১ জিবি হোস্টিং + ডোমেইন + ফ্রি SSL ‍Certificate দ্রুত লুফে নিন মাত্র ১২৫০ টাকা এছাড়া সকল শেয়ার্ড হোস্টিং এ রয়েছে ৫০ মূল্য ছাড় সাথে থাকছে সুপার ফ্রেন্ডলী সাপোর্ট শুধু মাত্র CloudServerBD হোস্টিং -এ

প্রকাশিত
জোসস করেছেন

হোস্টিং সেবার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ক্লায়েন্ট সাপোর্ট। বর্তমানে অনেককে দেখা যায় হোস্টিং সেবা নিয়ে প্রোভাইডারদের উপর বিরক্ত। সাপোর্ট নিয়ে ভোগান্তি। কারন লো কনফিগারেশনের সার্ভার, অতিরিক্ত ওভারসেলিং। আমরা ওভারসেলিং করিনা।  আমরা কথায় নয় কাজে বিশ্বাসী।  

আমরা কোন হোস্টিং রিসেলার, মাস্টার রিসেলার, আলফা রিসেলার থেকে ওয়েব হোস্টিং প্রোভাইড করিনা। আমরা আমাদের নিজস্ব ডেডিকেটেড সার্ভার এর মাধ্যমে হোস্টিং সেবা দিয়ে থাকি।  

যার জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা সাপোর্ট এর আশায় বসে থাকতে হবে না মূল্যবান সময় নস্ট করে। আমরাই আপনাকে দিচ্ছি ফাস্ট সার্ভার, ফাস্ট সার্ভিস, ফাস্ট সাপোর্ট এর গ্যারান্টি।

হেল্পলাইন খোলা থাকছে সকাল ০১০:০০ থেকে রাত ১০:০০ পর্যন্ত। যে কোন সমস্যা হেল্পলাইন এ একটা কল করুন দ্রুত সেবা নিন। হটলাইন ০১৭২০৪২৫০৩৮।

কি থাকছে অফারে?

  • 1 GB Disk Space
  • 25 GB Monthly Traffic
  • FREE Premium SSL (Life Time)
  • LiteSpeed Web Server
  • RAID 10 SSD Server
  • 10 Addon Domains
  • Featured Unlimited
  • Daily/Weekly Backup
  • Softaculous Apps Installer
  • cPanel Control Panel
  • 99.99% Uptime Guarantee

অফারটি পেতে সরাসরি এই  লিংকে ক্লিক করুন  

অফারের শর্ত :

এ অফার এর আওতায়.com/.net/.org/.info/.biz ডোমেইন নেম প্রযোজ্য।  এই অফার (১২৫০ টাকা) শূধু মাত্র প্রথম বছরের জন্য প্রযোজ্য হবে। পরের বছর থেকে হোস্টিং ১৮৫০ টাকা এবং ডোমেইন এর মূল্য ৮৫০ টাকা  অর্থাৎ ১৮৫০ টাকা প্রযোজ্য হবে।  বিস্তারিত জানতে হটলাইন ০১৭২০৪২৫০৩৮ এ ফোন করুন।

জেনে নিন CloudServerBD.Com হোস্টিং এর কিছু গুরুত্বপূর্ণ ফিচার :

  • ক্লাউড লিনাক্স OS : বর্তমানে ওয়েব হোস্টিং এর জন্য বহুল ব্যাবহৃত অপারেটিং সিস্টেম, যা সার্ভারের স্ট্যাবিলিটি, পারফরমেন্স বৃদ্ধি করে এবং সিকিউরিটি কে আরো উন্নত করে।
  • LiteSpeed Web Server : আপনার ওয়েব অ্যাপলিকেশন কে আর দ্রুত করতে সহায়তা করবে।
  • Softaculous Auto Installer : এটার মাধ্যমে শুধু মাত্র কয়েকটা ক্লিক এ আপনি বিভিন্ন জনপ্রিয় CMS যেমন WordPress, Joomla, Drupal, OpenCart, PrestaShop, phpBB, SMF, MyBB, Magento মুহুর্তেই ইনস্টল করতে পারবেন।
  • Daily-Weekly Local/Remote Offsite Rsync Backup : এই ফিচারের জন্য আপনি থাকতে পারেন নিশ্চিন্ত। যদি ভুল করে আপনার ওয়েব সাইটের ডাটা মুছে ফেলেন, তার জন্য আপনাকে সব হারিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকতে হবেনা। এই ফিচারের মাধ্যমে আপনার ওয়েব সাইট রিস্টোর করতে পারবেন এবং আপনার সাইটের ডাটা থাকবে সুরক্ষিত এবং নিরাপদ।
  •  SSL ‍Certificate কি? SSL (Secure Sockets Layer) হচ্ছে একটি সিকিউর লেয়ার যা, সাইটের ব্যবহারকারীর তথ্যসহ ঐ সাইটের বিভিন্ন লিংক encrypt (এনক্রিপ্ট) করে রাখে। SSL Certificate ব্যবহার করার দ্বারা ভিজিটরের ইনফরমেশন, লগইন নেম, পাসওর্য়াড, পিন কোড, ডেবিট ও ক্রেডিট কার্ড নম্বর নিরাপদ থাকে| যার ফলে হ্যাকারা এসব তথ্য বের করতে পারে না। ‍এ জন্য এই সব সাইটে কেনা-কাটা করা নিরাপদ। কিভাবে বুঝবেন সাইটে SSL আছে কি না? সেসব সাইটে ‍SSL Certificate আছে যেসব সাইটের এড্রেস বা ইউআরএল (URL) এর শুরুতে https:// থাকবে। আর যে সব সাইটে ইউআরএল (URL) এর শুরুতে http:// দেখবেন সে সব সাইটে SSL Certificate দেয়া নাই। এমন সাইটে কেনা-কাটা করা নিরাপদ নয়।

