ওয়ার্ডপ্রেস ব্লগে যেভাবে তারিখ ও সময় কে বাংলাতে রুপান্তর করবেন!!!

আস সালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আশাকরি ভাল আছেন ।আমিও ভাল আছি। আমারা অনেক বাংলা ব্লগে দেখি যে তারিখ ও সময় বাংলায় প্রদর্শিত হচ্ছে। আথচ যারা নতুন ব্লগ তৈরি করেছে তারা অনেকেই জানে না যে কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগের তারিখ ও সময় কে বাংলা হরফে রূপান্তর করতে হয়। তাই আমি আজ আপনাদের জানাব যে কিভাবে সেটি করা যায়।প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড প্রবেশ করুন।

০১। Appearance এ ক্লিক করুন।

০২। তারপর এডিটর (Editor) মেন্যু তে ক্লিক করুন।

০৩। তারপর আপনার ব্লগে সক্রিয় থাকা থিমের সকল ফাইলগুলো ডান পাশে লিস্ট আকারে দেখতে পাবেন ।

০৪। সেই লিস্ট থেকে function.php ফাইলটি ওপেন করুন।

০৫। এখন সবার নিচে আমার দেয়া কোডটি যুক্ত করে ।
তারিখ ও সময়

তারিখ ও সময়
=================

<?php

function make_bangla_number($str)

{

$engNumber = array(1,2,3,4,5,6,7,8,9,0);

$bangNumber = array(১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,০);

$converted = str_replace($engNumber, $bangNumber, $str);

return $converted;

}

add_filter( 'get_the_time', 'make_bangla_number' );

add_filter( 'the_date', 'make_bangla_number' );

add_filter( 'comments_number', 'make_bangla_number' );

add_filter( 'get_comment_date', 'make_bangla_number' );

add_filter( 'get_comment_time', 'make_bangla_number' );
০৬।এখন Update File বাটনে ক্লিক করুন।

যদি সম্মান্য তম আপনার ভাল লেগে থাকে তবে দয়া করে মন্তব্য করে আমাকে জানান প্লিচ

Level 0

আমি Admin Ruhul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি রুহুল আমিন খুলনা সরকারি বি,এল কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সম্মান শেষ বর্ষের পরীক্ষা দিয়েছি ।আমি বর্তমানে ওয়েব ডিজাইনের কাজ করছি। আমার সাইট www.netzonebd.com, www.pcehlpline24.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

amar site Appearance a kono editor lekha nai ki korbo ?