আজকে আমি আপনাদের দিতে যাচ্ছি Yoast seo 8.4। অনেকেই মনে করেন প্রিমিয়াম প্লাগিন ফ্রিতে পেলে তাতে ভাইরাস থাকার সম্ভাবনা থাকে। কিন্তু আমার শেয়ার করা প্লাগিন এ ১০০% কোনো ভাইরাস থাকবেনা। কেননা যা কিছুই আমি শেয়ার করি সবকিছুই আমি নিজে আগে চেক করে নিই। কথা না বাড়িয়ে কাজের দিকে যাই।
প্রথমেই জেনে আসি Yoast SEO এর ফিচার সমূহ
Yoast seo অনেক পরিচিত আমরা যারা wordpress এ সাইট রান করে চালাচ্ছি। এটি এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট প্লাগিন SEO এর জন্যে। তবে Yoast কে টক্কর দেওয়ার মত প্লাগিন ও এসে গেছে। ওটা নিয়ে অন্য টিউন করবো। Yoast SEO এর মূল ফিচারসমূহ গুলো হলো:
আরো অনেক ফিচার যা বলে শেষ করা যাবেনা।
Yoast SEO pro নিয়ে এলো আরো দূর্দান্ত ফিচার নিয়ে।
আরো ইউজারফ্রেন্ডলি এবং আরো অনেক ফিচার আপনি ব্যবহার না করলে বুঝবেন না।
এটা নিশ্চিত হবার জন্য আপনি ফ্রি হোস্টিং এ wrdpress বানিয়ে ওটাতে কিছুদিন ট্রাই করে দেখেন কোনো সমস্যা হলে তারপর জানাবেন। আমি অনেকদিন ধরে আমার সাইটে এটি ব্যবহার করছি আমার সাইটের কোনো সমস্যা করেনাই। আর আমি Virus total দিয়ে check করে নিছি আপনারাও চাইলে চেক করতে পারেন।
ডাউনলোড করার প্রসেস একেবারে সহজ আপনাকে নিচের ডাউনলোড লিংক এ ক্লিক করে ফাইলটি ডাউনলোড করতে হবে।
Free download yoast seo premium 8.4 direct
পরিশেষে টিউন সংক্রান্ত মতামত, সাহায্য যেকোনো কিছুর জন্য টিউমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকলাম।
আমি হাসান সরকার। Admin, Think After Infinity, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।
প্রিয় টিউনার,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
ধন্যবাদ আপনাকে।