টেকটিউন্সের ওয়ার্ডপ্রেস বিশেষজ্ঞদের কাছে একটি সাহায্যের আবেদন। আমি একটি সাইট বানিয়েছি ওয়ার্ডপ্রেস দিয়ে। কিন্তু সেটাতে এডমিন পোস্ট করতে পারলেও কোন রেজিস্টার্ড ইউজার পোস্ট করতে পারেনা। কিভাবে সকল ইউজার পোস্ট করতে পারবে তা কেউ বলে দিলে কৃতজ্ঞ থাকব।
( টিউনের বিষয় বস্তু খুব অল্প (টিউনের বিষয়ব্তু কমপক্ষে 50 শব্দের হতে হবে, টিউনটিতে আছে 37 টি)
টিউনটি খসড়া হিসেবে সংরক্ষিত হল।
টিউনের বিষয় বস্তু খুব অল্প (টিউনের বিষয়ব্তু কমপক্ষে 50 শব্দের হতে হবে, টিউনটিতে আছে 37 টি)
টিউনটি খসড়া হিসেবে সংরক্ষিত হল। )
আমি rabiul islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মোঃ রবিউল ইসলাম। একজন তালিবুল ইলম।
আপনি সেটিং > জেনারেল সেটিং থেকে Anyone Can register এ টিক দিন। এবং user role এ Author সিলেক্ট করে সেভ করুন।
এখন যে কেউ সদস্য হতে পারবে এবং পোস্ট করতে পারবে।