না। উনার এই ব্ল্যাক থিম দিয়ে কিভাবে একটি থিম তৈরি করা যায় তা নিয়ে "ফ্রী বাংলা টিউটোরিয়াল" ওয়েবসাইটে নয় পর্বের একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করা হয়েছে। টিউটোরিয়ালটিতে ব্লগ থিম ও ই-কমার্স দুইটি কনসেপ্ট নিয়েই কাজ করা হয়েছে। যার ফলে আপনি টিউটোরিয়ালগুলো দেখলে একটি ব্লগ থিম ও ই-কমার্স থিম দুটিই তৈরি করার ধারণা পেয়ে যাবেন।

এবার আর একটু জটিলে যাই। আপনি যদি ওয়ার্ডপ্রেসে নিজেকে যথেষ্ঠ দক্ষ হিসেবে দাবি করেন, তবে আপনার জন্য একটু জটিল কিন্তু যথেষ্ট কাজের আরেকটি ব্ল্যাক থিম রয়েছে। এটি সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি হলো HTML5 Blank WordPress Theme. এর সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না। আপনি নিজেই তাদের ওয়েবসাইট থেকে দেখে নিন।
তো বন্ধুরা অনেকক্ষণ আমার বকবক পড়লেন। আর কথা বাড়াতে চাচ্ছি না। আমার চেইন টিউনটি যদি আপনাদের উপকারে আসে তবেই আমার পরিশ্রম সার্থক।

Best of luck! Happy coding!

Level 0

আমি Atique। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওয়ার্ডপ্রেসে একটা ফ্রী ওয়েবসাইট খুলতে চাই । দুই একটা ভাল ও ফাক্কা post এর লিঙ্ক দিলে যে ভাল হয় …।
লেখক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি ।

Thnaks. Now this is my time to develop my own theme. Thanks a lot again.

ধন্যবাদ পোস্ট এর জন্য

Level 0

THANKS BROTHER FOR THIS NICE CHAIN TUTORIAL. 🙂

Level New

theme-admin.php file need for this blank thame

    Level 0

    @Safiq24: দয়া করে, পুরো টিউনটি ভালো করে পড়ুন। আশা করি আপনার উত্তর পেয়ে যাবেন। তারপরও যদি সমাধান না পান, আবার মন্তব্যের মাধ্যমে জানান।

ভাইয়া ফ্রী বাংলা টিউটোরিয়াল সাইটটা কি বন্ধ করে দিয়েছেন ?!!? একটিভ করলে খুব উপকৃত হব।