আমার ওয়েবসাইট(www.celebrityzest.com) এর cpanel এর 100Mb জায়গা ছিল শুরুতে। কিছুদিন ব্লগিং করলাম...দেখলাম64.1 Mb জায়গা খরচ হইছে...বেশ কিছুদিন ব্লগইং অফ রাখলাম...তারপর দেখি হটাৎ করে usage 84 Mb হয়ে গেছে...আজ আমি ভাবলাম আমার backup রাখা দরকার...ব্যাকআপ রাখা শুরু করলাম আর দেখি ওয়ার্নিং দেখাচ্ছে 133/100 Mb ....You have crossed disk usage quota.....আকন আমি কি করতে পারি...আশাকরি ব্লগার ভাইদের সাহাজ্জ পাব...প্লিজ হেল্প করেন...
আমি amimanush। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্লগিং বন্ধ রাখলেও আপনার সাইট বন্ধ থাকছে না, তাই নতুন কমেন্ট ও সাইট ভিজিটের লগ জমা হয়ে আপনার সাইটের ডিস্ক স্পেস খরচ হতে পারে।
এখন আপনার উচিৎ আপনার হোস্টিং একাউন্ট তা কম্পানির কাছ থেকে আপগ্রেড করে নিতে অথবা অন্য কোন কোম্পানিতে ট্র্যান্সফার করে নিতে।