ওয়ার্ডপ্রেস সিকিউরিটি ই বুক (পরিমার্জিত)

কদিন আগে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি এর উপর একটি ই-বুক প্রকাশ করি।কিন্তু সেটি আমার ব্যক্তিগত ব্লগ উদ্দেশ্য করে লেখা ছিল আর সেটাতে প্রচুর বানান ভুল ছিল। এখন সেই বইটির রিবাইজড ভার্শন আবার প্রকাশ করছি।এতে বানান ভুলগুলো সংশোধন করা হয়েছে এবং কিছু অনিচ্ছাকৃত ভুল সংশোধন করা হয়েছে। একই সাথে ভাষাগত কিছু পরিবর্তন আনা হয়েছে। ভুল বানান সংশোধন সাহায্য করেছেন গৌতম ভাই এবং সজিব ভাই। তাদেরকে ধন্যবাদ বিনামুল্যে কষ্ট করার জন্য।
এরপর ও কিছু ভুল থেকে থাকে আমাকে দেখিয়ে দেয়ার জন্য অনুরোধ করছি।

আমি বইটি লেখার সময় ব্যহুল্য বাদ দিয়ে কেবল মাত্র প্রয়োজনীয় দিকগুলো দেখাতে চেষ্টা করেছি (কারন আমার লেখালেখি করার ধৈর্য নেই)।

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/s480x480/580612_499483653422080_225490298_n.jpg

http://www.vodburner.com/wp-content/uploads/2010/04/Download-button-small3.jpg

Level 0

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thnx অনেক কাজের জিনিস দিলেন ভাই

Level 0

thanks

thanks valo জিনিস

user er permission dayar jonno je Drop un check korte hoy seta ki porobortite thik kora jabe vai janaben please

এমন কোন সহৃদয়বান লোক আছেন , যিনি এই গাধা ও অধমের ওয়েবসাইট খোলার বিপদে মাঝেমাঝে সাহায্য সহযোগিতা করতে আগ্রহী …থাকলে একটু হাত তুলুন …। minimum link too den, please……….