Cpanel এ Disk Usage এর ব্যাপারে…পথ দেখান প্লিজ।।

আমার ওয়েবসাইট(www.celebrityzest.com) এর cpanel এর  100Mb জায়গা ছিল শুরুতে। কিছুদিন ব্লগিং করলাম...দেখলাম64.1 Mb জায়গা খরচ হইছে...বেশ কিছুদিন ব্লগইং অফ রাখলাম...তারপর দেখি হটাৎ করে  usage 84 Mb হয়ে গেছে...আজ আমি ভাবলাম আমার backup রাখা দরকার...ব্যাকআপ রাখা শুরু করলাম আর দেখি ওয়ার্নিং দেখাচ্ছে 133/100 Mb ....You have crossed disk usage quota.....আকন আমি কি করতে পারি...আশাকরি ব্লগার ভাইদের সাহাজ্জ পাব...প্লিজ হেল্প করেন...

Level 0

আমি amimanush। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ব্লগিং বন্ধ রাখলেও আপনার সাইট বন্ধ থাকছে না, তাই নতুন কমেন্ট ও সাইট ভিজিটের লগ জমা হয়ে আপনার সাইটের ডিস্ক স্পেস খরচ হতে পারে।

এখন আপনার উচিৎ আপনার হোস্টিং একাউন্ট তা কম্পানির কাছ থেকে আপগ্রেড করে নিতে অথবা অন্য কোন কোম্পানিতে ট্র্যান্সফার করে নিতে।

    Level 0

    ধন্যবাদ আপনার উত্তর এর জন্য।

    Level 0

    বাংলাদেশ থেকে কিভাবে গুগল এর নেক্সাস অথবা এ্যামাজন এর কিন্ডল ফায়ার কিনতে পারি? ক্রডিট কার্ড ব্যবহার করে কেনা যাবে কি? অথবা অন্য কোনো পদ্ধতি? মূল দামে অর্থাৎ ১৯৯ ডলারে পাওয়া যাবে কি? কারো জানা থাকলে দয়াকরে সাহায্য করুন।

      @laskar: বাংলাদেশ থেকে এখনো নেক্সাস ৭ কেনা সম্ভব হচ্ছে না। এটা এখনো বাংলাদেশের মার্কেটে উন্মুক্ত করে নি (আমার জানামতে)। তবে বিদেশে কোন রিলেটিভ থাকলে আপনি তার কাছে অনুরোধ করুন যদি সে পাঠাতে পারে।

আপনি সিপ্যানেলে ঢুকে লগ ফাইল, ব্যাকআপ ইত্যাদি মুছে দিন।

    Level 0

    ভাই, আমি ত চপানেল সম্পরকে খুব বেসি জানিনা…দয়া করে যদি বলতেন আমি সেটা কিভাবে করব? মানে কিভাবে যাব লগ ফাইল এবং বাকআপ এ?তাছারা ব্যাকআপ ডিলিট করলে কন প্রব্লেম হবে কি?দয়া করে জানাবেন……।
    উত্তর এর জন্য ধন্যবাদ।

      @amimanush: সিপ্যানেল এর ব্যাকআপ মুছে ফেলার জন্য ফাইল ম্যানেজার খুলুন তারপরে Home লিংক এ ক্লিক করুন এখানেই আপনার ব্যাকআপ ফাইল থাকার কথা।

      ছবিতে দেখুনঃ http://jhorna.com/9E

      @amimanush: public_html এর ফাইলগুলা রেখে বাকিগুলা মোছা যেতে পারে। তাছাড়া .bak, .tar.gz এমন বড় বড় ফাইল থাকে যেগুলা ব্যাকআপ ফাইল ও ক্যাশ ফাইল। তাছাড়া ডট (.) দিয়ে শুরু হওয়া হিডেন ফাইল ও ফোল্ডার সহ ওগুলা মুছে দিন। তারআগে একটা কাজ করুন, সাইটের ফুল ব্যাকআপ নামিয়ে মোছা শুরু করুন। তবে কাজটা রিস্কি ও নিজ দ্বায়িত্বে করা উচিত। 🙂

Level 0

aminul islam vai…thanks a lot….38 mb jaiga beche gelo…valo lagce….

Level 0

aminul vai… ami log file abong mail delete korbo kivabe?jodi duita screenshot diten tobe khub valo lagto….