আসসালাম আলাইকুম
আজ আমি আপনাদের মাযে আমি একটি প্লাগিন শেয়ার করবো যার দাম ২৪৯ ডলার। অত্যন্ত জনপ্রিয় এই প্লাগিন যার ব্যবহার ইতিমধ্যে পুরাবিশ্বে সাড়া ফেলবার মতো।
এই একটি প্লাগিনের ব্যবহার জানলে আপনি খুব সুন্দর এবং উন্নতমানের একটি সাইট ডিজাইন করে ফেলতে পারবেন একদম অল্পসময়ে। সুতরাং আর বেশি কথা নয় সোজা ডাউনলোড করে নিন এতদিন ধরে খুজতে থাকা এই প্লাগিনটি, আর হ্যা এটি দিয়ে আপাতত শুধুমাত্র পেইজ বিল্ড করা যাবে তবে ডেমো ইমপোর্ট করা যাবেনা।
এর ফিচার সমুহঃ
+এতে drag and drop করে সব কাজ করতে পারবেন
#Contact form(design and setup)
#progressbar making
#image (resize, border, color and all css tag available)
#Custom CSS is amazing
#Social media option
#testimonials section
#cell to action
#Button
#post design
#text desing
#Build in SEO
#json file import free
আপনারা যদি চান পরবর্তী কোনো টিউনে আমি ডেমো ইমপোর্ডটা শিখিয়ে দিবো
কারো কাছে যদি আগে থেকেই থাকে তাহলে এটা আপনার জন্য না
আমার ওয়েবসাইটে ঘুরে আসার দাওয়াত রইলো
আমি রেজওয়ান শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।