ওয়ার্ডপ্রেসের Blank থিম তৈরি [পর্ব-০৯] :: functions.php নিয়ে কাজ

ওয়ার্ডপ্রেসের Blank থিম তৈরি

আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেসের Blank থিম তৈরির নবম পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা functions.php নিয়ে কাজ করবো। প্রথমে চলুন আগে কোডটুকু দেখে নেই:

<?php

	// Add RSS links to <head> section
	automatic_feed_links();

	// Load jQuery
	if ( !is_admin() ) {
	   wp_deregister_script('jquery');
	   wp_register_script('jquery', ("http:////ajax.googleapis.com/ajax/libs/jquery/1.9.1/jquery.min.js"), false);
	   wp_enqueue_script('jquery');
	}

	// Clean up the <head>
	function removeHeadLinks() {
    	remove_action('wp_head', 'rsd_link');
    	remove_action('wp_head', 'wlwmanifest_link');
    }
    add_action('init', 'removeHeadLinks');
    remove_action('wp_head', 'wp_generator');

    if (function_exists('register_sidebar')) {
    	register_sidebar(array(
    		'name' => 'Sidebar Widgets',
    		'id'   => 'sidebar-widgets',
    		'description'   => 'These are widgets for the sidebar.',
    		'before_widget' => '<div id="%1$s" class="widget %2$s">',
    		'after_widget'  => '</div>',
    		'before_title'  => '<h2>',
    		'after_title'   => '</h2>'
    	));
    }

?>

আবার একই সমস্যা! কোড ঠিক মত দেখাচ্ছে না। তাই স্ক্রীনশট দিয়ে দিলাম। দয়া করে ঠিক করে নিবেন।

এখানে জেকোয়ারী ফাইলটি যুক্ত করা হয়েছে। এছাড়া হেডার ও সাইডবারে উইডগেট গুলো ঠিকঠাক কাজ করার জন্য কিছু কোড ব্যবহার করা হয়েছে। ওয়ার্ডপ্রেসের জন্য এই ফাইল অতি গুরুত্বপূর্ণ। আপনার থিমে কোনো অতিরিক্ত সুবিধা যুক্ত করার জন্য এই ফাইলটিতে কাজ করতে হয়। প্রিমিয়াম থিমগুলোতে দেখি অনেক সুযোগ সুবিধা থাকে, আবার থিমের বিভিন্ন অপশন যুক্ত করা হয়। যার বেশির ভাগ কাজ এই ফাইলটিতে করা হয়ে থাকে। থিমের অপশন যুক্ত করার জন্য একটি জটিল সুন্দর প্লাগিনস হলো Options Framework.
আমরা প্রথম টিউনে আরোও কিছু ফোল্ডার তৈরি করে ছিলাম। ঐ ফোল্ডারগুলো এখন ফাঁকা, তাই না? সেগুলোতে আপনার প্রয়োজন অনুযায়ী ফাইল যুক্ত করবেন। আর screenshot.png ফাইলের জন্য কোনো ফাইলে কোনো লিঙ্ক করার দরকার নেই। এটির সাইজ ৩০০x২২৫ হতে হবে। আপনার থিমের জন্য যদি ফেভিকন যুক্ত করতে চান, তবে মূল ফোল্ডারটিতে favicon.ico ফাইলটি যুক্ত করুন। এটির সাইজ ১৬x১৬ হতে হবে। ico ফরমেটে ফেভিকন তৈরির একটি সুন্দর সাইট হলো converticon.com

এই ধরনের বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখতে চাইলে "ফ্রী বাংলা টিউটোরিয়াল" ওয়েবসাইটটি তো আছেই।

Level 0

আমি Atique। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক ধন্যবাদ। আপনার কষ্ট সার্থক হোক।