হোস্টিং সেবার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ক্লায়েন্ট সাপোর্ট। বর্তমানে অনেককে দেখা যায় হোস্টিং সেবা নিয়ে প্রোভাইডারদের উপর বিরক্ত। সাপোর্ট নিয়ে ভোগান্তি। কারন লো কনফিগারেশনের সার্ভার, অতিরিক্ত ওভারসেলিং। আমরা ওভারসেলিং করিনা। আমরা কথায় নয় কাজে বিশ্বাসী।
আমরা কোন হোস্টিং রিসেলার, মাস্টার রিসেলার, আলফা রিসেলার থেকে ওয়েব হোস্টিং প্রোভাইড করিনা। আমরা আমাদের নিজস্ব ডেডিকেটেড সার্ভার এর মাধ্যমে হোস্টিং সেবা দিয়ে থাকি।
যার জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা সাপোর্ট এর আশায় বসে থাকতে হবে না মূল্যবান সময় নস্ট করে। আমরাই আপনাকে দিচ্ছি ফাস্ট সার্ভার, ফাস্ট সার্ভিস, ফাস্ট সাপোর্ট এর গ্যারান্টি।
হেল্পলাইন খোলা থাকছে সকাল ০১০:০০ থেকে রাত ১০:০০ পর্যন্ত। যে কোন সমস্যা হেল্পলাইন এ একটা কল করুন দ্রুত সেবা নিন। হটলাইন ০১৭২০৪২৫০৩৮।
কি থাকছে অফারে?
অফারটি পেতে সরাসরি এই লিংকে ক্লিক করুন
অফারের শর্ত :
এ অফার এর আওতায়.com/.net/.org/.info/.biz ডোমেইন নেম প্রযোজ্য। এই অফার (১২৫০ টাকা) শূধু মাত্র প্রথম বছরের জন্য প্রযোজ্য হবে। পরের বছর থেকে হোস্টিং ১৮৫০ টাকা এবং ডোমেইন এর মূল্য ৮৫০ টাকা অর্থাৎ ১৮৫০ টাকা প্রযোজ্য হবে। বিস্তারিত জানতে হটলাইন ০১৭২০৪২৫০৩৮ এ ফোন করুন।
জেনে নিন CloudServerBD.Com হোস্টিং এর কিছু গুরুত্বপূর্ণ ফিচার :
অন্যান্য অফার সমূহ :
CloudServerBD.Com শেয়ার্ড হোস্টিং প্যাকেজ এ নিয়ে এল ৫০% পর্যন্ত মূল্য ছাড়। ১ বছরের যে কোন শেয়ার্ড হোস্টিং প্যাকেজ কিনলেই পাচ্ছেন ৫০% ডিসকাউন্ট।
শেয়ার্ড হোস্টিং এ ২৫% ডিসকাউন্ট :
১ জিবি ডিস্ক স্পেস এবং ২৫ জিবি ব্যান্ডউইথ ৫০০ টাকা। (রেগুলার প্রাইজ ১০০০ টাকা)
২ জিবি ডিস্ক স্পেস এবং ৫০ জিবি ব্যান্ডউইথ ১০০০ টাকা। (রেগুলার প্রাইজ ২০০০ টাকা)
৫ জিবি ডিস্ক স্পেস এবং ২৫০ জিবি ব্যান্ডউইথ ১৭৫০ টাকা। (রেগুলার প্রাইজ ৩৫০০ টাকা)
১০ জিবি ডিস্ক স্পেস এবং ৫০০ জিবি ব্যান্ডউইথ ২৭৫০ টাকা। (রেগুলার প্রাইজ ৫৫০০ টাকা) ২০ জিবি ডিস্ক স্পেস এবং ১০০০ জিবি ব্যান্ডউইথ ৩২৫০ টাকা। (রেগুলার প্রাইজ ৬৫০০ টাকা)
অফারের শর্ত :
এই ৫০% ডিসকাউন্ট অর্থাৎ উপরে উল্লেখিত মূল্য শূধু মাত্র প্রথম বছরের জন্য প্রযোজ্য হবে। পরের বছর থেকে রেগুলার প্রাইজ প্রযোজ্য হবে। বিস্তারিত জানতে হটলাইন ০১৭২০৪২৫০৩৮ এ ফোন করুন।
ডোমেইন প্রাইজ :.com/.net/.org/.biz/.info ৮৫০ টাকা (রেজিস্ট্রেশন/ রিনিউ/ ট্রান্সফার)। সাথে থাকছে ফুল ডোমেইন কন্ট্রোল প্যানেল।
সার্ভারের কনফিগারেশন ও ফিচার:
আমাদের সেবা সমুহঃ
আপনি কেন CloudServerBD.Com কে বেছে নিবেন?
কিভাবে পেমেন্ট করবেন?
আমরা রেখেছি আপনার জন্য সর্বোচ্চ সংখ্যক পেমেন্ট মেথুড। যাতে আপনাকে বিল পরিশোধ করার জন্য ঝামেলা পোহাতে না হয়। আমরা অনলাইন অফলাইন দুই ধরনের পেমেন্ট নিয়ে থাকি। ব্যাংক ডিপোজিট/ট্রান্সফার (ব্র্যাক ব্যাংক), মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা, বিকাশ), পেপাল, পেজা (এলার্টপে), স্ক্রীল (মানিবুকারস), ইন্টারন্যাশনাল ক্রেডিট/ডেবিট কার্ড এবং ক্যাশ পেমেন্ট। এছাড়া ঘরে বসেই আপনি ডাচবাংলা ও ব্র্যাক ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে আমাদের বিল পরিশোধ করতে পারবেন। বিস্তারিত
যোগাযোগ:
ওয়েব - http://www.cloudserverbd.com
আমি ক্লাউড সার্ভার বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 39 টিউনারকে ফলো করি।
I am a full time online Domain Hosting provider, Web Design expart Owner of CloudServerBD.Com