ওয়ার্ডপ্রেস ইনস্টলেসন হেল্প চাই টিউনার ভাইদের থেকে

হ্যলো টিউনার ভায়েরা।
আমি আমার হোস্টিং এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই। এইটা নিয়ে কোনো অভিজ্ঞতা নাই। টেকটিউনস এর কিছু টিউন দেখে নিজে নিজে চেষ্টা করেছিলাম।
প্রসেস গুলো ফলো করার পরেও হল না ।
মাইক্রোসফট ওয়েবএপ থেকে অটোমেটিক ইনস্টল করার চেষ্টা করেছি। ইনস্টল হওয়ার পরে কনফিগার পেজটা আসেনা যেখানে ডাটাবেস নেম/পাস দিয়ে ওয়ার্ডপ্রেস ইউসার আইডি ওপেন করতে হবে।.

কনফিগার ডট পিএইচপি ফাইলটা রিনেম করে এডিট ও করে দেখেছি হয় না 🙁
মেনুয়ালি রুট এ আপলোড করে দেখেছি রেজাল্ট সেম । ডাটাবেস এবং ইউসার ক্রিয়েট করেছি। সমসসা তা কোথায় বুঝতে পারছিনা।
ওয়েব সাইট ওপেন করলে নিচের মেসেজটা আসে

403 - Forbidden: Access is denied.

You do not have permission to view this directory or page using the credentials that you supplied.

কেও কি সাহায্য করতে পারেন ?

থিম নিয়ে একটা সাজেসন চাই। ওয়ার্ডপ্রেস এর থিম নেট এ ফ্রি পাওয়া যায় কিন্তু যতদুর জানি ওটাতে ভাইরাস থাকে।
আমি একটা টরেন্ট থেকে থিম ডাউনলোড করেছি ওখানে বলা আছে ভাইরাস রিমুভড। ভাইরাস কি আসলেই রিমুভ করা হয়েছে কিনা ঐটা কি করে চেক করা যায় ?

Level 0

আমি Rickyrk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমাকে স্কাইপিতে এড দেন। দেখি, কি করা যায়।
skype id: sksohag75