আসুন নিজেই ওয়ার্ডপ্রেস সাইট বানাই।

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউন আরম্ভ করতেছি। ওয়ার্ডপ্রেস নিয়ে বিস্তারিত লিখার ইচ্ছা ছিল কিন্তু নিজে আগে কিছু ত জানতে হবে । তাই আজকে সিদ্ধান্ত নিলাম আমি যা জানি তা নিয়ে একটি  টিউটোরিয়াল লিখব। তাই আজকে বসে পরলাম লিখতে।

আমাদের প্রিয় ভিসিটরদের মধ্যে যাদের ব্লগ নেই কিংবা ব্লগ/ওয়েবসাইট তয়রি করার ইচ্ছা আছে তারা আমার এই পোস্টটা দেখতে পারেন।

তাহলে আর কথা বাড়াবোনা চলুন শুরু করি।

ওয়ার্ডপ্রেস দিয়ে ২ বাবে ব্লগ তয়রি করা যাই। আপনি যদি wordpress.com এ যান তাহলে আপনি ফ্রী ব্লগ বানাতে পারবেন কিন্তু ব্লগের ডোমেইন পাবেন

''আপনার নাম''.wordpress.com

আবার আপনি যদি WordPress.org তে যান তাহলে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে আপনার নিজস্ব সার্ভারে ইন্সটল করে এই পিসিহেল্পলাইন বা টেকটিউন বা টিউনার পেজ এর মত একটি ব্লগ তয়রি করতে পারবেন।

আমরা wordpress.org দিয়ে ব্লগ তয়রি করা শিখবো। ব্লগ তয়রি করতে হলে আমাদের একটি ডোমেইন ও হস্টিং লাগবে। ডোমেইন ও হস্টিং কিনতে হয় যেহেতু আমরা ফ্রী ব্লগ বানানো শিখবো তাই আমরা ফ্রী ডোমেইন ও হস্টিং নেব।

আমাদের এই ফ্রী ব্লগে ডোমেইন প্রভাইডার হচ্ছে ডট টিকে ও হস্টিং প্রভাইডার হচ্ছে  বাক্স হোস্ট

প্রথমে চলুন ডোমেইন নেম রেজিস্টেশন করি। ডোমেইন নেম নেওয়ার জন্য প্রথমে এখানে যান। এই ওয়েবসাইটটিতে যাওয়ার পর দেখুন নিচের ছবির মত এসেছে।(আগে এই সফটওয়্যার টা ডাউনলোড করে রাখুন। ডাউনলোড লিঙ্ক টা ওই সাইট এ রাখা আছে)

এবার নিচের ছবির মত খালি ঘরে আপনার পছন্দের ডোমেইন নাম দিয়ে GO তে ক্লিক করুন। (আমি এখানে symbiansoftzone নামে ডোমেইন নিয়েছি)যদি আপনার দেওয়া ডোমেইন নেমটি আর কেও ব্যাবহার না করে থাকে তাহলে নিচের ছবির মত আসবে।(Update:এখানে অনেকেই ৩ মাস সিলেক্ট করেছেন ,তাই আপনারা ১২ মাস সিলেক্ট করবেন)

যদি উপরের ছবির মত আসে তাহলে এটা এখানেই রেখে দিন। নতুন আরেকটি ট্যাব খুলুন এবং হস্টিং নেওয়ার জন্য এই ওয়েবসাইটে যান এবং হস্তিং-এর জন্য সাইন-আপ করুন।(Update) অনেকই Sing Up করতে পারবেন না ,তাই IP সম্পর্কিত কোন কিছু শো করে তাহলে IP হাইড বা VPN অথবা অন্য কোন পিসি বা মোবাইল থেকে সিং উপ করুন।

সাইন-আপ কমপ্লিট হলে আপনার দেওয়া ইমেইল এ একটি নতুন ইমেইল আসবে এই ইমেইলটি দিয়ে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন।

অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। লগিন করার পর Control Panel এ ক্লিক করুন,  Control Panel এ ক্লিক করার পর আপনাকে ডোমেইন সেটআপ দেওয়ার জন্য লিখা থাকবে। নিচের ছবির মত করে আপনার ডোমেইনটি এই হস্টিং-এ অ্যাড করুন।

ডোমেইন অ্যাড হয়ে গেলে আপনার ইমেইলে একটি নতুন ইমেইল যাবে।

আবার boxhost.me তে Logout করে Login করুন।ব্যাস এবার এখান থেকে চলে আসুন আপনি যেখানে ডোমেইন নিয়েছিলেন সেখানে যান এবং নিচের ছবির মত সব কিছু করুন।(আপনার ইমেইল এ Name Server দেওয়া আছে এগুলো বসিয়ে দিন)

এবার সাইন-আপ করুন। ব্যাস আপনার ডোমেইন আর হস্টিং নেওয়া শেষ।

এবার চলুন হস্টিং-এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করি।ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য প্রথমে আপনার সিপ্যানেলে লগিন করুন। (মানে আপনার হস্টিং-এ লগিন করুন)

লগিন করার পর কন্ট্রুল প্যানেলের Website এর আন্ডারে  Auto Installer এ ক্লিক করুন।

ক্লিক করার পর দেখুন  Blogs এর নিছে ওয়েবসাইট বানানোর অনেকগুলা সফটওয়্যার আছে। প্রথমেই দেখুন WordPress আছে।

এবার ওয়ার্ডপ্রেস এ ক্লিক করুন এবং দেখুন নিচের ছবির মত এসেছে এবং নিচের ছবির মত কাজ করুন।

ব্যাস আপনার ব্লগ বানানো শেষ। এবার আপনার ডোমেইন নাম দিয়ে আপনার ব্লগে প্রবেশ করতে পাড়বেন এবং লগিন করে আপনার ব্লগকে আপনার নিজের মত করে সুন্দর করুন।

বিশাল বড় একটা পোস্ট লিখে ফেললাম যদি পোস্টটি সবটা পড়ে তাখেন তাহলে অবশ্যই বিরক্ত হয়ে গেছেন। বড় একটা লিখলাম ভুল হওয়াটা স্বাভাবিক, ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোন দরনের সমস্যা হলে মন্তব্যর মাধ্যমে আমাকে জানান আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব।

সবাইকে ধন্যবাদ।আমার ফেসবুক

(প্রথমে এখানে প্রাকাশিত হয়ে ছিল)

Level 0

আমি ভাঙা তীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পেশায় আমি এক জন ছাত্র। পড়ালেখার পাশাপাশি ইন্টারনেট ব্যাবহার করি।বেশি ভাগ সময় পড়াশুনায় ব্যস্ত থাকি।সময় পেলে তথ্য ও প্রযুক্তি নিয়ে ঝাপিইয়ে পড়ি।এর বেশি কিছু আর বলার নেই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ভালই হয়েছে । আপনার হেল্প লাগতে পারে । তাই আপনাকে ফেসবুক এ অ্যাড করে নিচ্ছি । হেল্প করবেন তো ???

।(আগে এই সফটওয়্যার টা ডাউনলোড করে রাখুন। ) ভাই এইখানে কোন সফটওয়্যার নাই । লিঙ্ক টা ঠিক করেন ।

Level 0

ভাই আমি একটি সাইট বানাতে চাই ঠিক টেকটিউনের মত করে যেখানে সাইন আপ এর সুযোগ থাকবে এবং
যে কেউ যে রেজিষ্টেশন করে তার লেখা পোষ্ট করতে পারে আমাকে কেউ সাহায্য করবেন।
আমি তাহার উপযোক্ত পারিশ্রমিক দিব। কিন্তুু ধোকা দিবেন না আমি এই কাজটি করিয়ে তারপর আমার কোম্পানির জন্য আরেকটা কাজ করাব। আপনার মাধ্যমে যদি আপনার কাজ সুন্দর হয়
আমার সাথে যোগাযোগ করুন ই মেইল- [email protected]
মোবাইলঃ 01755593546
http://www.monohardinetwork.blogspot.com/

