আস সালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আশাকরি ভাল আছেন ।আমিও ভাল আছি। আমারা অনেক বাংলা ব্লগে দেখি যে তারিখ ও সময় বাংলায় প্রদর্শিত হচ্ছে। আথচ যারা নতুন ব্লগ তৈরি করেছে তারা অনেকেই জানে না যে কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগের তারিখ ও সময় কে বাংলা হরফে রূপান্তর করতে হয়। তাই আমি আজ আপনাদের জানাব যে কিভাবে সেটি করা যায়।প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড প্রবেশ করুন।
০১। Appearance এ ক্লিক করুন।
০২। তারপর এডিটর (Editor) মেন্যু তে ক্লিক করুন।
০৩। তারপর আপনার ব্লগে সক্রিয় থাকা থিমের সকল ফাইলগুলো ডান পাশে লিস্ট আকারে দেখতে পাবেন ।
০৪। সেই লিস্ট থেকে function.php ফাইলটি ওপেন করুন।
০৫। এখন সবার নিচে আমার দেয়া কোডটি যুক্ত করে ।
তারিখ ও সময়
তারিখ ও সময়
=================
<?php
function make_bangla_number($str)
{
$engNumber = array(1,2,3,4,5,6,7,8,9,0);
$bangNumber = array(১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,০);
$converted = str_replace($engNumber, $bangNumber, $str);
return $converted;
}
add_filter( 'get_the_time', 'make_bangla_number' );
add_filter( 'the_date', 'make_bangla_number' );
add_filter( 'comments_number', 'make_bangla_number' );
add_filter( 'get_comment_date', 'make_bangla_number' );
add_filter( 'get_comment_time', 'make_bangla_number' );
০৬।এখন Update File বাটনে ক্লিক করুন।
যদি সম্মান্য তম আপনার ভাল লেগে থাকে তবে দয়া করে মন্তব্য করে আমাকে জানান প্লিচ
আমি Admin Ruhul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি রুহুল আমিন খুলনা সরকারি বি,এল কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সম্মান শেষ বর্ষের পরীক্ষা দিয়েছি ।আমি বর্তমানে ওয়েব ডিজাইনের কাজ করছি। আমার সাইট www.netzonebd.com, www.pcehlpline24.com
amar site Appearance a kono editor lekha nai ki korbo ?