অন্যান্য অফার সমূহ :

CloudServerBD.Com শেয়ার্ড হোস্টিং প্যাকেজ এ নিয়ে এল  ৫০% পর্যন্ত মূল্য ছাড়।  ১ বছরের যে কোন  শেয়ার্ড হোস্টিং প্যাকেজ কিনলেই পাচ্ছেন ৫০% ডিসকাউন্ট।

শেয়ার্ড হোস্টিং এ ২৫% ডিসকাউন্ট :

১ জিবি ডিস্ক স্পেস এবং ২৫ জিবি ব্যান্ডউইথ ৫০০ টাকা। (রেগুলার প্রাইজ ১০০০ টাকা)
২ জিবি ডিস্ক স্পেস এবং ৫০ জিবি ব্যান্ডউইথ ১০০০ টাকা। (রেগুলার প্রাইজ ২০০০ টাকা)
৫ জিবি ডিস্ক স্পেস এবং ২৫০ জিবি ব্যান্ডউইথ ১৭৫০ টাকা। (রেগুলার প্রাইজ ৩৫০০ টাকা)
১০ জিবি ডিস্ক স্পেস এবং ৫০০ জিবি ব্যান্ডউইথ ২৭৫০ টাকা। (রেগুলার প্রাইজ ৫৫০০ টাকা) ২০ জিবি ডিস্ক স্পেস এবং ১০০০ জিবি ব্যান্ডউইথ ৩২৫০ টাকা। (রেগুলার প্রাইজ ৬৫০০ টাকা)

অফারের শর্ত :

এই ৫০% ডিসকাউন্ট অর্থাৎ উপরে উল্লেখিত মূল্য শূধু মাত্র প্রথম বছরের জন্য প্রযোজ্য হবে। পরের বছর থেকে রেগুলার প্রাইজ প্রযোজ্য হবে।  বিস্তারিত জানতে হটলাইন ০১৭২০৪২৫০৩৮ এ ফোন করুন।

ডোমেইন প্রাইজ :.com/.net/.org/.biz/.info ৮৫০ টাকা (রেজিস্ট্রেশন/ রিনিউ/ ট্রান্সফার)। সাথে থাকছে ফুল ডোমেইন কন্ট্রোল প্যানেল।

সার্ভারের কনফিগারেশন ও ফিচার:

  • Intel Quad Core Xeon Processor
  • 32 GB Ram
  • Raid 10 Protected Disk
  • 1Gbps Port
  • Premium Bandwith
  • Cloud Linux Os
  • LiteSpeed Web Server
  • cPanel Hosting
  • Softaculous Auto Installer
  • Daily Backup Feture

আমাদের সেবা সমুহঃ

  • ওয়েব হোস্টিং
  • রিসেলার হোস্টিং
  • ডোমেইন রেজিস্ট্রেশন
  • ডোমেইন রিসেলার
  • ভিপিএস হোস্টিং
  • SSL সার্টিফিকেট

আপনি কেন CloudServerBD.Com কে বেছে নিবেন?

  • ২৪/৭  ইমেইল, টিকেট  সাপোর্ট।
  • ৯৯.৯% আপটাইম গ্যারান্টি।
  • ওভারসেলিং মুক্ত হোস্টিং সার্ভিস।
  • Fast, Reliable এবং Secure ওয়েব হোস্টিং।
  • ডেইলী ব্যাকআপ ফিচার
  • ওয়ান ক্লিক সফটওয়্যার ইনস্টলার।
  • ফুল ডোমেইন কনট্রোল প্যানেল।
  • ৩০ দিনের মূল্য ফেরত গ্যারান্টি।
  • কোন লুকায়িত চার্জ নেই।
  • সর্বোচ্চ সংখ্যক পেমেন্ট গেটওয়ে।

কিভাবে পেমেন্ট করবেন?

আমরা রেখেছি আপনার জন্য সর্বোচ্চ সংখ্যক পেমেন্ট মেথুড। যাতে আপনাকে বিল পরিশোধ করার জন্য ঝামেলা পোহাতে না হয়। আমরা অনলাইন অফলাইন দুই ধরনের পেমেন্ট নিয়ে থাকি। ব্যাংক ডিপোজিট/ট্রান্সফার (ব্র্যাক ব্যাংক), মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা, বিকাশ), পেপাল, পেজা (এলার্টপে), স্ক্রীল (মানিবুকারস), ইন্টারন্যাশনাল ক্রেডিট/ডেবিট কার্ড এবং ক্যাশ পেমেন্ট। এছাড়া ঘরে বসেই আপনি ডাচবাংলা ব্র্যাক ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে আমাদের বিল পরিশোধ করতে পারবেন।  বিস্তারিত

যোগাযোগ:

Level 0

আমি ক্লাউড সার্ভার বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 39 টিউনারকে ফলো করি।

I am a full time online Domain Hosting provider, Web Design expart Owner of CloudServerBD.Com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস