আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আমি আলোচনা করব কিভাবে ওয়ার্ড-প্রেস এর Core, থিম, প্লাগ-ইন, ল্যাংগুয়েজ ফাইলের আপডেট বন্ধ করবেন। চলুন শুরু করা যাক।
আপনারা যারা ওয়ার্ড-প্রেস ব্যবহার করেন তারা জেনে থাকবেন নির্দিষ্ট সময় পর পর ওয়ার্ড-প্রেসের Core ফাংশন গুলো আপডেট হয়। আপডেটের মাধ্যমে ওয়ার্ড-প্রেসে নতুন ফিচার যুক্ত হয়, ছোট ছোট বিভিন্ন Erorr ফিক্সড হয়, সিকিউরিটি সিস্টেম আরও শক্তিশালী হয়। তাছাড়া ওয়ার্ড-প্রেসের থিম, প্লাগ-ইন, ল্যাংগুয়েজ ফাইলও আলাদা ভাবে আপডেট হয় এবং আপডেট নোটিফিকেশন আসে।
যদিও যেকোনো ওয়েবসাইটের জন্য সব সময় ল্যাটেস্ট ভার্সন আপগ্রেড করার দরকার হয় না তবুও পারফরম্যান্স এবং সিকিউরিটি জন্য অটোমেটিক আপডেট দিয়ে রাখা খারাপ কিছু নয়।
তবে মাঝে মাঝে আমাদের ওয়ার্ড-প্রেসের বিভিন্ন ফাইল যেমন থিম, প্লাগ-ইন ল্যাংগুয়েজ ফাইল নিজেরা মডিফাই করি সেক্ষেত্রে এগুলো আপডেট নিলে আমাদের করা সেটিং গুলো আর থাকে না। আর এজন্য অনেকে প্রেফার করে অটো আপডেট বন্ধ রাখতে। যদিও অনেকে আপডেট ফাংশনের জন্য Jetpack ব্যবহার করে তবুও আজকে আলোচনা করব নতুন একটি প্লাগ-ইন নিয়ে।
নতুন কোন আপটেড আসলে তা আমাদের রেড মার্ক করে দেখিয়ে দেয় এবং সেখানে ক্লিক করলেই কেবল আপডেট হয় তবুও এটা দেখতে বিরক্তিকর। আর এখন থেকে এই আপডেট সংক্রান্ত সকল সমস্যার সমাধান দেবে Easy Update Manager।
Easy Updates Manager একটি ওয়ার্ড-প্রেস প্লাগ-ইন যা দিয়ে আপনি ওয়ার্ড-প্রেসের আপডেট বন্ধ করতে পারবেন, আপডেটের নোটিফিকেশন ডিজেবল করার পাশাপাশি, Core, থিম, প্লাগ-ইন, ল্যাংগুয়েজ ফাইলের আপডেট ব্লক করে দিতে পারবেন। এর ফ্রি পেইড দুইটি ভার্সন থাকলেও ফ্রি ভার্সন দিয়েই জরুরী কাজ গুলো করে ফেলা যায়।
প্লাগ-ইন ডাউনলোড লিংক @ Easy Updates Manager
ওয়ার্ড-প্রেসের আপডেট ফিচারটি স্বাভাবিক অবস্থায়, বিভিন্ন আপডেট খুঁজতে থাকে এবং নতুন কোন আপডেট পেলে তা ড্যাশ-বোর্ডে জানিয়ে দেয়। যখন ওয়ার্ড-প্রেসের কোর, থিম, বা প্লাগ-ইন আপডেট আসে তখন সেটা রেড মার্কের নোটিফিকেশনের মাধ্যমে আমাদের জানিয়ে দেয়। ওয়ার্ড প্রেসের টুলবারে দেখায় কয়টি আপডেট বর্তমানে এভেইলেবল আছে।
তো চলুন দেখে নেয়া যাক কিভাবে ব্যবহার করবেন Easy Updates Manager।
আপনার ওয়ার্ড-প্রেসের ড্যাশ-বোর্ড থেকে Plugins > add new যান এবং Easy Updates Manager সার্চ দিয়ে ইন্সটল করে নিন। তবে আপনি চাইলে এই লিংকে গিয়ে সরাসরিও ডাউনলোড করে নিতে পারেন এই প্লাগ-ইন টি।
এবার আপনি Plugins > Installed Plugins যান এবং Easy Updates Manager খুঁজে বের করে Configure এ ক্লিক করুন।
এখানে আপনি নিজের ইচ্ছে মত সেটিং করে নিতে পারবেন। আপনি যখন এই Plugin ইন্সটল দেবেন তখন Control Panel এ নতুন একটি অপশন আসবে Update Options নামে চাইলে এখান থেকে Easy Updates Manager এ প্রবেশ করতে পারেন।
আপনি যদি আলাদাভাবে শুধু মাত্র প্লাগ-ইন গুলোর আপডেট অফ করতে চান তাহলে Plugins ট্যাবে ক্লিক করুন। আপনি এখানে আপডেট Allowed বা Blocked করতে পারবেন।
আমরা জানি ওয়ার্ড-প্রেসে যখন কোন আপডেট আসে তখন সেটা একটি Popup এর মাধ্যমে শো করায় এবং আমাদের আপডেট দিতেই হয় কিন্তু আপনি চাইলে Easy Updates Manager এর মাধ্যমে সকল আপডেট নোটিফিকেশনও বন্ধ করে দিতে পারবেন।
চলুন দেখা নেয়া যাক কেন ব্যবহার করবেন এবং এর কিছু সুবিধা
আমরা যখন ড্যাশ-বোর্ডে কাজ করি তখন আপডেট গুলো প্রায়ই আমাদের বিরক্তির কারণ হয় তাছাড়া কাস্টম মডিফাই ফাইল গুলোও নষ্ট হয়ে যায়। তাই মাঝে মাঝে ওয়ার্ড-প্রেসের আপডেট গুলো বন্ধ রাখা আমাদের জন্য জরুরী হয়ে পড়ে। আমি আশা করছি আজকের এই Easy Updates Manager প্লাগ-ইনটি আপনাকে আপডেট সংক্রান্ত জটিলতা এড়াতে সাহায্য করবে।
কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের জানান আপনার কাছে কেমন লেগেছে এই প্লাগ-ইন।
পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।