    Level 2

    @rafiqul28:
    আপনি ওয়ার্ডপ্রেসের সাহায্যে খুব সহজেই টেকটিউনসের মত সাইট বানাতে পারবেন। কারন টেকটিউন্সও ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি।
    এছারাও আপনি হাজার হাজার থিম থেকে আপনার পছন্দের থিম বেছে নিতে পারবেন। আর বিভিন্ন কাজের জন্য অনেক অনেক প্লাগিনও পাবেন ফ্রী।
    ওয়ার্ডপ্রেসের বিভিন্ন থিম ও প্লাগিন পরিক্ষা করার জন্য আমি এই সাইটা তৈরি করেছি। http://at-tawhid.tk এটা দেখতে পারেন।
    এখানে আমি কোন কোডিং করিনি । সব জিনিশের জন্য প্লাগিন্স ব্যবহার করছি।

    Level 0

    amar sata zogagog krte paren amar page e https://www.facebook.com/amanullahzumon

Vai boxhost er service kmn?

আপনাকে অনেক ধন্যবাদ, আমি সব কিছু শেষ করেছি কিন্তু সাইট আসছে না। এই জন্য কি অপেক্ষা করতে হয়?? না last step শেষে site open হবে??? @ amanjumon

Level 0

vai apner tune ta poer khub valo laglo.chesta kore dekhbo.
and @rbcor vai ar moto ami akta poripurno website banate chai.ami joto tuku jani ate onek taka lage.bt amar to kono credit card nai tai ami kivabe ata khulte pari aktu jodi kao sothik tottho diten tahole khub upokrito hota

Level 0

আমি ওয়ার্ডপ্রেসে মেনু তৈরি করতে পারছি না। মেনু অপশনে লেখা your theme supports 3 menu. আমাকে কি একটু সাহা্য্য করবেন? আমি আমার ইচ্ছামত অনেকগুলো মেনু তৈরি করতে চাই। আমার ওয়ার্ডপ্রেস ভার্সন 3.5.1।

Level 0

vai obosese holo but sajate persi na.plz bolen kivabe menu jog korte hoi,.
aktu santi petam jodi website ta sajate pertam.

Level 0

website ar poripurnota dite maje poripurno vabe sajate hoi kemne se bisoi nia akta blog lekhen plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

Level 0

theme change koreo luv hoina, onno upay bolen or theme link den please.

Bai ami onek cesta koreci, kintu BOXHOST.ME te sing up korte pari nai. Aponi jodi amake
[email protected] ei email address er againest e ekta account khule din tahole mar khub upoker hoto. Amar onek diner icche ami ekti website khulbo. tai aponer ei help toku lagbe. korle ciro kritoggo thakbe. PLZ bai amak help korben.

Level 0

Bro khub valo post. ami domain and hosting open koreci wordpress install koreci but site ti kotha theke login kore edit korbo bujhte parci na. help korben plz.

vai ami Dot TK theke khulte chai na ami domain provider dot com hisebe khulte chai orthat dhorun ami http://www.techtunes.tk na khule http://www.techtune.com khulte chai ektu help koren……………..

vai ami Dot TK theke khulte chai na ami domain provider dot com hisebe khulte chai orthat dhorun ami http://www.techtunes.tk na khule https://www.techtunes.iom khulte chai ektu help koren……………..

    @Mahadi Al Hassan:
    ভাই, দুনিয়াতে এমন কোন দয়ালু কোম্পানি নাই যে (.com) ডোমেইন ফ্রি তে দিবে! (.com) ডোমেইন আপনাকে কিনতে হবে। Hostgator.com এ (.com) ডোমেইন এর মূল্য প্রায় $12.95/yr! তাহলে বুঝতেই পারতেসেন! আর techtunes.iom ডোমেইনটা already sold! So,কিছুই করার নাই! কিনতে হবে!!!

ভাইয়া! বেমসারর কাজ করে না।।। ns1.boxhost.me ns2.boxhost.me
কি করব?

দুঃখিত নেমসারভার।।