আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অনেক অনুপ্রেরনায় আবারও টিউন করতে বসলাম। আমার প্রতিটি টিউন নতুনদের জন্য করতে চেষ্টা করি। আজকে টিউনটি কিছুটা উপরের স্তরের জন্য। যারা আমার এই টিউনটি পড়ছেন ধরে নিচ্ছি তাদের পিএইচপি ও ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা আছে। এই কথাটি বলার পিছনে কারণ হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে একটি Blank থিম তৈরি করবো।
আমরা জানি, ওয়ার্ডপ্রেস পিএইচপি দিয়ে তৈরি করা একটি কনটেন্ট মেনেজমেন্ট সিস্টেম। সবাই চায় তার ওয়েবসাইট ইউনিক হোক। তাই আমরা অথবা আমাদের ক্লায়েন্টের জন্য অনেক সময় আমাদের থিম তৈরি করার দরকার পড়ে। বর্তমানে ওয়ার্ডপ্রেস অনেক জনপ্রিয় একটি কনটেন্ট মেনেজমেন্ট সিস্টেম। যাতে কোনো কোডিং করার দরকার পড়ে না। তাই অনেক ক্লায়েন্ট অথবা আমরা নিজেরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে আগ্রহী হই।
কিন্তু এই কাজটি অনেকের কাছেই খুব কষ্টের বিষয়। আমি এই কষ্টের কাজটি সহজ করে দেওয়ার জন্যই একটি Blank থিম তৈরি করার কথা বলছি। কারণ আমরা জানি প্রতি ওয়ার্ডপ্রেস থিমেই কিছু ফাংশন/কোডিং একই। যার জন্য আমার যদি একটি একটি Blank থিম তৈরি করে রাখি তবে শুধু আমাদের মূল ডিজাইনটির এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট ও অন্যান্য ফাইল গুলো যুক্ত করে দিলেই কাজ শেষ। ফলে একটি নতুন থিম তৈরির ক্ষেত্রে পঞ্চাশ ভাগ কাজ আগেই শেষ!
তো চলুন কাজ শুরু করা যাক, প্রথমে আপনাকে সতেরটি ফাইল এবং চারটি ফোল্ডার তৈরি করতে হবে। তবে শুরু করার পূর্বে নতুন একটি ফোল্ডার তৈরি করুন। ধরুন আমি ফোল্ডারটির নাম দিলাম Blank Theme, আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন। এখন Blank Theme ফোল্ডারের মাঝে চারটি ফোল্ডার তৈরি করুন:
এবার মূল ফোল্ডারের মাঝে, মানে Theme ফোল্ডারের মাঝে ১৪টি ফাইল তৈরি করতে হবে:
এবার গুনে দেখুন ফাইল সংখ্যা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, তবে পরবর্তী টিউন থেকে আমরা প্রতিটি ফাইল নিয়ে কাজ শুরু করবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।
এই ধরনের বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখতে চাইলে "ফ্রী বাংলা টিউটোরিয়াল" ওয়েবসাইটটি তো আছেই।
আমি Atique। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া, এই রকম ভাল টিউন করার জন্য ধন্যবাদ। তবে আমি ব্লগে একদম নতুন কোন পরামর্শ দিলে উপকৃত হব। আমি http://www.blogger.com এ ব্লগ খুলেছি এবং একটি পোস্ট ও করেছি। আপনি চাইলে দেখতে পারেন (http://zrahman1988.blogspot.com) । কিন্তু কিভাবে একে সাজাব বুঝতে পারছি না। একটু help করবেন আশা করি…