আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেকটিউনসের সাথে পরিচয় ঘটে যখন আমি ক্লাস ৬ এ পড়। মোটামুটি টেকটিউনস থেকে যা জেনেছি এবং শিখেছি সেজন্য আমি কৃতজ্ঞ। আজ আমি যা শিখেছে তা জানাতে চাই। ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে আমাকে বাধিত করবেন।
এটি আমার টেকটিউনসে দ্বিতীয় টিউন। আমার প্রথম টিউনটি পাবলিশ না হওয়ার কারনটি অজানা।যাই হোক, মূল প্রসঙ্গ নিয়ে আলোচনা করা যায়।
এই টিউনি প্রথম প্রকাশিত হয়েছে নতুনব্লগ.কম -এ।আশা করি আপনাদের ভালো লাগবে। মূলত ওয়ার্ড প্রেস বিষয়ক তথ্যের জন্য নতুনব্লগের যাত্রা শুরু করেছিলো। কথা আর লম্বা করছি নাা।
আপনার যদি স্মার্টফোন থেকে থাকে তাহলে আপনি নিশ্চয় সিরি, করটানা বা গুগল ভয়েস সার্চিং সমন্ধে শুনে থাকবেন। আয়রনম্যান ফ্যানরাতো Jarvis এর কথাও শুনেছেন। এটা করলে কেমন হয় যে আপনার ওয়েবসাইটেও ভয়েস সার্চ করার সিস্টেম থাকলো? নিশ্চয় খুবই ভালো একটি ফিচার হবে। এই আর্টিকেলে আমি দেখাবো কিভাবে WordPress এ ভয়েস সার্চ ফিচার যুক্ত করবেন।
প্রথমেই একটি প্লাগিন ইন্সটল করতে হবে যার নাম Voice Search . প্লাগিন ইন্সটল করে একটিভ করে ফেলুন। প্লাগিন কিভাবে একটিভ করতে হবে সেই বিষয়ে দেখুন এখানে
একটিভ করার পর আর তেমন কোন কাজ করার প্রয়োজন নেই। কোন রকম সেটিংস বা কনফিগারেশনের দরকার নেই।
Appearance » Widgets এ গিয়ে সার্চ উইজেট যুক্ত করে নিন। আপনার সাইডবারে যদি সার্চ অপশন থেকে তাহলে উইজেট যুক্ত করার কোন দরকার নেই।
এখন আপনার ওয়েবসাইটে গেলে ভয়েস বাটন দেখতে পারবেন এবং সেখানে ক্লিক করলে Start Talking অপশন দেখবেন এরপর কথা বললেই তা সার্চ বাক্সে উঠে যাবে।
Voice Search প্লাগিন ওয়েব স্পিস API ব্যবহার করে কাজ করে। বর্তমানে সাফারি এবং ক্রোমে এই প্লাগিন সাপোর্ট করে।
আপনি যদি অন্য কোন সার্চ প্লাগিন ব্যবহার করেন তাহলে কিন্তু Voice search প্লাগিন কাজ করবে না।
এটুকু গাইড ফলো করলে মোটামুটি আপনি ভয়সে সার্চ যুক্ত করতে সক্ষম হবেন। আর কোন কিছু জানার থাকলে টিউমেন্ট সেকশনে জানাতে পারেন।
টিউনটি প্রথম প্রকাশিত হয়েছে https://www.notunblog.com এ।
আমি আশিক মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।