সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে একটি ওয়ার্ডপ্রেস বেইজড নিউজ সাইট গড়ে তোলার চেষ্টা করছি।
আমরা সবাই আপাতত স্বেচ্ছাসেবক হিসেবেই কাজ করছি। সাইটটি দেখতে ক্লিক করুন http://www.move4world.com
আমরা এই সাইটটিতে নিম্নোক্ত বিভাগে আরো কিছু স্বেচ্ছাসেবক আহ্বান করছি:
১। ওয়েব ডেভলপার (ওয়ার্ডপ্রেস ও পিএইচপিতে ধারণা থাকতে হবে)
২। SEO এক্সপার্ট (Search Engine Optimization এ ধারণা থাকতে হবে)
৩। গ্রাফিক্স ডিজাইনার (Illustrator ও Photoshop এ এ ধারণা থাকতে হবে)
৪। প্রযুক্তি প্রতিবেদক (প্রযুক্তি বিষয়ে লেখালেখিতে আগ্রহী)
আগ্রহীরা CV মেইল করুন: [email protected]
সকলকে ধন্যবাদ.....
তারিফ হক
আমি tarif21। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আগ্রহী !! php অতটা ভালো জানি না, তবে কাজ চলে যাবে, এছাড়া আমি php এবং c এর একজন স্টুডেন্ট!! কাজেই php তে দক্ষ হয়ে উঠাটা আর বেশিদিনের ব্যাপার নয় আমার কাছে!! আমি কি cv পাঠাবো??? উল্লেখ্য ১ বছর ধরে ওয়ার্ডপ্রেস চালানোর অভিজ্ঞতা আছে আমার(শর্ট কোড সহ)