বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ওয়ার্ডপ্রেস থিম ডেভলপমেন্ট নিয়ে ইবুক প্রকাশিত হল।(সম্পূর্ণ বাংলা ভাষায়)।

কেমন আছেন সবাই?সকাল সকাল সবাইকে একটা খুশির সংবাদ দিতে চলে এলাম।টাইটেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন।আরে হ্যা বস,বাংলাদেশের ইতিহাসে এই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে ইবুক প্রকাশিত হয়েছে,তাও আবার আমাদের প্রিয় মাতৃ ভাষায়।

আপনি যদি একজন বিগিনার ওয়েব ডেভেলপার হয়ে থাকেন,তাহলেই বুঝবেন আজ কি পেলেন।

ইবুকটিতে যা যা পাবেন:-

1. প্রয়োজনীয় টুলস।

2. ডেভলপমেন্ট স্ট্যান্ডার্ড।

3. ওয়ার্ডপ্রেস থিমের গঠন।

4. টেমপ্রেট ফাইল লিস্ট।

5. প্রথম থিম তৈরী(ব্যাসিক)।

6. ডাইনামিক লিংকের ব্যাবহার।

7. থিম ফাংশন।

8. নেভিগেশন মেনু রেজিস্টার।

9. উইজেট রেজিস্টার।

10. কাস্টম পেজ টেমপ্লেট।

11. প্লাগিন এ পি এই হুকস।

12. থিম কাস্টমাইজেশন এ পি এই।

ইবুকটি যারা প্রকাশনা করেছেন:-

জোভোক্স ইন্সটিউট।এটি তাদের প্রথম ইবুক।পরবর্তীতে এই ইন্সটিউট এর পক্ষ্য থেকে প্রতিমাসে দুটি করে ইবুক প্রকাশিত হবে।এমনটিই জানিয়েছেন জোভোক্স ইন্সটিউট।

ডাউনলোড:-

ইবুকটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

আজ এ পর্যন্ত।সবাই ভাল থাকুন,সুস্থ থাকুন।বিজ্ঞান ও প্রযুক্তির সাথে থাকুন।

Level 2

আমি এস কে জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সেরকম দামী কেউ না। খুব সাধারণ একজন মানুষ।প্রোগ্রামিং আর ইলেকট্রনিক্স সব থেকে বেশী ভাল লাগে। তাই এই দুইটাকেই জীবনের কাজ আর শখ হিসাবে যুক্ত করে নিয়েছি।ভাল লাগে শিখতে আর শেখাতে।ব্যাস এতটুকুই!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস