Yoast SEO এর ব্যবহার কিভাবে করবেন?

Yoast SEO এর ব্যবহার কিভাবে করবেন?

Yoast SEO হল একটি এস ই ও ওয়ার্ডপ্রেস প্লাগিন, আপনি এটার ধারা আপনার কনটেন্ট কে খুব দ্রুত গুগল এ র‍্যাঙ্কিং করাতে পারবেন। ওয়ার্ডপ্রেস একটি পপুলার ওয়েবসাইট সিএমএস। খুব সহজেই নিজের মনের মত করে কাস্টোমাইজ করে সাইট করা যায়! যাইহোক মুল কথায় আসি, আপনার সাইট এর কনটেন্ট ফুল এস ই ও হবার মত হয়েছে কিনা বা খুব দ্রুত গুগল এ র‍্যাঙ্কিং এ নিয়া আসার জন্য Yoast SEO প্লাগিন। এই প্লাগিন টা আপনাকে দারুন ভাবে সহযোগিতিতা করবে। এবার চলুন যেনে নেই কিভাবে এই প্লাগিন টা ব্যবহার করতে হবে এবং কোথা থেকে শুরু করতে হবে ঃ

১মে আপনাকে কি করতে হবে?Yoast SEO এর ব্যবহার
১মে আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস সাইট’টি লগইন করুন, তারপর প্লাগইনস এ যান। এরপর উপরে ডান পার্শে কর্নারে সার্চ বক্সে গিয়ে লিখুন Yoast SEO। এরপর নিচের পিকচার এর মত দেখতে পাবেন

এখন ঝটপট Install এ ক্লিক করে লাগইনস টি ইন্সটল করে ফেলুন। ইন্সটল করা হয়ে গেলে Yoast SEO এর ড্যাসবোর্ড এ যান এরপর Check SEO configuration এ ক্লিক করে Yoast SEO টি ম্যানুয়ালি কম্ফিগার করে নিন। তাতে ইম্প্রুভ হবে। এরপর কনফিগার হয়ে গেলেই কনটেন্ট লেখা শুরু করে দিন। এবার New Post এ ক্লিক করুন। আমরা সাধারণত যানি কনটেন্ট লেখার সময় সবার আগে যে বিষয় টি নিয়ে লেখা হবে তার একটি শিরোনাম/টাইটেল লিখতে হয়। ঠিক তাই আপনিও শিরোনাম/টাইটেল লিখে ফেলুন যে বিষয় টি নিয়ে কনটেন্ট লিখতে চান। এরপর যে শিরোনাম/টাইটেল লিখছেন সেটা কপি করে নিচে ফুল ডেসক্রিপশন এ বসান এবং লেখাটি বোল্ড করে দিন। এখন মিনিমাম ৮০০ ওয়ার্ড এর একটি কনটেন্ট লিখে ফেলুন। তারপর নিচের পিকচার এর মত বুঝে লিখতে থাকুন। নিচের পিকচার এর মত সবুজ চিনহো হয়ে গেলেই আপনার কনটেন্ট টি ফুল এস ই ও অনুযাই হবে।

আরো নতুন কিছু পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন!

Our Website MeghaTunes

Level 0

আমি মেঘা টিউন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস