হেল্পান প্লিজ!!ওয়ার্ডপ্রেস এর জন্য swift 6 থিম টি কোথায় পাওয়া যাবে?

কেমন আছেন ভাইয়ারা সবাই। সবাইকে হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা।

happy new year 2012

আমি শিগগিরই একটি ব্লগ সাইট খুলতে যাচ্ছি। যদিও আমার এই ব্যাপারে অভিজ্ঞতা একেবারে নতুনদের পর্যায়ে।

ওয়ার্ডপ্রেস এর থিম সিলেক্ট নিয়ে বেশ বিপদে পরেছিলাম। অনেক কস্তে দুটি থিম thesis আর swift খুজে পেলাম।

thesis টা ভালই লেগেছে কিন্তু আমি এখনও মনে হয় এই লেভেল এ  যেতে পারিনাই তাই swift নিয়ে কাজ শুরু করলাম।

এটি বেশ ইউজার ফ্রেন্ড লি এবং নতুন ইউজার দের জন্য ইউজ করা বেশ সহজ মনে হল।

যাই হোক আসল কথায় আসি। আমি যেটা পেয়েছি সেটা swift .5 ভার্সন কিন্তু নেট এ দেখলাম swift .6  পাওয়া যাচ্ছে। কিন্তু কষ্টের ব্যাপার হল এটি পেইড থিম

( ভাই গরিব মানুষ কেনার টাকা নাই)। অনেক খুজেও এর পাইরেট কপি পেলাম না। আপনাদের মাঝে জ্ঞানী গুনি কেউ যদি একটু হেল্পান তাহলে বড়ই

উপকার হত।

আর আমার সাইট টা একটু ঢুঁ মেরে আস্তে পারেন। সাইট এর মেনু  আর ডিজাইন আর ব্যাপারে আপনাদের পরামর্শ একান্ত কাম্য।

লিঙ্ক( ক্লিক করুন)  ( সাইট একেবারে ফাঁকা, আগেই বলে দিলাম কিন্তু, পরে আমারে মাইর দিয়েন না আবার)

Level 0

আমি taufiqmax। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস