ওয়ার্ডপ্রেস সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, ওয়েব এর সকল সাইটের বেশির ভাগ ই ওয়ার্ডপ্রেস দ্বারা নির্মিত, কিন্তু বিভিন্ন কারনে আমরা দেখতে পাই ওয়ার্ড প্রেস দ্বারা নির্মিত ওয়েবসাইট কিছুটা স্লো হয়ে থাকে। এই সমস্যা বিভিন্ন ভাবে সমাধান করা যায়, আমি পর্যায় ক্রমে সেগুল উপস্থাপন করার চেষ্টা করব।
যে যে পদ্ধতিতে লোডিং স্পীড কমানো যায় তার মধ্যে থিম নির্বাচন, প্লাগিন এর ব্যবহার, হোস্টিং নির্বাচন,ডাটা বেস অপটিমাইজ, ক্যাশ প্লুগিন ব্যবহার এগুল উল্লেখযোগ্য।স্প্যাম কমেন্ট ডিলিট করে, পোস্ট রিভিশন ডিলিট করে এবং আপনার সাইটে ব্যবহার করা ইমেজ সমূহ 8 bit png আকারে কনভার্ট করে ব্যবহার করতে পারেন। যা আপনার সাইটের লোডিং টাইম কমাতে সাহায্য করবে। আমি পর্যায়ক্রমে সব গুল আপনাদের সামনে আনার চেষ্টা করব।
আপনি আপনার সাইটের লোডিং টাইম পরীক্ষা করতে এই সাইটে যান.এখানে আপনার সাইটের লোডিং টাইম দেখাবে, এবং স্কোর প্রকাশ করবে।
থিম নিয়ে কিছু কথা না বললে নয়, থিম নির্বাচন করার সময় সতর্কতার সহিত নির্বাচন করতে হবে,সুন্দর থিম দিতে গিয়ে যদি সাইট স্লো হয়ে যায় তাহলে সেটা ক্ষতির কারন হয়ে দাড়াতে পারে, তাই অতিরিক্ত কোডিং পরিহার করা উচিত, যত কম পারা যায় তত কম প্লাগিন ব্যবহার করা উচিত, যেটা না করলেই নয় সেটা ব্যবহার করা যেতে পারে। কিন্তু অধিক প্লাগিন আপনার সাইটের লডিং টাইম বাড়াতে পারে । আর সব থেকে বেসি গুরুত্বপূর্ণ বিষয় হোস্টিং নির্বাচন করার সময় ভাল মানের হোস্টিং নির্বাচন করবেন। এটি আপনার সাইটের স্পীড এর ক্ষেত্রে অনেক গুরুত্ব পূর্ণ বিষয়।
আর যে দুটি বিষয় নিয়ে লিখব তার একটি হল ,ডাটা বেস অপটিমাইজ
এই কাজের জন্য যে প্লাগিন টি প্রয়োজন হবে সেটি হল WP-DBManager
প্লাগিন টি ইন্সটল করে নিন,
এবারে প্রথমে সাব মেনু থেকে Backup DB তে গিয়ে ডাটাবেস ব্যাকআপ করুন
এরপর Repair DB তে ক্লিক করুন
এর পর আসছে অপটিমাইজ অপশনOptimize DB তে ক্লিক করুন
অপটিমাইজ এ ক্লিক করুন। আপনার ডাটা বেস অপটিমাইজ হয়ে গেল। সপ্তাহে একবার ডাটা বেস অপটিমাইজ করা ভাল। আপনি চাইলে অটোমেটিক ডাটা বেস অপটিমাইজ অপশন সেট করে রাখতে পারবেন।
সামনের পর্বে ক্যাশ সম্পর্কে লিখব। সে পর্যন্ত ভাল থাকুন
আমি sawankumar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার মুল্যবান টিউনের জন্য অনেক ধন্যবাদ।আমার এটা অনেক কাজে দিবে।