এবার আপনি অবশ্যই পারবেন আপনার ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি গুলো ২ সারিতে সাঁজাতে !!! চাইলে মাসিক আর্কাইভ কেও সাঁজাতে পাড়েন

c1

সুন্দর দেখানোর জন্য অথবা জায়গা বাঁচানোর জন্য আমরা অনেকেই আমাদের ওয়ার্ডপ্রেস সাইতে এর ক্যাটাগরি গুলো ২ সারিতে সাজাতে চাই । কিন্তু গুগল থেকে প্রাপ্ত তথ্য দিয়ে বেশির ভাগ সময় ই কাজ হচ্ছে না দেখা যায় । তারুপর আবার আছে পিএইচপি কোড এডিট এর ঝামেলা ।

তাই আপনাদের আমি একটি সহজ নিয়ম দেখাচ্ছি যাতে আপনাকে এত ভেজাল করতে হবে না ।

১। প্রথমে আপনার এডমিন প্যানেল এ লগইন করে Apearance থেকে Widget এ যান ।

২। যে জায়গায় ক্যাটাগরি গুলো দেখাতে চান সে জায়গায় একটি "Text" Widget বসান ।

৩। "Text" Widget এ নিচের কোড গুলো বসান

<div style='float:left; width:45%;'>
<ul>
<li><a href="#">Category 1</a></li>
<li><a href="#">Category 2</a></li>
<li><a href="#">Category 3</a></li>
<li><a href="#">Category 4</a></li>
</ul>

</div>
<div style='float:right; width:45%'>
<ul>
<li><a href="#">Category 5</a></li>
<li><a href="#">Category 6</a></li>
<li><a href="#">Category 7</a></li>
<li><a href="#">Category 8</a></li>
</ul>
</div>

৪। তারপর Category 1,2,3 এ সবের জায়গায় আপনার ক্যাটাগরি এর নাম গুলো বসান আর # এর জায়গায় ক্যাটাগরি এর লিঙ্ক গুলো বসান ।

৫। আপনি চাইলে <li><a href="#">Category 1</a></li> এই লাইন আরও বসিয়ে ক্যাটাগরি সংখ্যা বাড়াতে পারেন ।

এখন আপনার সাইট এ দেখুন

বিঃদ্রঃ নতুন ক্যাটাগরি যুক্ত করলে তা আপনাকে নিজে Manually বসাতে হবে ।

অনুরূপ ভাবে মাসিক আর্কাইভ কেও সাঁজাতে পাড়েন

DEMO

টিউনটি পূর্বে Science Breeze এ প্রকাশিত

এরকম আরও টিউন পেতে এখানে এ আসতে পারেন

Level 0

আমি ফিদা আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Oshadaron hoyaca.Caleya jan.

আসলেই খুবই কাজের পোষ্ট দিয়েছেন ++++++++++++++++++++++++++++++।

চালিয়ে যান সুন্দর হয়েছে, যদি মোবাইল সাইট Wakpa নিয়ে কিছু লিখতেন। ধন্যবাদ ফিদা আল হাসান

ফিদা আল হাসান ভাই, মাসিক আর্কাইভকে কিভাবে সাপ্তাহিক বানানো যায় জানেন? আমার দরকার ছিল, হেল্প করলে উপকৃত হতাম। ভাল থাকুন।

ওয়ার্ডপ্রেসে প্লাগিনের ব্যবহার বাদে এত সহজে দুই কলামের ক্যাটাগরি সত্যিই অসাধারন ।

চমথকার ।
ধন্যবাদ ।

Level 2

Ek kothai chorom tune. ei rokom tune aro chai. 🙂

    @farhadjoy: ইনশাল্লাহ এরকম আরও পাবেন । আমার সাইট এর লিঙ্ক দেয়া আছে । ওখানে এরকম আরও পাবেন

আমি আমার সাইটে আপনার দেখানো টিউন অনুসারে ক্যাটাগরি ঠিক করলাম । আপনাকে অনেক ধন্যবাদ এই রকম সুন্দর একটি টিউন উপহার দেওয়ার জন্য । 🙂

Catagory kivabe banabo. Ami ajkey new wordpress a asci

@nazim01919: ভাই বুঝলাম না এহাসান ভাই ও লেখসে চমথকার আপনি ও লিখেছেন চমথকার O_o । ধন্যবাদ