“ওয়ার্ডপ্রেস থীম ডেভলপমেন্ট” ইবুকটি ZOVOXZ INSTITUTE কর্তৃক প্রকাশিত এবং বিনামূল্যে বিতরনের জন্য । বইটি নিজে পড়ুন, অন্যের সাথে শেয়ার করুন ।
প্রয়োজনীয় টুলস, ডেভলপমেন্ট স্ট্যান্ডার্ড, ওয়ার্ডপ্রেস থীমের গঠন ,টেমপ্লেট ফাইল লিস্ট, প্রথম থীম তৈরি, ডাইনামিক লিঙ্কের ব্যবহার, থীম ফাংশন, নেভিগেশন মেনু রেজিস্টার, উইজেট রেজিস্টার,কাস্টম পেজ টেমপ্লেট, কুয়েরি-বেজড টেমপ্লেট, প্লাগিন এ পি এই হুক্স, থীম কাস্টমাইজেশন এ পি এই।
বইটির সাথে প্র্যাকটিস করার জন্য সোর্স ফাইলও দেওয়া আছে।
বিঃদ্রঃ বইটি মিডিয়াফায়ারে আপলোড করা আছে। অনুগ্রহপূর্বক কেউ অন্য কোথাও বইটি আপলোড করে শেয়ার করবেন না। কারন এতে বইটি সঠিক ডাউনলোড এর সংখ্যা আমরা বুঝতে পারব না। শেয়ার করতে হলে নিচের সর্ট লিংকটি শেয়ার করুন।
ZOVOXZ INSTITUTE এর পক্ষ থেকে প্রতিমাসে দুটি ক্যারিয়ার সহায়ক ইবুক প্রকাশিত হবে । আপনার কপিটি বুঝে পেতে নিচের লিঙ্ক থেকে ফর্মটি পূরন করুন । আমাদের নতুন বই প্রকাশিত হওয়ার পরে আপনার ইমেইলে আপনার কপিটি পৌঁছে দেয়া হবে ।
http://institute.zovoxz.com/subscribe
আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত
ভাল উদ্যগ, সামনে এমন আরও বাংলা ই বই আপনার কাছে আশা করবো।